Ajker Patrika

ব্রিটিশ এমপি হত্যায় সোমালিয়ার সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টার ছেলে গ্রেপ্তার

ব্রিটিশ এমপি হত্যায় সোমালিয়ার সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টার ছেলে গ্রেপ্তার

যুক্তরাজ্যের আইনসভা হাউস অব কমন্সের আইনপ্রণেতা স্যার ডেভিড অ্যামেস গত শুক্রবার ছুরিকাঘাতে নিহত হন। এ ঘটনায় আলী হারবি আলীকে (২৫)  গ্রেপ্তার দেখিয়েছে যুক্তরাজ্যে পুলিশ। এই ঘটনার তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

এর আগে স্যার ডেভিড অ্যামেস হত্যার দায়ে আলী হারবি আলীকে আটক করেছিল যুক্তরাজ্য পুলিশ।

গত শুক্রবার লন্ডনের পশ্চিমাঞ্চলে একটি গির্জায় প্রার্থনা করতে যান ৬৯ বছর বয়সী অ্যামেস। সেখানেই তাঁর ওপর হামলা হয়। 

২০১৬ সালে ওয়েস্ট ইয়র্কশায়ারে লেবার পার্টির ব্রিটিশ পার্লামেন্ট মেম্বার জো কক্সকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনার পাঁচ বছর পর অ্যামেসকে হত্যা করা হলো। আর এ সব হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যুক্তরাজ্যের রাজনীতিবিদদের নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য সানডে টাইমসকে আলি হারবি আলীর বাবা হারবি আলি কুল্লানে জানান, তাঁর সন্তানকে অ্যামেস হত্যার ঘটনায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

বাবা হারবি আলি কুল্লানে সোমালিয়ার সাবেক প্রধানমন্ত্রী হাসান আলী খাইরের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত