Ajker Patrika

এবার পুতিনের দুই মেয়ের ওপর ইইউর নিষেধাজ্ঞা

এবার পুতিনের দুই মেয়ের ওপর ইইউর নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর এবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পক্ষ থেকেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। সেই সঙ্গে রুশ সংশ্লিষ্ট আরও দুই শতাধিক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইইউ। ইউক্রেনে হামলা চালানোর কারণে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে গতকাল শুক্রবার ইইউর পক্ষ থেকে  জানানো হয়। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, নিষেধাজ্ঞার তালিকায় ১৮টি কোম্পানিও রয়েছে। পুতিনের দুই মেয়েসহ নিষেধাজ্ঞায় পড়া ওই ২ শতাধিক ব্যক্তির সম্পদ জব্দ করা হবে এবং ভ্রমণ নিষেধাজ্ঞার সম্মুখীন হবে। 
 
এর আগে পুতিনের দুই মেয়ে–মারিয়া ভরোন্তোসভা ও ক্যাটেরিনা তিখোনোভার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তাঁদের মা হলেন রাশিয়ান প্রেসিডেন্টের সাবেক স্ত্রী লিউডমিলা। তাঁর সঙ্গে পুতিনের ২০১৩ সালে বিবাহবিচ্ছেদ হয়। 

গতকাল শুক্রবার থেকেই তালিকায় থাকদের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো। 

ইইউ এরইমধ্যে ইউক্রেন হামলা চালানোর জন্য পুতিনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া গত বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার কয়লা এবং ইইউ ব্লকের বন্দরসমূহে রাশিয়ান জাহাজের ওপর নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত