ন্যাটোর সদস্যপদ পেতে আর চাপ দিচ্ছে না ইউক্রেন। স্থানীয় সময় সোমবার রাতে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা জানিয়েছেন। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পেছনে এই বিষয়টিই অন্যতম নিয়ামক হিসেবে কাজ করেছে।
ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী দুটি অঞ্চল দনেৎস্ক ও লুহানস্ক বিষয়ে রাশিয়ার সঙ্গে আপস করতে আপাতত এই বিষয়ে সম্মত হয়েছেন জেলেনস্কি।
এবিসি নিউজে সম্প্রচারিত ওই সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘আমি অনেক আগেই এই বিষয়ে নিশ্চুপ হয়ে গেছি—যখন বুঝতে পেরেছি যে, ন্যাটো ইউক্রেনকে মেনে নিতে প্রস্তুত নয়।’ তিনি বলেন, ‘ন্যাটো জোট বিতর্কিত বিষয় ও রাশিয়ার সঙ্গে সংঘর্ষে যেতে ভয় পায়।’
ন্যাটোর সদস্যপদের বিষয়ে উল্লেখ করে জেলেনস্কি বলেন, তিনি এমন প্রেসিডেন্ট হতে চান না যে, কিনা হাঁটু গেড়ে অন্যের কাছে কোনো কিছু প্রার্থনা করছে।’
এর আগে, রাশিয়া বারবার বলেছে তাঁরা বর্তমানে স্নায়ু যুদ্ধের সময় রাশিয়াকে ঠেকাতে সৃষ্ট সামরিক জোট ন্যাটোতে তাঁদের প্রতিবেশী ইউক্রেন যোগ দিক। তবে সাম্প্রতিক বছরগুলোতে সাবেক সোভিয়েত ব্লকের দেশগুলোকে ন্যাটোতে গ্রহণ করার উদ্যোগ ও পূর্ব ইউরোপে ন্যাটোর সম্প্রসারণ ক্রেমলিনকে ক্ষুব্ধ করেছে।
রাশিয়া মনে করে ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণ তার দোরগোড়ায় পশ্চিমাদের তরফ থেকে দেশটির নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলার চেষ্টা।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণের আদেশ দেওয়ার কিছুক্ষণ আগে রুশ প্রেসিডেন্ট পুতিন পূর্ব ইউক্রেনকে বিচ্ছিন্নতাবাদী অঞ্চল দনেৎস্ক ও লুহানস্ককে ‘প্রজাতন্ত্র’ হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। এর আগে, রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্ত করে নেয়।
ন্যাটোর সদস্যপদ পেতে আর চাপ দিচ্ছে না ইউক্রেন। স্থানীয় সময় সোমবার রাতে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা জানিয়েছেন। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পেছনে এই বিষয়টিই অন্যতম নিয়ামক হিসেবে কাজ করেছে।
ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী দুটি অঞ্চল দনেৎস্ক ও লুহানস্ক বিষয়ে রাশিয়ার সঙ্গে আপস করতে আপাতত এই বিষয়ে সম্মত হয়েছেন জেলেনস্কি।
এবিসি নিউজে সম্প্রচারিত ওই সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘আমি অনেক আগেই এই বিষয়ে নিশ্চুপ হয়ে গেছি—যখন বুঝতে পেরেছি যে, ন্যাটো ইউক্রেনকে মেনে নিতে প্রস্তুত নয়।’ তিনি বলেন, ‘ন্যাটো জোট বিতর্কিত বিষয় ও রাশিয়ার সঙ্গে সংঘর্ষে যেতে ভয় পায়।’
ন্যাটোর সদস্যপদের বিষয়ে উল্লেখ করে জেলেনস্কি বলেন, তিনি এমন প্রেসিডেন্ট হতে চান না যে, কিনা হাঁটু গেড়ে অন্যের কাছে কোনো কিছু প্রার্থনা করছে।’
এর আগে, রাশিয়া বারবার বলেছে তাঁরা বর্তমানে স্নায়ু যুদ্ধের সময় রাশিয়াকে ঠেকাতে সৃষ্ট সামরিক জোট ন্যাটোতে তাঁদের প্রতিবেশী ইউক্রেন যোগ দিক। তবে সাম্প্রতিক বছরগুলোতে সাবেক সোভিয়েত ব্লকের দেশগুলোকে ন্যাটোতে গ্রহণ করার উদ্যোগ ও পূর্ব ইউরোপে ন্যাটোর সম্প্রসারণ ক্রেমলিনকে ক্ষুব্ধ করেছে।
রাশিয়া মনে করে ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণ তার দোরগোড়ায় পশ্চিমাদের তরফ থেকে দেশটির নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলার চেষ্টা।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণের আদেশ দেওয়ার কিছুক্ষণ আগে রুশ প্রেসিডেন্ট পুতিন পূর্ব ইউক্রেনকে বিচ্ছিন্নতাবাদী অঞ্চল দনেৎস্ক ও লুহানস্ককে ‘প্রজাতন্ত্র’ হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। এর আগে, রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্ত করে নেয়।
বাজি ধরে নির্জলা পাঁচ বোতল মদ গিলে ফেলেছিলেন ভারতের এক তরুণ। বাজিতে জিতলেও জীবনের বাজিতে হেরে গেছেন ২১ বছরে ওই তরুণ। বাজি জেতার কিছুক্ষণ পরেই স্থানীয় একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটক রাজ্যের কোলার জেলায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগেভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। বিগত কয়েক দশকের মধ্যে এই দাবানল সবচেয়ে ভয়াবহ বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের দখল করা জেরুসালেম অঞ্চলের আশপাশেও এই দাবানল পৌঁছে যেতে শুরু করেছে। অগ্নিনির্বাপক কর্মী চেষ্টা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে অবশেষে খনিজ চুক্তি স্বাক্ষর হয়েই গেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যাপকভাবে এই চুক্তির পক্ষে উকালতি করেছেন। স্থানীয় সময় গতকাল বুধবার ইউক্রেন ও যুক্তরাষ্ট্র এই চুক্তিকে স্বাক্ষর করে। এই চুক্তির ফলে ইউক্রেনের খনিজ উত্তোলনে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার পাবে ও ইউক্রেন
৪ ঘণ্টা আগেপাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটি গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক। তিনি পাকিস্তানের দশম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে এই তথ্য জানান
৫ ঘণ্টা আগে