Ajker Patrika

পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিদের ভ্যাকসিনের তৃতীয় ডোজ দেবে ব্রিটেন

পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিদের ভ্যাকসিনের তৃতীয় ডোজ দেবে ব্রিটেন

ঢাকা:  বড়দিনের আগে সংক্রমণের ঝুঁকি কমাতে আসছে হেমন্তে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিদের ভ্যাকসিনের তৃতীয় ডোজ দেওয়া হবে ব্রিটেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।   যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টাইমস নিউজপেপারের একটি প্রতিবেদনে এমনটি  বলা হয়েছে।

 দ্য টাইমস নিউজপেপারের প্রতিবেদনে বলা হয়,  ইংল্যান্ডের প্রধান চিকিৎসা কর্মকর্তা ‍অধ্যাপক ক্রিস হুইটির তত্ত্বাবধানে দুটি সম্ভাবনা নিয়ে ট্রায়াল চলছে।

এর মধ্যে একটিতে করোনার নতুন ধরন মোকাবিলায় বিশেষভাবে পরিবর্তিত ভ্যাকসিন পরীক্ষা করে দেখা হচ্ছে। আরেকটিতে যে সব ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে তার তৃতীয় ডোজ নিয়ে পরীক্ষা করা হচ্ছে।

জানা গেছে, ব্রিটেনে ফাইজার, অ্যাস্ট্রেজেনেকা এবং মডার্নার ভ্যাকসিন জনগণকে দেওয়া হচ্ছে। গতকাল মঙ্গলবার ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটিতে প্রায় সাড়ে তিন কোটির মত মানুষ ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছন । 

ব্রিটেনের ছয় কোটি ৭০ লাখ জনগণের জন্য আটটি কোম্পানির ৫১ কোটি ডোজ ভ্যাকসিনের জন্য চুক্তি করেছে দেশটির সরকার। গত সপ্তাহে ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট  ম্যাট হ্যানকক বলেন, ব্রিটেন ফাইজারের কাছ থেকে আরও ছয় কোটি ডোজ ভ্যাকসিন কিনবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

পিরোজপুরে ২০ কোটি টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক, সদস্যদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত