Ajker Patrika

হায়া সোফিয়ায় ৮৮ বছর পর তারাবিহ অনুষ্ঠিত হতে যাচ্ছে

আপডেট : ৩১ মার্চ ২০২২, ১৩: ৪০
হায়া সোফিয়ায় ৮৮ বছর পর তারাবিহ অনুষ্ঠিত হতে যাচ্ছে

আসন্ন রমজানে তুরস্কের হায়া সোফিয়া মসজিদে তারাবিহর নামাজ অনুষ্ঠিত হবে। আর এটিই হতে যাচ্ছে হায়া সোফিয়ায় ৮৮ বছর পর প্রথম তারাবিহর নামাজ। তুরস্কের বার্তা সংস্থা আনাদলু এজেন্সি এবং টেলিভিশন চ্যানেল টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে। 

আনাদলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইস্তাম্বুলের হায়া সোফিয়া মসজিদটিকে ১৯৩৪ সালে জাদুঘরে রূপান্তর করা হয়েছিল। এরপর ২০২০ সালে এটিকে আবার মসজিদের মর্যাদা ফিরিয়ে দেয় তুরস্কের এরদোয়ান সরকার। সে বছরের ২৪ জুলাই নামাজের জন্য উন্মুক্ত করা হয় মসজিদটি। 

দুই বছর আগে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে গেলে ঝুঁকি এড়াতে মসজিদটিতে নামাজ সাময়িক বন্ধ রাখা হয়। ফলে এই মসজিদে রমজানের সময় তারাবিহর নামাজ আদায়ের সুযোগ পাননি ধর্মপ্রাণ মুসলিমরা। এখন তুরস্কে বেশির ভাগ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে এবং মৃত্যুর সংখ্যা হ্রাস পাওয়ায় মসজিদটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার হায়া সোফিয়ায় প্রথম তারাবিহ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। 

মসজিদসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, পবিত্র রমজান মাসজুড়ে হায়া সোফিয়ায় নানা আয়োজন থাকবে। 

হায়া সোফিয়া ৫৩২ খ্রিষ্টাব্দে নির্মিত হয়েছিল। তখন এটি ছিল একটি বৃহত্তম গির্জা। প্রায় ৯১৬ বছর এটি গির্জা হিসেবে ব্যবহৃত হয়েছে। পরে ১৪৫৩ সালে অটোমান শাসকদের ইস্তাম্বুল বিজয়ের পর এটিকে মসজিদে রূপান্তর করা হয়। পরে প্রায় ৫০০ বছর এটি মসজিদ হিসেবে ব্যবহৃত হয়েছে। ১৯৩৪ সালে এটিকে জাদুঘরে পরিণত করে তুরস্কের ধর্মনিরপেক্ষ সরকার। এরপর প্রায় ৮৬ বছর হায়া সোফিয়া ব্যবহৃত হয়েছে জাদুঘর হিসেবে। 

 ২০২০ সালের ১০ জুলাই তুরস্কের আদালত হায়া সোফিয়াকে জাদুঘরের মর্যাদা বাতিল করে মসজিদে রূপান্তরের আদেশ দেন। মসজিদ ছাড়া অন্য কিছু হিসেবে এটির ব্যবহার অবৈধ বলেও জানান আদালত। 

ওই বছরই প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ান এক ভাষণে আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানান এবং ২৪ জুলাই প্রথম জুমার নামাজের জন্য মসজিদটি খুলে দেওয়ার ঘোষণা দেন। 

হায়া সোফিয়াকে ১৯৮৫ সালে বিশ্ব ঐতিহ্য স্থাপনা হিসেবে ঘোষণা করেছে ইউনেসকো। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

আবাসন কোম্পানির অনিয়ম অনুসন্ধানে গড়িমসি, দুদকের উপপরিচালক বরখাস্ত

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

বিপুল বকেয়া সত্ত্বেও ব্যবসা হারানোর ভয়ে বাংলাদেশ-নেপালে সম্প্রচার চালিয়ে যাচ্ছে ভারতীয় চ্যানেলগুলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত