রাশিয়ায় আগামী বছরে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে ভ্লাদিমির পুতিন আবারও দায়িত্বভার গ্রহণ করতে পারেন। এরই মধ্যে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন তিনি। এবার জিতলে এ নিয়ে পঞ্চমবারের মতো দেশটির প্রেসিডেন্ট হবেন তিনি। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের অনুষ্ঠিত হবে আগামী ১৭ মার্চ।
রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের তারিখ ঘোষণা করতে রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের সদস্যরা ডিক্রি জারির জন্য সর্বসম্মতভাবে ভোট দেন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এর মাধ্যমে প্রেসিডেন্ট হওয়ার পথে এক ধাপ এগিয়ে গেলেন পুতিন।
স্থানীয় সময় গতকাল শুক্রবার ইউক্রেনে লড়াইরত রুশ সৈন্যদের বীরত্বসূচক ‘হিরো অব রাশিয়া’ পদক বিতরণ অনুষ্ঠানে পুতিন তাঁর নির্বাচনে লড়ার বিষয়ে জানান দেন। দেনেৎস্ক পিপলস রিপাবলিকের আর্তিওম ঝোগাকে হিরো অব রাশিয়া পদকে ভূষিত করা হয় এদিন। সম্প্রতি তিনি রাশিয়ান ফেডারেল সাবজেক্টস পার্লামেন্টের স্পিকার হিসেবে মনোনীত হয়েছেন। ঝোগা অনুষ্ঠানে পুতিনকে আগামী ২০২৪ সালের নির্বাচনে লড়ার বিষয়ে জিজ্ঞেস করলে পুতিন ইতিবাচক জবাব দেন।
পুরস্কার বিতরণী ওই অনুষ্ঠানের ফুটেজে দেখা যায়, ঝোগা পুতিনের সঙ্গে করমর্দন করছেন এবং তাঁকে বলছেন, ‘পুরো দনবাস আপনাকে নির্বাচনে অংশগ্রহণকারী হিসেবে করতে চায়। আপনার কর্মের জন্য ধন্যবাদ...আমরা স্বাধীন হয়েছি, আমরা বেছে নেওয়ার সুযোগ পেয়েছি...আপনি আমাদের প্রেসিডেন্ট...আমরা আপনার দল। আমাদের আপনাকে প্রয়োজন, রাশিয়ার আপনাকে প্রয়োজন।’
প্রশংসার জন্য ঝোগাকে ধন্যবাদ জানিয়ে পুতিন বলেন, এ বিষয়ে তাঁর বিভিন্ন সময় বিভিন্ন চিন্তাভাবনা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। তিনি বলেন, ‘আমি রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি।’
দেশটির সংবিধান সংস্কার করায় পুতিন তাঁর বর্তমান মেয়াদ শেষ করে আরও দুই মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য। সে ক্ষেত্রে ছয় বছর করে পরপর দুই মেয়াদে টানা ২০৩৬ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্টের ক্ষমতা ধরে রাখতে পারেন পুতিন। বিশ্লেষকদের মতে, রাশিয়ার রাজনৈতিক ব্যবস্থার ওপর কঠোর নিয়ন্ত্রণ ধরে রেখেছেন পুতিন। ফলে আগামী মার্চের নির্বাচনে পুতিনের জয় একেবারে নিশ্চিত। পুতিনবিরোধীদের রাশিয়া ছাড়তে বাধ্য করা হয়েছে অথবা কারাবন্দী করা হয়েছে। এ ছাড়া দেশটিতে স্বাধীন গণমাধ্যমের অনুপস্থিতি দেখা যায়।
বিশ্লেষকেরা বলছেন, বর্তমান রুশ প্রেসিডেন্ট পুতিন ছাড়া আর কোনো প্রতিদ্বন্দ্বী আগামী নির্বাচনে লড়বেন এমন সম্ভাবনা খুব কম। এটি এখনো পরিষ্কার নয়, আগামী নির্বাচনে কে পুতিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে সামনে এগিয়ে আসবেন।
এদিকে গত বৃহস্পতিবার এক অনলাইন বিবৃতিতে দেশটির কারাবন্দী বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি নিজের সমর্থকদের উদ্দেশে বলেন, তাঁরা যেন পুতিন ছাড়া অন্য কোনো প্রার্থীকে ভোট দেন। এরই মধ্যে দুই ব্যক্তি নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করেছেন। তাঁরা হলেন দেশটির সাবেক আইনপ্রণেতা বরিস নাদেজদিন এবং সাংবাদিক ও আইনজীবী ইয়েকাতেরিনা দুন্তসোভা। নাভালনি আরও বলেন, পুরো রাশিয়ার সংখ্যাগরিষ্ঠের ইচ্ছা হলো পুতিনকে সরে যেতে হবে।
রাশিয়ায় আগামী বছরে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে ভ্লাদিমির পুতিন আবারও দায়িত্বভার গ্রহণ করতে পারেন। এরই মধ্যে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন তিনি। এবার জিতলে এ নিয়ে পঞ্চমবারের মতো দেশটির প্রেসিডেন্ট হবেন তিনি। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের অনুষ্ঠিত হবে আগামী ১৭ মার্চ।
রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের তারিখ ঘোষণা করতে রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের সদস্যরা ডিক্রি জারির জন্য সর্বসম্মতভাবে ভোট দেন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এর মাধ্যমে প্রেসিডেন্ট হওয়ার পথে এক ধাপ এগিয়ে গেলেন পুতিন।
স্থানীয় সময় গতকাল শুক্রবার ইউক্রেনে লড়াইরত রুশ সৈন্যদের বীরত্বসূচক ‘হিরো অব রাশিয়া’ পদক বিতরণ অনুষ্ঠানে পুতিন তাঁর নির্বাচনে লড়ার বিষয়ে জানান দেন। দেনেৎস্ক পিপলস রিপাবলিকের আর্তিওম ঝোগাকে হিরো অব রাশিয়া পদকে ভূষিত করা হয় এদিন। সম্প্রতি তিনি রাশিয়ান ফেডারেল সাবজেক্টস পার্লামেন্টের স্পিকার হিসেবে মনোনীত হয়েছেন। ঝোগা অনুষ্ঠানে পুতিনকে আগামী ২০২৪ সালের নির্বাচনে লড়ার বিষয়ে জিজ্ঞেস করলে পুতিন ইতিবাচক জবাব দেন।
পুরস্কার বিতরণী ওই অনুষ্ঠানের ফুটেজে দেখা যায়, ঝোগা পুতিনের সঙ্গে করমর্দন করছেন এবং তাঁকে বলছেন, ‘পুরো দনবাস আপনাকে নির্বাচনে অংশগ্রহণকারী হিসেবে করতে চায়। আপনার কর্মের জন্য ধন্যবাদ...আমরা স্বাধীন হয়েছি, আমরা বেছে নেওয়ার সুযোগ পেয়েছি...আপনি আমাদের প্রেসিডেন্ট...আমরা আপনার দল। আমাদের আপনাকে প্রয়োজন, রাশিয়ার আপনাকে প্রয়োজন।’
প্রশংসার জন্য ঝোগাকে ধন্যবাদ জানিয়ে পুতিন বলেন, এ বিষয়ে তাঁর বিভিন্ন সময় বিভিন্ন চিন্তাভাবনা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। তিনি বলেন, ‘আমি রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি।’
দেশটির সংবিধান সংস্কার করায় পুতিন তাঁর বর্তমান মেয়াদ শেষ করে আরও দুই মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য। সে ক্ষেত্রে ছয় বছর করে পরপর দুই মেয়াদে টানা ২০৩৬ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্টের ক্ষমতা ধরে রাখতে পারেন পুতিন। বিশ্লেষকদের মতে, রাশিয়ার রাজনৈতিক ব্যবস্থার ওপর কঠোর নিয়ন্ত্রণ ধরে রেখেছেন পুতিন। ফলে আগামী মার্চের নির্বাচনে পুতিনের জয় একেবারে নিশ্চিত। পুতিনবিরোধীদের রাশিয়া ছাড়তে বাধ্য করা হয়েছে অথবা কারাবন্দী করা হয়েছে। এ ছাড়া দেশটিতে স্বাধীন গণমাধ্যমের অনুপস্থিতি দেখা যায়।
বিশ্লেষকেরা বলছেন, বর্তমান রুশ প্রেসিডেন্ট পুতিন ছাড়া আর কোনো প্রতিদ্বন্দ্বী আগামী নির্বাচনে লড়বেন এমন সম্ভাবনা খুব কম। এটি এখনো পরিষ্কার নয়, আগামী নির্বাচনে কে পুতিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে সামনে এগিয়ে আসবেন।
এদিকে গত বৃহস্পতিবার এক অনলাইন বিবৃতিতে দেশটির কারাবন্দী বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি নিজের সমর্থকদের উদ্দেশে বলেন, তাঁরা যেন পুতিন ছাড়া অন্য কোনো প্রার্থীকে ভোট দেন। এরই মধ্যে দুই ব্যক্তি নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করেছেন। তাঁরা হলেন দেশটির সাবেক আইনপ্রণেতা বরিস নাদেজদিন এবং সাংবাদিক ও আইনজীবী ইয়েকাতেরিনা দুন্তসোভা। নাভালনি আরও বলেন, পুরো রাশিয়ার সংখ্যাগরিষ্ঠের ইচ্ছা হলো পুতিনকে সরে যেতে হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের প্রথম প্রান্তিকে দেশের অর্থনীতি সংকুচিত হওয়ার জন্য দায়ী করেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে। নতুন শুল্ক আরোপের আগেই আমদানির চাপ, সরকারি ব্যয়ে কাটছাঁট এবং অর্থনৈতিক অনিশ্চয়তা— এই বাস্তব কারণগুলো উপেক্ষা করে তিনি বারবার দায় দিচ্ছেন বাইডেন প্রশাসন
৪ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ১০০ দিন পেরোতেই তাঁর প্রশাসনে প্রথম বড় ধাক্কা লাগল। পদত্যাগ করলেন রিপাবলিকান সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। ট্রাম্প প্রশাসন থেকে ওয়াল্টজের সরে দাঁড়ানোর ঘটনায় হোয়াইট হাউসের অভ্যন্তরীণ গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
৪ ঘণ্টা আগেকাশ্মীরে সাম্প্রতিক সহিংসতার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। এরই মধ্যে ভারতীয় হামলার আশঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সব মাদ্রাসা ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তারা বলছে, নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে নিরীহ শিক্ষার্থীরা কোনো ঝুঁকিতে না...
৪ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায় দিয়ে আসছে নয়াদিল্লি। তবে পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করেছে। হামলার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়। জবাবে পাকিস্তানও ভারতীয় বিমানগুলোর জন্য তাদের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ
৮ ঘণ্টা আগে