Ajker Patrika

কিয়েভের আশপাশ থেকে ৯০০ মৃতদেহ উদ্ধার

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১২: ১০
কিয়েভের আশপাশ থেকে ৯০০ মৃতদেহ উদ্ধার

রুশ সেনারা কিয়েভ ছেড়ে যাওয়ার পর ওই অঞ্চল থেকে ৯০০ বেসামরিক মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কিয়েভ অঞ্চলের পুলিশপ্রধান আন্দ্রিয়ে নেবিতোভ। আজ শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘মৃতদেহগুলো রাস্তায় পড়ে ছিল। তাদের অস্থায়ীভাবে দাফন করা হয়েছে। প্রায় ৯৫ শতাংশ মানুষই গুলির আঘাতে মারা গেছে।’ ব্রিটিশ গণমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট ও বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

আন্দ্রিয়ে নেবিতোভ আরও বলেন, ‘প্রতিদিন ধ্বংসস্তূপের নিচে থেকে এবং গণকবরে মৃতদেহ পাওয়া যাচ্ছে। সবচেয়ে বেশি মৃতদেহ পাওয়া গেছে বুচায়। সেখানে ৩৫০ জনেরও বেশি মৃতদেহ পাওয়া গেছে।’ 

ইউক্রেন কর্তৃপক্ষ এ মাসের শুরুতে বুচায় গণকবর খুঁজে পায় এবং অসংখ্য মৃতদেহ উদ্ধার করে। গত বুধবার দেশটিতে পরিদর্শনে যান আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর। তিনি বলেছেন, ‘ইউক্রেনে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে তা বিশ্বাস করার ‘‘যুক্তিসংগত ভিত্তি’’ রয়েছে।’ 

মারিউপোলের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যুদ্ধাপরাধ ধামাচাপা দিতে রুশ সেনাদের গণকবর খুঁড়তে দেখেছেন তাঁরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত