‘চলমান ইউক্রেন সংকট সমাধানে এবার রাশিয়া সফরে গেলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার পর শলৎস মস্কো পৌঁছান। এই সফরে শলৎস রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চলমান সংকট নিরসনে উভয় পক্ষের করণীয় নিয়ে আলোচনা করবেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার দ্বন্দ্বকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার মতানৈক্য নিরসনে এই উচ্চ পর্যায়ের বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।
বিশ্লেষকেরা ধারণা করছেন, শলৎসের এই সফরে পশ্চিমাদের তরফ থেকে রাশিয়ার কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হবে যে—আলোচনার দরজা খোলা আছে এবং তাঁরা রাশিয়ার নিরাপত্তার বিষয়ে সচেতন। তবে রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে দেশটির ওপর কঠোর অবরোধ আরোপ করা হবে।
উল্লেখ্য, এই সফরে রাশিয়ায় গিয়ে দেশটির করোনাভাইরাস পরীক্ষায় পিসিআর টেস্ট দেননি শলৎস। তাঁর পরিবর্তে তিনি জার্মানি থেকে সঙ্গে করে তাঁর চিকিৎসক দল নিয়ে গিয়েছেন। এর আগে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁও রাশিয়া সফরকালে রাশিয়ায় গিয়ে করোনাভাইরাস পরীক্ষা করাননি।
এর আগে সোমবার শলৎস ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও সাক্ষাৎ করেছেন।
এ দিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন লয়েডও চলমান ইউক্রেন সংকটকে কেন্দ্র করে ইউরোপ সফর করবেন বলে জানা গেছে। ওই সফরে লয়েড ন্যাটোভুক্ত দুই দেশ লিথুনিয়া এবং পোল্যান্ডের নেতাদের সঙ্গে কথা বলবেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সংকট নিরসনে আলোচনার পথ খোলা রাখার পরামর্শ দেওয়ার এক দিন পর এই ঘোষণা এল।
এ দিকে চলমান সংকটের মধ্যেই ইউক্রেনের জন্য ১০০ কোটি ডলার সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
‘চলমান ইউক্রেন সংকট সমাধানে এবার রাশিয়া সফরে গেলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার পর শলৎস মস্কো পৌঁছান। এই সফরে শলৎস রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চলমান সংকট নিরসনে উভয় পক্ষের করণীয় নিয়ে আলোচনা করবেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার দ্বন্দ্বকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার মতানৈক্য নিরসনে এই উচ্চ পর্যায়ের বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।
বিশ্লেষকেরা ধারণা করছেন, শলৎসের এই সফরে পশ্চিমাদের তরফ থেকে রাশিয়ার কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হবে যে—আলোচনার দরজা খোলা আছে এবং তাঁরা রাশিয়ার নিরাপত্তার বিষয়ে সচেতন। তবে রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে দেশটির ওপর কঠোর অবরোধ আরোপ করা হবে।
উল্লেখ্য, এই সফরে রাশিয়ায় গিয়ে দেশটির করোনাভাইরাস পরীক্ষায় পিসিআর টেস্ট দেননি শলৎস। তাঁর পরিবর্তে তিনি জার্মানি থেকে সঙ্গে করে তাঁর চিকিৎসক দল নিয়ে গিয়েছেন। এর আগে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁও রাশিয়া সফরকালে রাশিয়ায় গিয়ে করোনাভাইরাস পরীক্ষা করাননি।
এর আগে সোমবার শলৎস ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও সাক্ষাৎ করেছেন।
এ দিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন লয়েডও চলমান ইউক্রেন সংকটকে কেন্দ্র করে ইউরোপ সফর করবেন বলে জানা গেছে। ওই সফরে লয়েড ন্যাটোভুক্ত দুই দেশ লিথুনিয়া এবং পোল্যান্ডের নেতাদের সঙ্গে কথা বলবেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সংকট নিরসনে আলোচনার পথ খোলা রাখার পরামর্শ দেওয়ার এক দিন পর এই ঘোষণা এল।
এ দিকে চলমান সংকটের মধ্যেই ইউক্রেনের জন্য ১০০ কোটি ডলার সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
মহারাষ্ট্রের বাণিজ্য নগরী মুম্বাই আবারও ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি। টানা বর্ষণে শহর কার্যত থমকে গিয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সান্তাক্রুজ এলাকায় ৯৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ২০০৫ সালের ভয়াবহ মুম্বাই বন্যার স্মৃতি ফিরিয়ে এনেছে।
১ ঘণ্টা আগেআহত শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, শুধু বাংলায় কথা বলার কারণে তাঁদের লক্ষ্যবস্তু করা হয়। হামলার পর রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বর।
২ ঘণ্টা আগেইউক্রেনে আবারও বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় একজন নিহত হয়েছে বলে জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গতকাল রাতভর ইউক্রেনের পশ্চিমাঞ্চল লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, কমপক্ষে ৬১৪টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়
২ ঘণ্টা আগেতিব্বতে বিরল সফর করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। অঞ্চলটিতে চীনা শাসন প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে এ সফর করলেন তিনি। কাতারি সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গতকাল বুধবার আঞ্চলিক রাজধানী লাসায় পৌঁছান তিনি। সেখানে তাকে স্বাগত জানাতে প্রায় ২০ হাজার কর্মকর্তা ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন
৩ ঘণ্টা আগে