Ajker Patrika

সেনাবাহিনীতে ভর্তির বয়সসীমা বৃদ্ধি করছে রাশিয়া

আপডেট : ২১ মে ২০২২, ২১: ৩৬
সেনাবাহিনীতে ভর্তির বয়সসীমা বৃদ্ধি করছে রাশিয়া

এবার সেনাবাহিনীতে ভর্তির বয়সসীমা বৃদ্ধি করছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধের প্রায় তিন মাস পেরিয়ে গেলেও যুদ্ধে কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে না পারায় সেখানে সৈন্যসংখ্যা বৃদ্ধিতে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটি। নতুন সিদ্ধান্ত অনুসারে এখন থেকে ৪৫ বছর বয়সী রুশ নাগরিক এবং ৩০ বছরের বেশি বয়সী বিদেশি নাগরিক রাশিয়ার সেনাবাহিনীতে ভর্তি হতে পারবে। 

শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমার ওয়েবসাইটে এই বিষয়টি জানানো হয়। 

স্টেট ডুমার ওয়েবসাইটে বলা হয়েছে, ‘উচ্চমাত্রার নির্ভুল লক্ষ্যমাত্রার অস্ত্রের ব্যবহার, সামরিক অস্ত্র ও সরঞ্জাম পরিচালনার লক্ষ্যে দারুণভাবে দক্ষ লোকবল প্রয়োজন। আমাদের অভিজ্ঞতা বলছে, ৪০ থেকে ৪৫ বছরের মধ্যেই এমন দক্ষ জনশক্তি পাওয়া সম্ভব।’ 

রাশিয়ার বর্তমান নিয়ম অনুসারে, ১৮ থেকে ৪০ বছর বয়সী রুশ এবং ১৮ থেকে ৩০ বছর বয়সী বিদেশি নাগরিক রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিতে পারেন। 

রাশিয়া ইউক্রেনে বিপর্যয়ের মধ্যে রয়েছে উল্লেখ করে মার্কিন জেনারেল বেন হজেস বলেছেন, ‘রাশিয়ানরা পরিষ্কারভাবে বিপদের মধ্যে রয়েছে। তাদের সর্বশেষ এই উদ্যোগ প্রমাণ করে যে তাদের লোকবল কম পড়েছে।’ 

এদিকে ৮৬ দিন ধরে চলা যুদ্ধে রাশিয়া বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বলে দাবি ইউক্রেনের। অপরদিকে, রাশিয়ার দাবি তারা যুদ্ধের প্রথম ধাপ সমাপ্ত করেছে। দেশটি পরে ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে মনোনিবেশ করেছে। এরই মধ্যে রাশিয়া ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ শহর মারিউপোলের দখল নিয়েছে। এ ছাড়া, খেরসনসহ আরও বেশ কয়েকটি শহরে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছে বলেও দাবি করেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত