Ajker Patrika

নিজেই নিজেকে বিয়ে করতে যাচ্ছেন ভারতীয় তরুণী

আপডেট : ০২ জুন ২০২২, ১৪: ৩৪
নিজেই নিজেকে বিয়ে করতে যাচ্ছেন ভারতীয় তরুণী

ভারতের ২৪ বছর বয়সী এক তরুণী নিজেই নিজেকে বিয়ে করতে যাচ্ছেন। জুনের ১১ তারিখে বিয়ে করার জন্য সব আয়োজন সম্পন্ন করেছেন তিনি, শুধু বর ছাড়া। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ভারতীয় ওই তরুণীর নাম ক্ষমা বিন্দু। তিনি গুজরাটের বাসিন্দা। ধারণা করা হচ্ছে, ক্ষমার এ বিয়ে হতে যাচ্ছে গুজরাটের প্রথম ‘স্ববিবাহ’ বা সলোগামি। 

ব্যতিক্রমী এই বিয়ে সম্পর্কে ক্ষমা বিন্দু জানান, বিয়েতে সাত পাঁকে ঘোরা, সিঁদুর ও অন্যান্য ঐতিহ্যবাহী সব রীতিনীতি মানা হবে। শুধু বর ও বারাত (বরযাত্রী) থাকবে না। 

ক্ষমা বলেন, ‘আমি কখনোই বিয়ে করতে চাইনি। কিন্তু বউ হতে চেয়েছিলাম। তাই নিজেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। সম্ভবত আমিই প্রথম ব্যক্তি, যিনি ভারতে আত্মপ্রেমের উদাহরণ সৃষ্টি করতে যাচ্ছে।’ 

নিজেকে বিয়ে করার পক্ষে ব্যাখ্যা দিয়ে তিনি আরও বলেন, ‘স্ববিবাহ হচ্ছে নিজের প্রতি নিজে প্রতিশ্রুতিবদ্ধ থাকা এবং নিজেকে নিঃশর্তভাবে ভালোবাসা। মানুষ যাকে ভালোবাসে, তাকেই বিয়ে করে। আমি নিজেকে ভালোবাসি, তাই নিজেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি।’

এ ধরনের বিয়েকে অনেকেই অস্বাভাবিক মনে করতে পারেন বলে স্বীকার করেন ক্ষমা বিন্দু। তিনি বলেন, ‘আমি আসলে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাইছি। সমাজকে একটি বার্তা দিতে চাইছি। আর সেটি হচ্ছে নারীরাও গুরুত্বপূর্ণ।’ তাঁর মা-বাবা এ বিয়েকে মেনে নিয়েছেন বলেও জানান তিনি। ক্ষমার ভাষ্য, ‘আমার মা-বাবা উদারমনা। তাঁরা স্ববিবাহকে মেনে নিয়েছেন।’ 

ক্ষমার বিয়ে স্থানীয় একটি মন্দিরে অনুষ্ঠিত হবে। বিয়ের পর দুই সপ্তাহের মধুচন্দ্রিমা উদ্‌যাপন করতে গোয়ায় যাওয়ার পরিকল্পনা করছেন ক্ষমা। 

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ক্ষমা বিন্দু একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত