Ajker Patrika

রাশিয়ায় অস্ত্র পাঠাবে না চীন

রাশিয়ায় অস্ত্র পাঠাবে না চীন

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধে রাশিয়াকে কোনো অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সহায়তা করবে না বলে জানিয়েছে চীন। বরং ‘সংকট নিরসনে’ যা করা দরকার তার সবই করবে বেইজিং। যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত কিং আং এসব কথা বলেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

গত কয়েক দিন ধরেই যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছিল যে চীনের কাছে অস্ত্র ও অর্থ সহায়তা চেয়েছে রাশিয়া। এরপর গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, চীন যদি রাশিয়াকে অস্ত্র দিয়ে সহায়তা করবে তবে চীনকে ভয়ংকর পরিণতি ভোগ করতে হবে। এই হুঁশিয়ারির পরই চীন জানিয়ে দিল, তারা মস্কোতে অস্ত্র পাঠাবে না।

এদিকে, রাশিয়াকে অস্ত্র সহায়তা দেওয়ার জন্য চীন প্রস্তুত বলে গত সপ্তাহে যে খবর ছড়িয়ে পড়েছে তা ‘ভুল তথ্য’ বলে দাবি করেছে চীন। তবে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানাতেও রাজি নয় বেইজিং। 

চীনের কাছে রাশিয়ার সামরিক ও আর্থিক সহায়তা চাওয়ার খবর চলতি মাসের মাঝামাঝিতে প্রকাশ করেছিল সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস। ব্রিটিশ গণমাধ্যমটি জানিয়েছিল, রাশিয়া চায় ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য চীন তাকে অস্ত্র দিয়ে সহযোগিতা করুক। 

তবে অভিযোগ ওঠার পর থেকেই চীন এ অভিযোগ অস্বীকার আসছিল। মস্কোর তরফ থেকেও বলা হয়েছিল যে তারা চীনের কাছে অস্ত্র চায়নি। এমনকি অস্ত্র এ আর্থিক সহায়তা চাওয়ার বিষয়টিকে ‘গুজব’ উড়িয়ে দেয় বেইজিং। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত