আজকের পত্রিকা ডেস্ক
ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আলবেনিয়ায়। ইউরোপের দেশগুলোর প্রায় সব শীর্ষ নেতাই এখন সেখানে অবস্থান করছেন। নেতাদের জন্য লাল গালিচা সংবর্ধনা আয়োজন করেছিল আলবেনিয়া কর্তৃপক্ষ। সেই লাল গালিচাতেই যখন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি পা রাখলেন, তখনই ঘটে গেল এক অত্যাশ্চর্য ঘটনা। তাঁকে স্বাগত জানাতে এক অভিনব কৌশল অবলম্বন করলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা।
একটি ভাইরাল হয়ে যাওয়া ভিডিও ক্লিপে দেখা গেছে—মেলোনি যখন লাল গালিচার ওপর দিয়ে এগিয়ে যাচ্ছিলেন, তখন তাঁকে অভ্যর্থনা জানাতে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়েছেন রামা। শুধু তাই নয়, তিনি মেলোনির উদ্দেশ্যে তাঁর হাত দুটিকে অনেকটা ‘নমস্তে’ জানানোর ভঙ্গিতে রাখেন। মেলোনি অবশ্য এই কাণ্ড দেখে অট্টহাসিতে মেতে ওঠেন এবং রামার দিকে এগিয়ে গিয়ে তাঁকে আলিঙ্গন করেন। মেলোনিকে ‘ইতালিয়ান বোন’ বলে সম্বোধন করেন রামা।
এদিকে, ফরাসি প্রেসিডেন্ট মাখোঁকে স্বাগত জানাতে গিয়েও রসিকতা করে রামা তাঁকে বলেছেন, ‘এই যে সূর্যের রাজা!’
ব্রিটিশ প্রতিনিধিদের উদ্দেশেও মজার ছলে রামা বলেন, ‘বৃষ্টি যে আসবে এই সন্দেহ আগেই ছিল। এখন তা ইউরোপীয় আবহাওয়া গবেষণা প্রতিষ্ঠান থেকে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে, ব্রিটিশ প্রতিনিধিদলই এই বৃষ্টির উৎস!’
আজ শুক্রবার টানা বৃষ্টিকে পাত্তা না দিয়ে রাজধানী তিরানার লাল গালিচায় একটি নীল ছাতা ঘুরিয়ে সম্মেলনের সূচনা করেন রামা। ইউরোপের ৪০ জনেরও বেশি রাষ্ট্রপ্রধানকে হাসিমুখে ও উষ্ণ সম্ভাষণে স্বাগত জানান তিনি।
Giorgia Meloni truly commands the utmost respect of world leaders. This is quite the sight to see. pic.twitter.com/xBp3d0Qi7j
— Joey Mannarino 🇺🇸 (@JoeyMannarinoUS) May 16, 2025
সম্মেলনের প্রাক্কালে ইনস্টাগ্রামে রামা লিখেছেন, ‘আজ তিরানায় সমগ্র ইউরোপ এসেছে, আর গোটা বিশ্ব তা দেখছে—আমি আপনাদের অভিবাদন জানাই।’
বিশালদেহী রামা আরও বলেন, ‘আমি হয়তো তাদের মধ্যে সবচেয়ে লম্বা, কিন্তু আমাদের দেশটি সবচেয়ে ছোটদের মধ্যে একটি। তবু এই সম্মেলন আয়োজন করতে পারা আমাদের জন্য অনেক বড় সম্মান।’
উল্লেখ্য, ইউক্রেন সংকট ছিল এবারের সম্মেলনের কেন্দ্রীয় ইস্যু। ইউরোপের নেতারা যখন আলবেনিয়ায় মিলিত হয়েছেন, তখন রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা ইস্তাম্বুলে শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছিলেন।
ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আলবেনিয়ায়। ইউরোপের দেশগুলোর প্রায় সব শীর্ষ নেতাই এখন সেখানে অবস্থান করছেন। নেতাদের জন্য লাল গালিচা সংবর্ধনা আয়োজন করেছিল আলবেনিয়া কর্তৃপক্ষ। সেই লাল গালিচাতেই যখন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি পা রাখলেন, তখনই ঘটে গেল এক অত্যাশ্চর্য ঘটনা। তাঁকে স্বাগত জানাতে এক অভিনব কৌশল অবলম্বন করলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা।
একটি ভাইরাল হয়ে যাওয়া ভিডিও ক্লিপে দেখা গেছে—মেলোনি যখন লাল গালিচার ওপর দিয়ে এগিয়ে যাচ্ছিলেন, তখন তাঁকে অভ্যর্থনা জানাতে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়েছেন রামা। শুধু তাই নয়, তিনি মেলোনির উদ্দেশ্যে তাঁর হাত দুটিকে অনেকটা ‘নমস্তে’ জানানোর ভঙ্গিতে রাখেন। মেলোনি অবশ্য এই কাণ্ড দেখে অট্টহাসিতে মেতে ওঠেন এবং রামার দিকে এগিয়ে গিয়ে তাঁকে আলিঙ্গন করেন। মেলোনিকে ‘ইতালিয়ান বোন’ বলে সম্বোধন করেন রামা।
এদিকে, ফরাসি প্রেসিডেন্ট মাখোঁকে স্বাগত জানাতে গিয়েও রসিকতা করে রামা তাঁকে বলেছেন, ‘এই যে সূর্যের রাজা!’
ব্রিটিশ প্রতিনিধিদের উদ্দেশেও মজার ছলে রামা বলেন, ‘বৃষ্টি যে আসবে এই সন্দেহ আগেই ছিল। এখন তা ইউরোপীয় আবহাওয়া গবেষণা প্রতিষ্ঠান থেকে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে, ব্রিটিশ প্রতিনিধিদলই এই বৃষ্টির উৎস!’
আজ শুক্রবার টানা বৃষ্টিকে পাত্তা না দিয়ে রাজধানী তিরানার লাল গালিচায় একটি নীল ছাতা ঘুরিয়ে সম্মেলনের সূচনা করেন রামা। ইউরোপের ৪০ জনেরও বেশি রাষ্ট্রপ্রধানকে হাসিমুখে ও উষ্ণ সম্ভাষণে স্বাগত জানান তিনি।
Giorgia Meloni truly commands the utmost respect of world leaders. This is quite the sight to see. pic.twitter.com/xBp3d0Qi7j
— Joey Mannarino 🇺🇸 (@JoeyMannarinoUS) May 16, 2025
সম্মেলনের প্রাক্কালে ইনস্টাগ্রামে রামা লিখেছেন, ‘আজ তিরানায় সমগ্র ইউরোপ এসেছে, আর গোটা বিশ্ব তা দেখছে—আমি আপনাদের অভিবাদন জানাই।’
বিশালদেহী রামা আরও বলেন, ‘আমি হয়তো তাদের মধ্যে সবচেয়ে লম্বা, কিন্তু আমাদের দেশটি সবচেয়ে ছোটদের মধ্যে একটি। তবু এই সম্মেলন আয়োজন করতে পারা আমাদের জন্য অনেক বড় সম্মান।’
উল্লেখ্য, ইউক্রেন সংকট ছিল এবারের সম্মেলনের কেন্দ্রীয় ইস্যু। ইউরোপের নেতারা যখন আলবেনিয়ায় মিলিত হয়েছেন, তখন রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা ইস্তাম্বুলে শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছিলেন।
ব্যবসার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কফি জায়ান্ট স্টারবাকস। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, তাদের কয়েক শ ক্যাফে বন্ধ করে দেওয়া হবে এবং সদর দপ্তরে নতুন করে ছাঁটাই করা হবে। এসব উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও ব্রায়ান নিকোলের নেতৃত্বে।
১ ঘণ্টা আগেশচীন উত্তর প্রদেশের গাজিয়াবাদের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ছিলেন। পেটে চামচ ও টুথব্রাশ কীভাবে এল—জানতে চাইলে শচীন বলেন, ‘মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রোগীদের সামান্য পরিমাণ খাবার দেওয়া হতো। ক্ষুধার চোটে ক্ষুব্ধ হয়ে স্তূপ করা বাসনকোসন থেকে চামচ চুরি করে খেতাম।’
২ ঘণ্টা আগেরাশিয়ার ধনকুবের ব্যবসায়ী ও সাবেক কাস্টমস কর্মকর্তা বরিস আভাকিয়ান রহস্যজনকভাবে মারা গেছেন। ৪৩ বছর বয়সী বরিস ছিলেন ২০১৪ সালের ‘মিসেস ওয়ার্ল্ড’ জয়ী সুন্দরী ইউলিয়া ইয়োনিনার স্বামী। সম্প্রতি রাশিয়ার একটি আদালতে ৩ কোটি ৭০ লাখ পাউন্ডের জালিয়াতি মামলার বিচার চলাকালে বরিস সেখান থেকে পালান।
২ ঘণ্টা আগেফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে লিবিয়া থেকে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন প্যারিসের একটি আদালত। তবে এ মামলায় আদালত সারকোজিকে অপরাধমূলক ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করলেও দুর্নীতি ও অবৈধ প্রচার তহবিলের অভিযোগ থেকে অব্যাহতি দেন।
৩ ঘণ্টা আগে