জলবায়ু পরিবর্তন রোধে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবিতে সুইজারল্যান্ডের জুরিখে আজ সোমবার জড়ো হয়েছিলেন বিক্ষোভকারীরা। পরে বিক্ষোভকারীদের সেখান থেকে সরাতে বলপ্রয়োগ করে জুরিখ পুলিশ। এ সময় অন্তত ৩০ জনকে আটক করা হয়েছে।
জীবাশ্ম জ্বালানি খাতে অর্থায়ন বন্ধের দাবিতে জুরিখের ব্যাংকপাড়ায় তাঁরা জড়ো হন। বিশ্বের বড় বড় আর্থিক প্রতিষ্ঠানের দপ্তরের জন্য বিখ্যাত জুরিখ। বিক্ষোভকারীদের দাবি, সারা বিশ্ব যখন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় লড়ছে, তখন এই বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো এখনো জীবাশ্ম জ্বালানি খাতে বিনিয়োগ করে যাচ্ছে। গোটা বিশ্বের স্বার্থেই এই বিনিয়োগ করতে হবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের প্রথমে সরে যেতে বলা হয়। কিন্তু তাঁরা চলে যেতে রাজি না হলে তাঁদের ওপর চড়াও হয় পুলিশ। এ সময় ৩০ জনকে সাময়িকভাবে আটক করা হয়।
এই বিক্ষোভের আয়োজন করেছিল রাইজ আপ ফর চেঞ্জ নামের একটি সংগঠন। পরিবেশবাদী এই সংগঠনের মুখপাত্র ফ্রিদা কোলম্যান এ সম্পর্কিত এক বিবৃতিতে বলেন, ‘ক্রেডিট সুইস ও ইউবিএস ব্যাংক জলবায়ু সংকটকে যথাযথভাবে গুরুত্ব দেয়নি। এ বিষয়ে নিজেদের নীতির পরিবর্তনের আহ্বান বারবার জানানো হলেও, তারা এতে কোনো সাড়া দেয়নি। এ কারণেই আমরা আজ প্রতিষ্ঠান দুটির সদর দপ্তর ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছিলাম। আমরা চাই সুইজারল্যান্ডের আর্থিক প্রতিষ্ঠানগুলো জলবায়ু ইস্যুতে সচেতন হোক।’
এই বিষয়ে ইউবিএস এক বিবৃতিতে জানায়, ‘জলবায়ুর সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার বিষয়। আমাদের প্রতিটি ব্যবসা ক্ষেত্র থেকে হওয়া কার্বন নিঃসরণের হার কমিয়ে ২০৫০ সাল নাগাদ তা শূন্যে নামিয়ে আনাই আমার লক্ষ্য। এ জন্য ২০২৫,২০৩০ ও ২০৩৫ সালের জন্য আলাদা লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।’
তবে এ বিষয়ে ক্রেডিট সুইস ব্যাংক কোনো মন্তব্য করেনি। শুধু জানিয়েছে, তারা জলবায়ু সুরক্ষার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ ক্ষেত্রে তারা ২০১৫ সালে হওয়া প্যারিস জলবায়ু চুক্তিতে গৃহীত লক্ষ্য অর্জনের চেষ্টা করছে। তারা জানিয়েছে, এ জন্য আগামী এক দশকে টেকসই অর্থায়ন হিসেবে অন্তত ৩০ হাজার কোটি সুই ফ্রাঁ (বর্তমান বিনিময় হার অনুযায়ী ৩৩ হাজার ১৫০ কোটি মার্কিন ডলার) বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে নিজস্ব প্রতিষ্ঠানগুলো থেকে হওয়া কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্য অর্জনেও এগিয়ে যাচ্ছে তারা।
জলবায়ু পরিবর্তন রোধে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবিতে সুইজারল্যান্ডের জুরিখে আজ সোমবার জড়ো হয়েছিলেন বিক্ষোভকারীরা। পরে বিক্ষোভকারীদের সেখান থেকে সরাতে বলপ্রয়োগ করে জুরিখ পুলিশ। এ সময় অন্তত ৩০ জনকে আটক করা হয়েছে।
জীবাশ্ম জ্বালানি খাতে অর্থায়ন বন্ধের দাবিতে জুরিখের ব্যাংকপাড়ায় তাঁরা জড়ো হন। বিশ্বের বড় বড় আর্থিক প্রতিষ্ঠানের দপ্তরের জন্য বিখ্যাত জুরিখ। বিক্ষোভকারীদের দাবি, সারা বিশ্ব যখন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় লড়ছে, তখন এই বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো এখনো জীবাশ্ম জ্বালানি খাতে বিনিয়োগ করে যাচ্ছে। গোটা বিশ্বের স্বার্থেই এই বিনিয়োগ করতে হবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের প্রথমে সরে যেতে বলা হয়। কিন্তু তাঁরা চলে যেতে রাজি না হলে তাঁদের ওপর চড়াও হয় পুলিশ। এ সময় ৩০ জনকে সাময়িকভাবে আটক করা হয়।
এই বিক্ষোভের আয়োজন করেছিল রাইজ আপ ফর চেঞ্জ নামের একটি সংগঠন। পরিবেশবাদী এই সংগঠনের মুখপাত্র ফ্রিদা কোলম্যান এ সম্পর্কিত এক বিবৃতিতে বলেন, ‘ক্রেডিট সুইস ও ইউবিএস ব্যাংক জলবায়ু সংকটকে যথাযথভাবে গুরুত্ব দেয়নি। এ বিষয়ে নিজেদের নীতির পরিবর্তনের আহ্বান বারবার জানানো হলেও, তারা এতে কোনো সাড়া দেয়নি। এ কারণেই আমরা আজ প্রতিষ্ঠান দুটির সদর দপ্তর ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছিলাম। আমরা চাই সুইজারল্যান্ডের আর্থিক প্রতিষ্ঠানগুলো জলবায়ু ইস্যুতে সচেতন হোক।’
এই বিষয়ে ইউবিএস এক বিবৃতিতে জানায়, ‘জলবায়ুর সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার বিষয়। আমাদের প্রতিটি ব্যবসা ক্ষেত্র থেকে হওয়া কার্বন নিঃসরণের হার কমিয়ে ২০৫০ সাল নাগাদ তা শূন্যে নামিয়ে আনাই আমার লক্ষ্য। এ জন্য ২০২৫,২০৩০ ও ২০৩৫ সালের জন্য আলাদা লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।’
তবে এ বিষয়ে ক্রেডিট সুইস ব্যাংক কোনো মন্তব্য করেনি। শুধু জানিয়েছে, তারা জলবায়ু সুরক্ষার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ ক্ষেত্রে তারা ২০১৫ সালে হওয়া প্যারিস জলবায়ু চুক্তিতে গৃহীত লক্ষ্য অর্জনের চেষ্টা করছে। তারা জানিয়েছে, এ জন্য আগামী এক দশকে টেকসই অর্থায়ন হিসেবে অন্তত ৩০ হাজার কোটি সুই ফ্রাঁ (বর্তমান বিনিময় হার অনুযায়ী ৩৩ হাজার ১৫০ কোটি মার্কিন ডলার) বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে নিজস্ব প্রতিষ্ঠানগুলো থেকে হওয়া কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্য অর্জনেও এগিয়ে যাচ্ছে তারা।
ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে পর্যটকদের নিশানা করে ১৯ এপ্রিলের কাছাকাছি সময়ে হামলা হতে পারে বলে স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের সতর্ক করা হয়েছিল। ভারতের গোয়েন্দা ব্যুরো (আইবি) এবং অন্যান্য সংস্থা স্থানীয় কর্মকর্তাদের এই সতর্কবার্তা দিয়েছিল।
১০ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে আবারও নিরঙ্কুশ জয় পেয়েছে দেশটির লেবার পার্টি। এই নির্বাচনের মধ্য দিয়ে দলপ্রধান ও দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ দ্বিতীয়বারের মতো ক্ষমতা পেলেন।
১৫ ঘণ্টা আগেচরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে পাকিস্তান সফলভাবে পরীক্ষা করেছে ৪৫০ কিলোমিটার রেঞ্জবিশিষ্ট ‘আবদালি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সামরিক মহড়ার অংশ হিসেবে চালানো এ পরীক্ষাকে ইসলামাবাদ নিয়মিত ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ বললেও ভারত একে উসকানিমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। কাশ্মীর হামলা ও সীমান্ত সংঘর্ষে
১৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ আগামী কয়েক বছরের মধ্যে ধাপে ধাপে ১২০০ জনবল ছাঁটাই করবে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপ মূলত নিয়োগ কমিয়ে বাস্তবায়ন করা হবে এবং এটি ট্রাম্প প্রশাসনের ফেডারেল কর্মীসংখ্যা হ্রাস নীতির অংশ।
১৬ ঘণ্টা আগে