Ajker Patrika

নাগরিকদের রাশিয়া ছাড়তে বলল মস্কোর মার্কিন দূতাবাস

নাগরিকদের রাশিয়া ছাড়তে বলল মস্কোর মার্কিন দূতাবাস

রাশিয়ায় অবস্থানরত মার্কিন নাগরিকদের রাশিয়া ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। মস্কোয় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এই নির্দেশ দিয়েছে। দূতাবাস বলেছে, রাশিয়ায় ‘অবস্থানরত কিংবা ভ্রমণরত’ মার্কিন নাগরিকদের জরুরি ভিত্তিতে রাশিয়া ত্যাগ করতে হবে।

যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর মার্কিন দূতাবাস রাশিয়ার ‘অবস্থানরত কিংবা ভ্রমণরত’ মার্কিন নাগরিদের জরুরি ভিত্তিতে রাশিয়া ত্যাগ করতে হবে। কারণ, রাশিয়া থেকে বিশ্বের অন্যান্য দেশে বাণিজ্যিক ফ্লাইটের সংখ্যা ক্রমশ কমে আসছে।

সিএনএন নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এই বিষয়ে একটি সতর্কবার্তা জারি করা হয়েছে। ওই সতর্কবার্তায় বলা হয়েছে, রাশিয়ার সরকার ‘পারশিয়াল মোবিলাইজেশন’ ঘোষণা করা পর ধারণা করা হচ্ছে, যে বা যারা দ্বৈত নাগরিকত্ব ধারণ করেন তাদের বাধ্যতামূলকভাবে রাশিয়ার সশস্ত্রবাহিনীতে যোগদান করানো হতে পারে।

ওই সতর্কবার্তায় আরও বলা হয়েছে, ‘রাশিয়া সম্ভবত মার্কিন নাগরিকদের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি অস্বীকার করতে পারে। তাদের মার্কিন দূতাবাসে তাদের প্রবেশাধিকারও বন্ধ করে দেওয়ার পাশাপাশি তাদের রাশিয়া থেকে বের হওয়াও বাতিল করতে পারে।’ সতর্কবার্তায় আরও বলা হয়, ‘পারশিয়াল মোবিলাইজেশনের প্রতিবাদ করায় বেশ কয়েকজন মার্কিন নাগরিককে আটক করেছে।’

মার্কিন দূতাবাসের ওই সতর্কবার্তায় আরও মার্কিন নাগরিকদের রাশিয়ায় অবস্থানকালে যেকোনো ধরনের রাজনৈতিক এবং সামাজিক প্রতিবাদ–বিক্ষোভে শামিল হওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে বলেছে, ‘রাশিয়ার নিরাপত্তাবাহিনীর সদস্যদের সঙ্গে কোনো ধরনের ছবি তোলা থেকে বিরত থাকুন।’

মার্কিনিদের যত দ্রুত সম্ভব রাশিয়া থেকে চলে যাওয়ার বন্দোবস্ত করার আহ্বান জানিয়ে বলেছে, ‘আপনারা যারা রাশিয়া ত্যাগ করতে চান তাঁরা দ্রুত নিজ নিজ উদ্যোগে ত্যাগের বন্দোবস্ত করুন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত