Ajker Patrika

রাশিয়ার জনপ্রিয় দুই সাংবাদিককে হত্যাচেষ্টার দাবি 

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১১: ২০
রাশিয়ার জনপ্রিয় দুই সাংবাদিককে হত্যাচেষ্টার দাবি 

রাশিয়ার জনপ্রিয় দুই সাংবাদিককে হত্যার চেষ্টা করা হয়েছে। তবে গোয়েন্দা সংস্থা সেই অপতৎপরতা ভন্ডুল করেছে বলে দাবি করেছে রাশিয়া। রুশ সংবাদমাধ্যম ‘তাস’ এমনটি জানিয়েছে।

দুই সাংবাদিক হলেন জাতীয় গণমাধ্যম আরটির প্রধান সম্পাদক মার্গারিতা সিমনইয়ান এবং সুপরিচিত টেলিভিশন উপস্থাপক সেনিয়া সোবচাক।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আরটির সম্পাদকসহ দুই জনপ্রিয় সাংবাদিককে হত্যার চেষ্টা করা হয়। রাশিয়ার আদালত ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। অভিযুক্ত সাতজনের মধ্যে পাঁচজন কিশোর, যাদের জন্ম ২০০৫ ও ২০০৬ সালে। অন্য দুজন প্রাপ্তবয়স্ক।

রুশ জাতীয়তাবাদের প্রতি ঘৃণা থেকে আটকেরা জনপ্রিয় দুই রুশ সাংবাদিককে হত্যার ফন্দি আঁটে। হত্যার উদ্দেশ্যে আটকেরা সাংবাদিকদের বাড়ি ও কর্মস্থলের কাছে ঘোরাফেরাও করেছে। 

গোয়েন্দা সংস্থা এফএসবি যে ফুটেজ প্রকাশ করেছে, তাতে কয়েকজন সন্দেহভাজনকে আটক অবস্থায় দেখা গেছে। এ ছাড়া নাৎসিবাদের ওপর অস্ত্র ও বই জব্দ করা হয়েছে।

আটককৃতরা ‘অনুচ্ছেদ-৮৮ নামে’ গ্রুপে সংঘবদ্ধ ছিল। ইউক্রেনের হয়ে তারা সাংবাদিক হত্যার মিশনে নামার তথ্য স্বীকার করেছে। মিশন সফল হলে তারা ১৫ লাখ রাশিয়ান রুবল পুরস্কার পাওয়ার কথা স্বীকার করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত