Ajker Patrika

কোভিড-কোয়ারেন্টিন হোটেল থেকে পালাল দম্পতি, পরে আটক

আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১৫: ৩৬
কোভিড-কোয়ারেন্টিন হোটেল থেকে পালাল দম্পতি, পরে আটক

বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। বিশেষ করে ইউরোপের দেশগুলোতে সংক্রমণ বাড়ছে লাফিয়ে। ইউরোপের দেশ নেদারল্যান্ডসে করোনা পরিস্থিতি খুবই ভয়াবহ। করোনা ঠেকাতে তৎপর হয়ে উঠেছে দেশটি। এরই মধ্যে কোভিড-কোয়ারেন্টিন হোটেল থেকে পালানো এক দম্পতিকে আটক করেছে দেশটির পুলিশ। আজ সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সন্ধ্যায় আমস্টারডামের স্কিফল বিমানবন্দরে বিমানের ফ্লাইট ছাড়ার কিছুক্ষণ আগেই তাদের আটক করা হয়। আটক দম্পতির নাম প্রকাশ করা হয়নি। তাদেরকে দেশটির স্বাস্থ্য সেবা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ওমিক্রনের শঙ্কায় সতর্ক নেদারল্যান্ডসপ্রসঙ্গত, গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকা থেকে আসা দুটি ফ্লাইটে করে আমস্টারডামে পৌঁছানো যাত্রীদের মধ্যে ৬১ জনের দেহে করোনা শনাক্ত হয়। এরমধ্যে ১৩ জনের দেহে করোনার নতুন ধরন ওমিক্রন ধরা পড়ে। আটক দম্পতি ওই যাত্রীদের মধ্যে ছিলেন কিনা তা জানা যায়নি। 

ডি টেলিগ্রাফ পত্রিকা বলছে, ডাচ কোয়ারেন্টাইন নিয়ম লঙ্ঘনের জন্য ওই দম্পতি বিচারের মুখোমুখি হতে পারেন। 

উল্লেখ্য, প্রতিদিন দেশটিতে ২২ হাজারের মতো নতুন রোগী শনাক্ত হচ্ছে। হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা শয্যার ঘাটতি রয়েছে, অপারেশন বাতিল করা হচ্ছে। প্রতি সপ্তাহে শত শত মানুষ কোভিডে মারা যাচ্ছে। এর মাঝে নতুন ধরনের শঙ্কায় কর্তৃপক্ষ দেশের হাসপাতালগুলোকেও বাড়তি প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত