জার্মানির ম্যাগডেবার্গ শহরে একটি ভিড়ের ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় অন্তত ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্ত ৬০ জন। এই ঘটনায় স্থানীয় পুলিশ এক সৌদি আরবের নাগরিককে গ্রেপ্তার করেছে। আসন্ন ক্রিসমাসের জন্য অস্থায়ীভাবে বসানো একটি বাজারে গতকাল শুক্রবার এই দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জার্মানির পূর্বাঞ্চলীয় শহর ম্যাগডেবার্গের উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে, ঘটনাস্থল রাজধানী বার্লিন থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। এ ঘটনায় অন্তত দুজন নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছে।
এই ঘটনায় গাড়িচালককে আটক করা হয়েছে। তিনি ৫০ বছর বয়সী এক সৌদি চিকিৎসক। বর্তমানে তিনি জার্মানির স্যাক্সনি-অ্যানাল্ট প্রদেশের বাসিন্দা বলে জানিয়েছেন ওই অঞ্চলের প্রধানমন্ত্রী রেইনার হাসেলফ। তিনি বলেন, ‘আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করেছি, তিনি সৌদি আরব থেকে এসেছেন এবং একজন ডাক্তার। তিনি ২০০৬ সাল থেকে জার্মানিতে বসবাস করছেন। এই হামলা শহর এবং আমাদের দেশের জন্য একটি বড় বিপর্যয়।’
স্যাক্সনি-অ্যানাল্ট প্রদেশের রেইনার হাসেলফ আরও বলেন, ‘আমাদের কাছে থাকা বর্তমান তথ্য অনুসারে, তিনি একাই এই হামলার সঙ্গে জড়িত। তাই আমরা মনে করি না যে, অন্য কোনো বিপদের আশঙ্কা আছে।’ ম্যাগডেবার্গ সিটি প্রশাসন ফেসবুকে জানিয়েছে যে,১৫ জন গুরুতরভাবে আহত হয়েছেন, ৩৭ জন গুরুতর আহত এবং ১৬ জন হালকা আঘাত পেয়েছেন।
পুলিশ জানিয়েছে, গাড়িটি ক্রিসমাস বাজারের ভিড়ের ওপর দিয়ে অন্তত ৪০০ মিটার দূরত্ব পাড়ি দিয়েছে। এর ফলে প্রচুর মানুষ শহরের কেন্দ্রীয় টাউন হল স্কয়ারে রক্তাক্ত আহত অবস্থায় পড়েছিলেন। অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুতই ঘটনাস্থলে ছুটে যায়। দ্রুত সময়ের মধ্যেই সবাইকে হাসপাতালে নেওয়া হয়।
জার্মান সংবাদমাধ্যম নিউ উইকলি ড্যার স্পাইজেল নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, একটি কালো বিএমডব্লিউ দ্রুতগতিতে স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু পর বাজারের ভিড়ের ওপর ওঠে যায়। সে সময় বাজারে ব্যাপক লোকসমাগম ছিল। প্রধানমন্ত্রী হাসেলফ বলেন, সৌদি বংশোদ্ভূত ওই ব্যক্তি মিউনিখের নম্বর প্লেটযুক্ত ভাড়া করা গাড়ি চালিয়ে ক্রিসমাস বাজারে ঢুকে পড়ে।
জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এই হামলার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘ম্যাগডেবার্গ থেকে আসা প্রতিবেদনগুলো সবচেয়ে খারাপ আশঙ্কা জাগিয়েছে। এই ঘটনার ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আমরা তাদের পাশে আছি এবং ম্যাগডেবার্গের মানুষের পাশে আছি। এই উদ্বেগের সময়ে আমি উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
জার্মানির ম্যাগডেবার্গ শহরে একটি ভিড়ের ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় অন্তত ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্ত ৬০ জন। এই ঘটনায় স্থানীয় পুলিশ এক সৌদি আরবের নাগরিককে গ্রেপ্তার করেছে। আসন্ন ক্রিসমাসের জন্য অস্থায়ীভাবে বসানো একটি বাজারে গতকাল শুক্রবার এই দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জার্মানির পূর্বাঞ্চলীয় শহর ম্যাগডেবার্গের উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে, ঘটনাস্থল রাজধানী বার্লিন থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। এ ঘটনায় অন্তত দুজন নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছে।
এই ঘটনায় গাড়িচালককে আটক করা হয়েছে। তিনি ৫০ বছর বয়সী এক সৌদি চিকিৎসক। বর্তমানে তিনি জার্মানির স্যাক্সনি-অ্যানাল্ট প্রদেশের বাসিন্দা বলে জানিয়েছেন ওই অঞ্চলের প্রধানমন্ত্রী রেইনার হাসেলফ। তিনি বলেন, ‘আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করেছি, তিনি সৌদি আরব থেকে এসেছেন এবং একজন ডাক্তার। তিনি ২০০৬ সাল থেকে জার্মানিতে বসবাস করছেন। এই হামলা শহর এবং আমাদের দেশের জন্য একটি বড় বিপর্যয়।’
স্যাক্সনি-অ্যানাল্ট প্রদেশের রেইনার হাসেলফ আরও বলেন, ‘আমাদের কাছে থাকা বর্তমান তথ্য অনুসারে, তিনি একাই এই হামলার সঙ্গে জড়িত। তাই আমরা মনে করি না যে, অন্য কোনো বিপদের আশঙ্কা আছে।’ ম্যাগডেবার্গ সিটি প্রশাসন ফেসবুকে জানিয়েছে যে,১৫ জন গুরুতরভাবে আহত হয়েছেন, ৩৭ জন গুরুতর আহত এবং ১৬ জন হালকা আঘাত পেয়েছেন।
পুলিশ জানিয়েছে, গাড়িটি ক্রিসমাস বাজারের ভিড়ের ওপর দিয়ে অন্তত ৪০০ মিটার দূরত্ব পাড়ি দিয়েছে। এর ফলে প্রচুর মানুষ শহরের কেন্দ্রীয় টাউন হল স্কয়ারে রক্তাক্ত আহত অবস্থায় পড়েছিলেন। অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুতই ঘটনাস্থলে ছুটে যায়। দ্রুত সময়ের মধ্যেই সবাইকে হাসপাতালে নেওয়া হয়।
জার্মান সংবাদমাধ্যম নিউ উইকলি ড্যার স্পাইজেল নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, একটি কালো বিএমডব্লিউ দ্রুতগতিতে স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু পর বাজারের ভিড়ের ওপর ওঠে যায়। সে সময় বাজারে ব্যাপক লোকসমাগম ছিল। প্রধানমন্ত্রী হাসেলফ বলেন, সৌদি বংশোদ্ভূত ওই ব্যক্তি মিউনিখের নম্বর প্লেটযুক্ত ভাড়া করা গাড়ি চালিয়ে ক্রিসমাস বাজারে ঢুকে পড়ে।
জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এই হামলার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘ম্যাগডেবার্গ থেকে আসা প্রতিবেদনগুলো সবচেয়ে খারাপ আশঙ্কা জাগিয়েছে। এই ঘটনার ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আমরা তাদের পাশে আছি এবং ম্যাগডেবার্গের মানুষের পাশে আছি। এই উদ্বেগের সময়ে আমি উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৮ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
৯ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
১০ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
১১ ঘণ্টা আগে