Ajker Patrika

ব্রিটেনে টিকা নিয়ে আলোচিত সেই উইলিয়াম শেক্‌সপিয়ার আর নেই

আপডেট : ২৭ মে ২০২১, ২১: ২১
ব্রিটেনে টিকা নিয়ে আলোচিত সেই উইলিয়াম শেক্‌সপিয়ার আর নেই

ঢাকা: যুক্তরাজ্যে দ্বিতীয় ব্যক্তি হিসেবে করোনার টিকা নেওয়া উইলিয়াম শেক্‌সপিয়ার আর নেই। আজ বৃহস্পতিবার ৮১ বছর বয়সে স্ট্রোক করে তিনি মারা যান বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মৃত্যুকালে শেক্‌সপিয়ার স্ত্রী, দুই পুত্র, একজন নাতিকে রেখে গেছেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত ডিসেম্বরে যুক্তরাজ্যের কোভেন্ট্রি ইউনিভার্সিটি হসপিটালে ফাইজারের ভ্যাকসিন নিয়েছিলেন উইলিয়াম শেক্‌সপিয়ার। কিংবদন্তী নাট্যকার উইলিয়াম শেক্‌সপিয়ারের সঙ্গে নামের মিল থাকায় তখন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর হন তিনি। শেক্‌সপিয়ারের আগে যুক্তরাজ্যে প্রথম ভ্যাকসিন পান মার্গারেট কিনান।

উইলিয়াম শেক্সপিয়ারের বন্ধু যায়নে ইন্নেস বলেন, সে খুব চমৎকার একজন মানুষ ছিলেন। স্থানীয় এলাকা উন্নয়নের জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, শেক্‌সপিয়ার ৩০ বছর ধরে প্যারিশ কাউন্সিলরের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে ২০ বছর দায়িত্ব পালন করেন।

শেক্সপিয়ারকে নিয়ে তাঁর স্ত্রী জয় বলেন, দ্বিতীয় ব্যক্তি হিসেবে ভ্যাকসিন নিতে পারায় শেক্‌সপিয়ার খুব গর্বিত ছিলেন। গণমাধ্যমে নিজের নাম দেখেও তিনি খুশি হয়েছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত