ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র, হাসপাতাল, স্কুল ও আশ্রয়কেন্দ্রের মতো বেসামরিক স্থাপনায় হামলার জেরে রাশিয়াকে সন্ত্রাসবাদে মদদদাতা রাষ্ট্রের আখ্যা দিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। বুধবার (২৩ নভেম্বর) এসংক্রান্ত একটি প্রস্তাবনার পক্ষে ভোট দিয়েছেন পার্লামেন্টের আইনপ্রণেতারা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, এই পদক্ষেপ মূলত প্রতীকী। কারণ এটিকে বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো আইনি কাঠামো নেই। তবে ইউক্রেনে আগ্রাসনের জন্য আগে থেকেই রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে ইইউ।
এদিকে ইউরোপীয় পার্লামেন্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের প্রতিও রাশিয়াকে সন্ত্রাসবাদের মদদদাতা রাষ্ট্র ঘোষণা করার অনুরোধ জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন এবং বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের দীর্ঘস্থায়ী নীতির অবসান ঘটাতে রাশিয়াকে অবশ্যই সবকিছু থেকে বিচ্ছিন্ন করতে হবে এবং জবাবদিহির সম্মুখীন করতে হবে।’
তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এখন পর্যন্ত রাশিয়াকে সন্ত্রাসবাদের মদদদাতা দেশের তালিকায় অন্তর্ভুক্ত করতে রাজি হননি। যদিও মার্কিন কংগ্রেসের উভয় কক্ষ থেকে তাঁকে এমন পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে কিউবা, উত্তর কোরিয়া, ইরান ও সিরিয়াকে সন্ত্রাসবাদের মদদদাতা দেশের তালিকায় রেখেছে। সন্ত্রাসবাদের মদদদাতা দেশের তালিকায় থাকার ফলে ওই সব দেশে কোনো ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানো নিষিদ্ধ এবং অর্থনৈতিক বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়।
ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া ও পোল্যান্ড এই চার দেশের পার্লামেন্ট রাশিয়াকে সন্ত্রাসবাদের মদদদাতা রাষ্ট্র ঘোষণা করেছে।
ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র, হাসপাতাল, স্কুল ও আশ্রয়কেন্দ্রের মতো বেসামরিক স্থাপনায় হামলার জেরে রাশিয়াকে সন্ত্রাসবাদে মদদদাতা রাষ্ট্রের আখ্যা দিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। বুধবার (২৩ নভেম্বর) এসংক্রান্ত একটি প্রস্তাবনার পক্ষে ভোট দিয়েছেন পার্লামেন্টের আইনপ্রণেতারা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, এই পদক্ষেপ মূলত প্রতীকী। কারণ এটিকে বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো আইনি কাঠামো নেই। তবে ইউক্রেনে আগ্রাসনের জন্য আগে থেকেই রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে ইইউ।
এদিকে ইউরোপীয় পার্লামেন্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের প্রতিও রাশিয়াকে সন্ত্রাসবাদের মদদদাতা রাষ্ট্র ঘোষণা করার অনুরোধ জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন এবং বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের দীর্ঘস্থায়ী নীতির অবসান ঘটাতে রাশিয়াকে অবশ্যই সবকিছু থেকে বিচ্ছিন্ন করতে হবে এবং জবাবদিহির সম্মুখীন করতে হবে।’
তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এখন পর্যন্ত রাশিয়াকে সন্ত্রাসবাদের মদদদাতা দেশের তালিকায় অন্তর্ভুক্ত করতে রাজি হননি। যদিও মার্কিন কংগ্রেসের উভয় কক্ষ থেকে তাঁকে এমন পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে কিউবা, উত্তর কোরিয়া, ইরান ও সিরিয়াকে সন্ত্রাসবাদের মদদদাতা দেশের তালিকায় রেখেছে। সন্ত্রাসবাদের মদদদাতা দেশের তালিকায় থাকার ফলে ওই সব দেশে কোনো ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানো নিষিদ্ধ এবং অর্থনৈতিক বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়।
ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া ও পোল্যান্ড এই চার দেশের পার্লামেন্ট রাশিয়াকে সন্ত্রাসবাদের মদদদাতা রাষ্ট্র ঘোষণা করেছে।
যুক্তরাজ্যের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা অফকম একটি নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে। তারা রাজনীতিকদের সংবাদ উপস্থাপক হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে। হাইকোর্টের সঙ্গে জিবি নিউজের আইনি লড়াইয়ের পর এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিয়ন্ত্রক সংস্থাটি তাদের নিয়ম আরও কঠোর করতে চাচ্ছে।
৭ মিনিট আগেযুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর সেই আহ্বানে এক প্রকার সরাসরিই সাড়া দিয়েছেন ইউক্রেনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। উভয় দেশই আশাবাদী, তুরস্কের ইস্তাম্বুলে হতে যাওয়া সরাসরি আলোচনা ফলপ্রসূ হবে। এদিকে, এই আলোচনায় উপস্থিত থাকার আগ্রহ
৩৪ মিনিট আগেলিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাতের আন্দোলনে যেসব সশস্ত্র গোষ্ঠী অংশ নিয়েছিল সেগুলোর মধ্যে অন্যতম সাপোর্ট ফোর্স অ্যাপারেটাস বা এসএসএ। গতকাল সোমবার গোষ্ঠীটির শীর্ষ নেতা আব্দুল গনি কিকলি নিহত হন। তাঁর মৃত্যুর পর রাজধানী ত্রিপোলিসহ লিবিয়াজুড়ে ব্যাপক সহিংসতা শুরু হয়েছে।
১ ঘণ্টা আগেগত ২০১৮ সালের পর থেকে মাসে অন্তত একবার গির্জায় যাওয়া লোকের সংখ্যা বেড়েছে ৫৬ শতাংশ। এবং তরুণদের মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি, বিশেষ করে তরুণ পুরুষদের মধ্যে। ২০১৮ সালে ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণদের মধ্যে মাত্র ৪ শতাংশ নিয়মিত গির্জায় যেতেন। তবে ২০২৪ সালে এই সংখ্যা বেড়ে প্রায় ১৬ শতাংশ হয়েছে।
২ ঘণ্টা আগে