Ajker Patrika

লাইমান পুনরুদ্ধার ইউক্রেনের, সেনা সরাচ্ছে রাশিয়া 

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১০: ৫৩
লাইমান পুনরুদ্ধার ইউক্রেনের, সেনা সরাচ্ছে রাশিয়া 

রুশ বাহিনীর দখলে থাকা গুরুত্বপূর্ণ শহর লাইমান পুনরুদ্ধার করেছে ইউক্রেনের সেনাবাহিনী। আর এর পরিপ্রেক্ষিতে লাইমান থেকে সেনা প্রত্যাহার করছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, ইউক্রেনের সেনারা শহরটি ঘিরে ফেলার আশঙ্কায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ইউক্রেনীয় বাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান সেরি চেরেভাতি এক টেলিভিশন সাক্ষাৎকারে জানান, রাশিয়ার দখলে থাকা লাইমান শহরে ৫ হাজারের বেশি রুশ সেনাকে ঘিরে ফেলা হয়েছে। সেই সঙ্গে শহরটির চারপাশের এলাকা পুনরুদ্ধার করেছে ইউক্রেনীয় বাহিনী।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার (১ অক্টোবর) এক ভিডিও বার্তায় জানান, ‘দোনেৎস্কের লাইমান শহরে এখন ইউক্রেনের পতাকা উড়ছে। এটি এখন আমাদের সেনাদের দখলে।’

লাইমান শহর পুনরুদ্ধারকে বড় ধরনের সাফল্য হিসেবে দেখছে কিয়েভ। শহরটির বিভিন্ন জায়গায় ইউক্রেনের জাতীয় পতাকা ওড়ানোর ভিডিও প্রকাশ করা হয়। রাশিয়ার সেনাবাহিনী শহরটিকে এত দিন রসদ সরবরাহ রুট হিসেবে ব্যবহার করে আসছিল। কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এই শহরের নিয়ন্ত্রণ হারানোয় রুশ বাহিনী বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে মনে করছে কিয়েভ।

ইউক্রেনের চারটি অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণার এক দিন পরই লাইমান পুনরুদ্ধার করল ইউক্রেনের বাহিনী। শুক্রবার ক্রেমলিনে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়াকে নিজেদের অংশ বলে ঘোষণা দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত