Ajker Patrika

পশ্চিমা অস্ত্রবাহী উড়োজাহাজ ভূপাতিত করার দাবি রাশিয়ার

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১১: ০৯
পশ্চিমা অস্ত্রবাহী উড়োজাহাজ ভূপাতিত করার দাবি রাশিয়ার

পশ্চিমা অস্ত্র বহনকারী ইউক্রেনের একটি সামরিক উড়োজাহাজকে ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার বিমান ইউনিট। রুশ বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণায়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ তাসকে বলেছেন, পশ্চিমা দেশগুলোর পাঠানো অস্ত্রের চালান নিয়ে যাওয়ার সময় ইউক্রেনের একটি উড়োজাহাজকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ওডেসার বাইরে ভূপাতিত করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, তাদের পক্ষে এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এবং হতাহতের ব্যাপারেও নিশ্চিত হওয়া যায়নি।

জেনারেল কোনাশেনকভ আরও দাবি করেছেন, গত ২৪ ঘণ্টায় রুশ বিমান ইউনিটগুলো ইউক্রেনের সামরিক স্থাপনাসহ কয়েক ডজন জায়গায় হামলা করেছে।

গত ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনীর হামলা শুরুর পর ইউক্রেনকে অস্ত্র নিয়ে সহায়তা করছে বেশ কয়েকটি পশ্চিমা দেশ। পশ্চিমাদের পাঠানো অস্ত্র বহনকারী একটি উড়োজাহাজকে ভূপাতিত করার দাবি করল রাশিয়া।

সম্প্রতি কৃষ্ণসাগরে রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কোভাকে ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। এর পর থেকে ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। জেনারেল কোনাশেনকভ বলেছেন, রুশ বিমানবাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইউক্রেনের ১৬টি সামরিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত