Ajker Patrika

যুদ্ধ বন্ধে সির সঙ্গে কথা বলতে চান জেলেনস্কি 

যুদ্ধ বন্ধে সির সঙ্গে কথা বলতে চান জেলেনস্কি 

চীন–তাইওয়ান সংকটের মধ্যেই ইউক্রেন যুদ্ধ বন্ধে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে কথা বলতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট এই আশাবাদ ব্যক্ত করেন।

ইউক্রেনে রুশ হামলা ও দখলদারত্ব যখন ক্রমশ জোরালো হচ্ছে, ঠিক তখনই যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর নিয়ে গভীর সংকটে পড়েছে ওয়াশিংটন-বেইজিংয়ের সম্পর্ক। পেলোসির তাইপে সফরের জবাবে বৃহস্পতিবার থেকেই তাইওয়ানের চারদিকে ৪ দিনব্যাপী সরাসরি সামরিক মহড়া শুরু করেছে চীন। এই পরিস্থিতিতে ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধে রাশিয়াকে চাপ দিতে চীনা প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি কথা বলার আশা প্রকাশ করেছেন জেলেনস্কি।

সাউথ চায়না মর্নিং পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘চীন অত্যন্ত শক্তিশালী দেশ, এর অর্থনীতি বিশাল। এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। দেশটি চাইলে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে রাশিয়াকে প্রভাবিত করতে পারে। তাই যুদ্ধ শেষ করতে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে আমি সরাসরি কথা বলতে চাই।’ এ প্রতিবেদন লেখা পর্যন্ত চীনের এ বিষয়ে প্রতিক্রিয়া জানা যায়নি। তবে ইউক্রেন সংকট শুরুর পর থেকেই নিরপেক্ষ থাকার ঘোষণা দিয়েছে বেইজিং।

এদিকে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা জানিয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কসহ ইউক্রেনের বিভিন্ন শহরে নতুন উদ্যমে হামলা শুরু করেছে রাশিয়া। দক্ষিণ-পূর্বাঞ্চলের জাপোরিঝিয়া ও মাইকোলাইভ শহরে বৃহস্পতিবার ভোরে ব্যাপক গোলা হামলা হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভেও হামলা জোরদার করেছে রাশিয়া। জাপোরিঝিয়া ও মাইকোলাইভ শহরের মধ্যবর্তী ক্রিভিরিহ শহর থেকে মাত্র ৩০ মাইল দূরে রয়েছেন রুশ সেনারা। জেলেনস্কির জন্মস্থান এই শহর দখলে রুশ সেনারা বেশ দ্রুত এগিয়ে আসছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত