Ajker Patrika

মন্টেনেগ্রোতে গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ১১ 

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১২: ০৩
মন্টেনেগ্রোতে গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ১১ 

পারিবারিক বিরোধের জেরে ইউরোপের দেশ মন্টেনেগ্রোর সেটিঞ্জে শহরে এক ব্যক্তি গুলি করে ১০ জনকে মেরে ফেলেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, একই পরিবারের তিনজনকে গুলি করে হত্যা করার পর পথচারীদের এলোপাতাড়ি গুলি করেন ওই বন্দুকধারী। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

দেশটির প্রসিকিউটর আন্দ্রিজানা নাস্টিক সাংবাদিকদের বলেছেন, বন্দুকধারীর বাড়িতে থাকা একজন মা ও তাঁর দুই সন্তানকে হত্যা করা হয়েছে। এরপর ওই বন্দুকধারী বাড়ি ছেড়ে বেরিয়ে যান এবং সাতজন স্থানীয় বাসিন্দাকে একই রাইফেল দিয়ে গুলি করে হত্যা করেন। শেষে অন্য এক ব্যক্তির গুলিতে ৩৭ বছর বয়সী বন্দুকধারী নিহত হলে হামলাটি শেষ হয়। 

আন্দ্রিজানা নাস্টিক আরও বলেন, ‘কেন তিনি এই জঘন্য হামলা চালিয়েছেন, তা এখনো স্পষ্ট নয়। কে তাঁকে প্ররোচিত করেছিল, সেটিও এখনই বলা যাচ্ছে না।’ 

এ ছাড়া এই হামলায় আরও ছয় ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আন্দ্রিজানা। 

এই মর্মান্তিক ঘটনার পর তিন দিনের সরকারি শোক ঘোষণা করেছেন মন্টেনেগ্রোর প্রধানমন্ত্রী দ্রিতান আবজোভিচ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে বলেছেন, এই মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সঙ্গে থাকার জন্য আমি মন্টেনেগ্রোর সমস্ত নাগরিককে অনুরোধ করছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত