করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের মধ্যে বড়দিনকে কেন্দ্র করে কঠোর লকডাউন ঘোষণা করেছে নেদারল্যান্ডস। আজ থেকে শুরু হওয়া এই লকডাউন অন্তত ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে। ‘অনিবার্য’ উল্লেখ করে দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুট এ সিদ্ধান্ত নিয়েছেন।
কঠোর লকডাউন চলাকালে অপ্রয়োজনীয় দোকান, বার, জিম, সেলুন এবং অন্যান্য জনসমাগমের স্থান বন্ধ থাকবে। সচরাচর ১৩ বছরের বেশি বয়সী দুজন; ২৪ থেকে ২৬ ডিসেম্বর এবং নববর্ষের আগের দিন ও নববর্ষের দিন চারজনকে দাওয়াত দেওয়া হবে। এক দিনে এর বেশি অতিথিকে কোনো পরিবারে আসার অনুমতি দেওয়া যাবে না। অন্ত্যেষ্টিক্রিয়া, সাপ্তাহিক বাজারের মুদি পণ্য বিক্রি এবং পেশাদার ক্রীড়া ম্যাচ ছাড়া অন্য সব অনুষ্ঠান বন্ধ থাকবে। রেস্তোরাঁ থেকে খাবার বাসায় নিয়ে যাওয়া যাবে। স্কুল বন্ধ থাকবে কমপক্ষে ৯ জানুয়ারি পর্যন্ত।
ওমিক্রন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ইউরোপের দেশগুলোতে বিধিনিষেধ আরও কঠোর হচ্ছে। নেদারল্যান্ডসের লকডাউন উপলক্ষে দেওয়া ধারাগুলো ওমিক্রন রোধে এখন পর্যন্ত ঘোষণা করা সবচেয়ে কঠোর বিধি বলেও জানা যাচ্ছে।
প্রধানমন্ত্রী রুট গতকাল শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি আজ বিষণ্ন মেজাজে এখানে দাঁড়িয়ে আছি। যাঁরা আমাকে দেখছেন তাঁরাও হয়তো এমনই অনুভব করবেন।’ কঠোর লকডাউন ঘোষণা বিষয়ে তিনি বলেন, ‘এক বাক্যে সংক্ষেপে বলতে গেলে, নেদারল্যান্ডস আগামীকাল থেকে লকডাউনে ফিরে যাবে।
প্রসঙ্গত, ডাচ ন্যাশনাল ইনস্টিটিউট ফর পাবলিক হেলথের তথ্য অনুসারে এখন পর্যন্ত দেশটির ২৯ লাখ লোক করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২০ হাজারের বেশি মানুষ। এই আক্রান্ত ও মৃত্যুর পেছনে ওমিক্রন খুব বেশি দায়ী না হলেও ভ্যারিয়েন্টটি দ্রুত ছড়িয়ে পড়ায় বেশি শঙ্কা সৃষ্টি হয়েছে। তাই সংক্রমণ গুরুতর আকার ধারণ করা থেকে বাঁচতে ক্রিসমাসের ঠিক এক সপ্তাহ আগে মার্ক রুট এ সিদ্ধান্ত দিলেন।
করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের মধ্যে বড়দিনকে কেন্দ্র করে কঠোর লকডাউন ঘোষণা করেছে নেদারল্যান্ডস। আজ থেকে শুরু হওয়া এই লকডাউন অন্তত ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে। ‘অনিবার্য’ উল্লেখ করে দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুট এ সিদ্ধান্ত নিয়েছেন।
কঠোর লকডাউন চলাকালে অপ্রয়োজনীয় দোকান, বার, জিম, সেলুন এবং অন্যান্য জনসমাগমের স্থান বন্ধ থাকবে। সচরাচর ১৩ বছরের বেশি বয়সী দুজন; ২৪ থেকে ২৬ ডিসেম্বর এবং নববর্ষের আগের দিন ও নববর্ষের দিন চারজনকে দাওয়াত দেওয়া হবে। এক দিনে এর বেশি অতিথিকে কোনো পরিবারে আসার অনুমতি দেওয়া যাবে না। অন্ত্যেষ্টিক্রিয়া, সাপ্তাহিক বাজারের মুদি পণ্য বিক্রি এবং পেশাদার ক্রীড়া ম্যাচ ছাড়া অন্য সব অনুষ্ঠান বন্ধ থাকবে। রেস্তোরাঁ থেকে খাবার বাসায় নিয়ে যাওয়া যাবে। স্কুল বন্ধ থাকবে কমপক্ষে ৯ জানুয়ারি পর্যন্ত।
ওমিক্রন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ইউরোপের দেশগুলোতে বিধিনিষেধ আরও কঠোর হচ্ছে। নেদারল্যান্ডসের লকডাউন উপলক্ষে দেওয়া ধারাগুলো ওমিক্রন রোধে এখন পর্যন্ত ঘোষণা করা সবচেয়ে কঠোর বিধি বলেও জানা যাচ্ছে।
প্রধানমন্ত্রী রুট গতকাল শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি আজ বিষণ্ন মেজাজে এখানে দাঁড়িয়ে আছি। যাঁরা আমাকে দেখছেন তাঁরাও হয়তো এমনই অনুভব করবেন।’ কঠোর লকডাউন ঘোষণা বিষয়ে তিনি বলেন, ‘এক বাক্যে সংক্ষেপে বলতে গেলে, নেদারল্যান্ডস আগামীকাল থেকে লকডাউনে ফিরে যাবে।
প্রসঙ্গত, ডাচ ন্যাশনাল ইনস্টিটিউট ফর পাবলিক হেলথের তথ্য অনুসারে এখন পর্যন্ত দেশটির ২৯ লাখ লোক করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২০ হাজারের বেশি মানুষ। এই আক্রান্ত ও মৃত্যুর পেছনে ওমিক্রন খুব বেশি দায়ী না হলেও ভ্যারিয়েন্টটি দ্রুত ছড়িয়ে পড়ায় বেশি শঙ্কা সৃষ্টি হয়েছে। তাই সংক্রমণ গুরুতর আকার ধারণ করা থেকে বাঁচতে ক্রিসমাসের ঠিক এক সপ্তাহ আগে মার্ক রুট এ সিদ্ধান্ত দিলেন।
রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। এই পরিকল্পনা অনুযায়ী—রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল।
১ ঘণ্টা আগেট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে ভালো আলোচনা করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি বাড়ি ফিরে দেখি, কোনো রকেট গিয়ে একটি নার্সিং হোম বা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। আর রাস্তায় লাশ পড়ে আছে।’
২ ঘণ্টা আগেসৌরশক্তিচালিত বিমানে মানব অভিযাত্রীদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইজারল্যান্ডের অভিযাত্রী রাফায়েল ডমজান। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের সিওন শহর থেকে উড্ডয়ন করে তিনি আল্পস পর্বতমালা অতিক্রম করেন এবং ৯ হাজার ৫২১ মিটার (৩১,২৩৪ ফুট) উচ্চতায় পৌঁছান।
৩ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের পর দক্ষিণ ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মাখোঁ। এ সময় তাঁর পাশে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
৪ ঘণ্টা আগে