Ajker Patrika

ইউক্রেনের পারমাণবিক চুল্লি নিরাপদে বন্ধ করা হচ্ছে

আপডেট : ০৪ মার্চ ২০২২, ১২: ২৮
ইউক্রেনের পারমাণবিক চুল্লি নিরাপদে বন্ধ করা হচ্ছে

রুশ বাহিনীর গোলার আঘাতে আগুন ধরে যাওয়া জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লি নিরাপদে বন্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব জেনিফার গ্রানহোম। ইউক্রেনের জ্বালানিমন্ত্রীর সঙ্গে কথা বলে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

জেনিফার গ্রানহোম টুইটারে লিখেছেন, ‘জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিস্থিতি জানতে আমি ইউক্রেনের জ্বালানিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। প্ল্যান্টের কাছে রুশ সেনারা বেপরোয়াভাবে অভিযান চালাচ্ছে। এটা অবশ্যই বন্ধ করতে হবে।

আজ স্থানীয় সময় শুক্রবার ভোরে রুশ বাহিনীর গোলার আঘাতে ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগে যায়। এটি ইউরোপের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র।

পার্শ্ববর্তী শহর এনারহোদরের মেয়র দিমিত্র অরলভ ফেসবুক পোস্টে লিখেছেন, রুশ বাহিনীর হামলার কারণে এই বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগেছে। এটা বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি। ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়ার ভবন ও ব্লকগুলোতে শত্রুদের অবিরাম গোলাগুলিতে আগুন লেগেছে।

এ ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। তবে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে কী বিষয়ে কথা হয়েছে, তা বিস্তারিত জানায়নি মার্কিন প্রশাসন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ইসরায়েলের হামলার কী জবাব হবে—আরব-ইসলামিক সম্মেলন ডাকল কাতার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত