গোলাবারুদ ফুরিয়ে যাওয়ায় ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনী শেষ পর্যন্ত ‘বেলচা’ নিয়ে লড়াই করছে। গোয়েন্দা সূত্রের বরাতে এমন দাবি করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অস্ত্র ও গোলাবারুদের মজুত ফুরিয়ে আসায় সম্মুখ লড়াইয়ে নামতে হচ্ছে রুশ যোদ্ধাদের। এমন পরিস্থিতিতে এক ধরনের বিশেষ বেলচা ব্যবহার করছে তারা।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, গেল ফেব্রুয়ারির শেষ নাগাদ ইউক্রেনের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালাতে বিশেষ ধরনের বেলচা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। বেলচাগুলো এমপিএল-৫০ নামে পরিচিত। এই বেলচার প্রথম নকশা করা হয়েছিল ১৮৬৯ সালে। পরে এতে কিছুটা পরিবর্তন আনা হয় বলে দাবি ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।
লড়াইয়ে এ ধরনের নিম্ন প্রযুক্তির ব্যবহারকে নৃশংসতা বলছে যুক্তরাজ্য। ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া একজন রুশ সেনার বক্তব্য তুলে ধরে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এমন অস্ত্রের ব্যবহার সম্পর্কে তিনি শারীরিক বা মানসিকভাবে একদমই প্রস্তুত ছিলেন না।
এক বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার গোলাবারুদের সংকটের বিষয়টি স্পষ্ট হচ্ছে বলে ধারণা যুক্তরাজ্যের। যদিও ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এমন দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি। এ ধরনের লড়াই ইউক্রেনের কোন জায়গায় হয়েছে বা হচ্ছে তাও উল্লেখ করেনি প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এদিকে পূর্ব ইউক্রেনের বাখমুত শহর ‘প্রায় ঘিরে ফেলেছে’ রুশ বাহিনী। অবরুদ্ধ বাখমুতে রুশ বাহিনী ভালো অবস্থানে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনারের প্রধান বলেছেন, গত কয়েক মাসের অব্যাহত আক্রমণে বাখমুত প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শহরটি সব দিক থেকে ঘিরে ফেলা হলেও একটি দিকের রাস্তা এখনো ইউক্রেনের সেনাদের জন্য খোলা রাখা হয়েছে। তবে বাখমুতের ফ্রন্ট লাইনে নিজেরা শক্ত অবস্থানে রয়েছে বলে দাবি ইউক্রেনের সামরিক বাহিনীর।
গোলাবারুদ ফুরিয়ে যাওয়ায় ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনী শেষ পর্যন্ত ‘বেলচা’ নিয়ে লড়াই করছে। গোয়েন্দা সূত্রের বরাতে এমন দাবি করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অস্ত্র ও গোলাবারুদের মজুত ফুরিয়ে আসায় সম্মুখ লড়াইয়ে নামতে হচ্ছে রুশ যোদ্ধাদের। এমন পরিস্থিতিতে এক ধরনের বিশেষ বেলচা ব্যবহার করছে তারা।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, গেল ফেব্রুয়ারির শেষ নাগাদ ইউক্রেনের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালাতে বিশেষ ধরনের বেলচা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। বেলচাগুলো এমপিএল-৫০ নামে পরিচিত। এই বেলচার প্রথম নকশা করা হয়েছিল ১৮৬৯ সালে। পরে এতে কিছুটা পরিবর্তন আনা হয় বলে দাবি ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।
লড়াইয়ে এ ধরনের নিম্ন প্রযুক্তির ব্যবহারকে নৃশংসতা বলছে যুক্তরাজ্য। ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া একজন রুশ সেনার বক্তব্য তুলে ধরে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এমন অস্ত্রের ব্যবহার সম্পর্কে তিনি শারীরিক বা মানসিকভাবে একদমই প্রস্তুত ছিলেন না।
এক বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার গোলাবারুদের সংকটের বিষয়টি স্পষ্ট হচ্ছে বলে ধারণা যুক্তরাজ্যের। যদিও ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এমন দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি। এ ধরনের লড়াই ইউক্রেনের কোন জায়গায় হয়েছে বা হচ্ছে তাও উল্লেখ করেনি প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এদিকে পূর্ব ইউক্রেনের বাখমুত শহর ‘প্রায় ঘিরে ফেলেছে’ রুশ বাহিনী। অবরুদ্ধ বাখমুতে রুশ বাহিনী ভালো অবস্থানে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনারের প্রধান বলেছেন, গত কয়েক মাসের অব্যাহত আক্রমণে বাখমুত প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শহরটি সব দিক থেকে ঘিরে ফেলা হলেও একটি দিকের রাস্তা এখনো ইউক্রেনের সেনাদের জন্য খোলা রাখা হয়েছে। তবে বাখমুতের ফ্রন্ট লাইনে নিজেরা শক্ত অবস্থানে রয়েছে বলে দাবি ইউক্রেনের সামরিক বাহিনীর।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এই অপরাধী চক্রের মূল হোতা একজন বাংলাদেশি নাগরিক। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন নেপালি নাগরিক পুলিশকে জানিয়েছে কীভাবে মিথানল মিশিয়ে মদ তৈরি ও বিক্রি করা হতো। কর্তৃপক্ষ আবাসিক ও শিল্প এলাকাগুলোয় অভিযান চালিয়ে এই অবৈধ কারখানাগুলো খুঁজে বের করে।
১ ঘণ্টা আগেব্রিটিশ রাজপরিবারের প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেট শিগগিরই পরিবার-পরিজন নিয়ে উইন্ডসরে নতুন বাড়িতে উঠতে যাচ্ছেন। এই বছরই তাঁরা তাঁদের তিন সন্তান জর্জ, শার্লট ও লুইসকে নিয়ে উইন্ডসর গ্রেট পার্কের সবুজঘেরা ফরেস্ট লজে উঠবেন বলে ব্রিটেনের সংবাদ সংস্থা পিএ মিডিয়া জানিয়েছে।
১ ঘণ্টা আগেআগামীকাল সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গেছে, এ বৈঠকে জেলেনস্কিকে সঙ্গে নিয়ে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারসহ বেশ কয়েকজন ইউরোপীয় নেতাও
২ ঘণ্টা আগেগাজার দক্ষিণাঞ্চলের জেইতুন এলাকায় ইসরায়েলি বাহিনীর টানা ছয় দিনের বিমান হামলা ও গোলাবর্ষণের মুখে হাজার হাজার মানুষ গাজা সিটি ছেড়ে পালাচ্ছে। স্থানীয় হামাস-নিয়ন্ত্রিত পৌরসভা জানিয়েছে, পরিস্থিতি এখন ‘বিপর্যয়কর’।
২ ঘণ্টা আগে