Ajker Patrika

কিয়েভের বাইরে রুশ বাহিনীর গোলা নিক্ষেপ, নিহত ৪ 

আপডেট : ০৭ মার্চ ২০২২, ১০: ১২
কিয়েভের বাইরে রুশ বাহিনীর গোলা নিক্ষেপ, নিহত ৪ 

ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হওয়া রুশ সেনাবাহিনী গতকাল রোববার একটি ক্ষতিগ্রস্ত সেতুর কাছে গোলা নিক্ষেপ করে। এ সময় আতঙ্কিত মানুষ ছোটাছুটি শুরু করে এবং পরে চারজন মানুষকে মৃত অবস্থায় ফুটপাতে পড়ে থাকতে দেখা যায় বলে খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউইয়র্ক টাইমস। 

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, সেতুটি কিয়েভের বাইরে ইরপিন নদীর ওপর অবস্থিত। রুশ বাহিনীর অগ্রযাত্রা রোধ করতে সেতুটি আগেই বোমা মেরে ক্ষতিগ্রস্ত করেছিল ইউক্রেন সেনারা। গত শনিবার থেকে এই সেতুর চারপাশে শত শত মানুষ ভিড় করতে শুরু করে। তারা কিয়েভ ছেড়ে পালিয়ে যাচ্ছিল। এ সময় ইউক্রেনের মাত্র এক ডজন সৈন্য সেতুর কাছাকাছি এলাকায় ছিল। তারা বেসামরিক লোকদের মালপত্র এবং শিশুদের সেতু পার হতে সহায়তা করছিল। এ সময় সেতুর আশপাশে হঠাৎ রুশ সেনারা গোলা নিক্ষেপ করতে শুরু করে। তখন আতঙ্কিত মানুষের মধ্যে ছোটাছুটি শুরু হয়। 

একই ধরনের খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, মর্টার শেলগুলো প্রথমে সেতু থেকে ১০০ গজ দূরে পড়েছিল। কিন্তু গোলাবর্ষণের প্রচণ্ড শব্দে মানুষেরা আতঙ্কিত হয়ে পড়ে এবং দিগ্‌বিদিক পালাতে শুরু করে। 

নিউ ইয়র্ক টাইমস লিখেছে, এ সময় তাদের ফটোসাংবাদিক লিনসে অ্যাডারিও এবং ফ্রিল্যান্স সাংবাদিক অ্যান্ড্রি দুবচাক ঘটনাস্থলের দৃশ্যধারণ করছিলেন। তাঁরা এ ঘটনার প্রত্যক্ষদর্শী। 

আজ রোববার স্থানীয় সময় সকালে কিয়েভের সামরিক কমান্ডার ওলেক্সি কুলেবা এক টেলিভিশন বক্তৃতায় বলেন, সাধারণ মানুষগুলো যে রাস্তা ধরে পালানোর চেষ্টা করছিল, তা ছিল খুবই অনিরাপদ। যদি যুদ্ধবিরতি না হয়, তাহলে শহরের মানুষেরা বের হতে পারবে না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাকসু নির্বাচন বর্জনের পর রাতে বিক্ষোভ মিছিল ছাত্রদলের

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা

প্রশাসনের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ ছাত্রদল সমর্থিত ভিপির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত