Ajker Patrika

সংক্রমণের ঝুঁকি কমাতে ভ্যাকসিনের এক ডোজই যথেষ্ট: গবেষণা

সংক্রমণের ঝুঁকি কমাতে ভ্যাকসিনের এক ডোজই যথেষ্ট: গবেষণা

ঢাকা: অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকা অথবা ফাইজারের ভ্যাকসিনের একটি ডোজই যথেষ্ট। যুক্তরাজ্যের একটি গবেষণায় এমন পর্যবেক্ষণ দেওয়া হয়েছে।

গবেষণাটি যৌথভাবে করেছে যুক্তরাজ্যের দ্য অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

গবেষণায় বলা  হয়, ৭৫ বছরের বেশি বয়স্কদের মধ্যে ভ্যাকসিনটি যেমন কাজ করে কম বয়সীদের মধ্যেও সমানভাবে কার্যকর।

দুটি উপাত্ত পর্যালোচনার মাধ্যমে গবেষণাটি করা হয়েছে। তবে এটির এখনো পিয়ার রিভিউ হয়নি। গবেষণাটিতে যুক্তরাজ্যের ৩ লাখ ৭০ হাজার রোগীর তথ্য–উপাত্ত ব্যবহার করা হয়েছে। যুক্তরাজ্যে এখন পর্যন্ত বৃহৎ গবেষণাগুলোর একটি এটি।

যুক্তরাজ্যে জনগণকে কোভিড–১৯ থেকে সুরক্ষা দিতে যেসব ভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে তা সংক্রমণের ঝুঁকি থেকে যে সুরক্ষা দিতে সক্ষম, এই গবেষণায় সেটির সপক্ষে আরও শক্ত প্রমাণ পাওয়া গেছে।

প্রথম পর্যালোচনা থেকে দেখা যায় যে, যারা অ্যাস্ট্রাজেনেকা অথবা ফাইজারের ভ্যাকসিনের একটি ডোজ নিয়েছেন তাদের করোনার সংক্রমণের ঝুঁকি ৬৫ শতাংশ কমে গেছে। 

গত বছরের ডিসেম্বর থেকে এপ্রিলের শুরু পর্যন্ত ভ্যাকসিন নেওয়া ব্যক্তিদের ওপর এই গবেষণা করা হয়। ভ্যাকসিন গ্রহণের তিন সপ্তাহ পরে দেখা যায় যে করোনার উপসর্গযুক্ত সংক্রমণের ঝুঁকি ৭৪ শতাংশ কমেছে। এছাড়া উপসর্গহীন করোনার ঝুঁকি ৫৭ শতাংশ কমেছে।

যারা ফাইজারের দুটি ডোজ নিয়েছেন তাদের সংক্রমণের ঝুঁকি ৯০ শতাংশ কম দেখা গেছে। তবে অ্যাস্ট্রাজেনেকার ক্ষেত্রে এমনটি দেখা যায়নি কারণ, গবেষণায় অংশ নেওয়া খুব কম মানুষই ভ্যাকসিনটির দ্বিতীয় ডোজ পেয়েছিলেন।

গবেষণায় দেখা যায়, দুটি ভ্যাকসিনই যুক্তরাজ্যে পাওয়া করোনার নতুন ধরন বি১১৭-এর বিরুদ্ধে কার্যকর। 

দ্বিতীয় পর্যালোচনায় প্রাপ্তবয়স্কদের মধ্যে যারা ভ্যাকসিনের একটি ডোজ পেয়েছেন এমন ৪৬ হাজার জনের উপাত্তা বিশ্লেষণ করা হয়েছে। সেখানেও ভ্যাকসিন নেওয়া সব বয়সীর দেহে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে দেখা গেছে। 

গবেষকরা বলছেন, ভ্যাকসিন দেওয়ার ১০ সপ্তাহ পরেও রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাপকভাবে স্থায়ী ছিল।

গবেষণায় দেখা গেছে, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনে রোগ প্রতিরোধ ক্ষমতা ফাইজারের ভ্যাকসিনের চেয়ে দেরিতে তৈরি হয়।

অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ও ফাইজারের ভ্যাকসিন ৬০ বছরের বেশি বয়সীদের চেয়ে তরুণদের দেহে দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে।  কিন্তু ফাইজারের দুটি ডোজ সব বয়সীদের দেহে শক্ত রোগ প্রতিরোধ করতে সক্ষম।

গবেষকরা একটি বিষয়ে অবাক হয়েছেন সেটি হলো, দ্বিতীয় ডোজে ৮০ বছর বয়সীদের দেহে তরুণদের চেয়ে বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়।

এ নিয়ে গবেষণার  প্রধান তদন্তকারী প্রফেসর সারাহ ওয়াকার বলেন,  অ্যান্টিবডি প্রতিক্রিয়া কতোখানি আমরা এখনও ঠিক জানি না। কতদিন এটি স্থায়ী হয় সেটিও বলা যাচ্ছে না। তবে আগামী বছরের মধ্যে এই উত্তরগুলো মিলবে বলে আশা করা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত