Ajker Patrika

দুই শহরের বাসিন্দাদের সরাতে রাশিয়ার ‘সাময়িক যুদ্ধবিরতি’

আপডেট : ০৫ মার্চ ২০২২, ১৬: ৩২
দুই শহরের বাসিন্দাদের সরাতে রাশিয়ার ‘সাময়িক যুদ্ধবিরতি’

মস্কোর স্থানীয় সময় শনিবার সকাল ১০টায় ‘মানবিক করিডোর’ খুলে দেওয়া হবে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, করিডোরটি ইউক্রেনের মারিউপোল ও ভলনোভাখার বাসিন্দাদের জন্য উন্মুক্ত করা হবে। এসময় শহর দুটিতে ‘সাময়িক যুদ্ধবিরতি’ ঘোষণা করেছে রাশিয়া।

গতকাল শুক্রবার বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য ইউক্রেনে মানবিক করিডোর খোলায় সম্মত হয় ইউক্রেন ও রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরুর পর দুই দেশের মধ্যে দ্বিতীয় দফার আলোচনায় এ বিষয়ে ঐকমত্য হয়েছে। 

সেই ঐকমত্যের পর আজ মানবিক করিডোর খুলে দেওয়ার কথা জানাল রাশিয়া। এ তথ্য নিশ্চিত করেছে রুশ সংবাদ সংস্থা তাস, রাষ্ট্রীয় গণমাধ্যম আরটি। 

এদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, দুটি শহরে ‘সাময়িক যুদ্ধবিরতি’ ঘোষণা করা হলেও দেশজুড়ে সংঘাত অব্যাহত রয়েছে। ইউক্রেনের বিভিন্ন শহরে বিস্ফোরণ ও বিমান হামলার খবর পাওয়া যাচ্ছে। 

স্থানীয় সংবাদমাধ্যম ইউক্রেন২৪ জানিয়েছে, রুশ সেনারা পূর্বাঞ্চলীয় শহর সুমি ঘিরে রেখেছে। শনিবার ভোর থেকে এই শহরে গোলাবর্ষণ শুরু হয়েছে। অন্যদিকে কিয়েভ ইনডিপেনডেন্ট জানিয়েছে, খারকিভে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব: জাকসু নির্বাচন কমিশন

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত