Ajker Patrika

খেরসন থেকে পিছু হটছে রুশ সেনারা

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১৪: ৫২
খেরসন থেকে পিছু হটছে রুশ সেনারা

রাশিয়ার সেনাদের ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহর ছেড়ে যাওয়ার খবর মিলেছে। রুশসমর্থিত শহরটির এক কর্মকর্তা জানান, দিনিপ্রো নদীর তীরবর্তী খেরসনে থাকা সেনাদের সরিয়ে নিচ্ছে মস্কো।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) খেরসনে রাশিয়ার নিয়োগকৃত কর্মকর্তা কিরিল স্রেমোসোভ ক্রেমলিন সমর্থিত একটি অনলাইন পোর্টালকে বলেন, ‘আমাদের বেসামরিক লোকদের এবং রুশ সেনাদের সরিয়ে নেওয়া হবে।’ যদিও মস্কোর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, রুশ সেনাদের খেরসন শহর ছাড়ার খবরকে বেশ সতর্কতার সঙ্গে নিচ্ছে ইউক্রেনের সরকার ও পশ্চিমা বিশ্লেষকেরা। ইউক্রেনের সেনাদের ফাঁদে ফেলতে রাশিয়া এমন তথ্য ছড়াতে পারে বলে সতর্ক করছেন তাঁরা। 

ইন্টারনেটে ছড়িয়ে পড়া কিছু ছবি এই সন্দেহ আরও বাড়িয়েছে। ছবিতে দেখা যায়, খেরসন শহরের প্রশাসনিক ভবনে রাশিয়ার পতাকা আর উড়ছে না। এ বিষয়ে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের সামরিক কমান্ডের মুখপাত্র নাতালিয়া হিউমেনিউক বলেন, ‘এটি একটি ফাঁদ হতে পারে। রাশিয়া এমন একটি ধারণা তৈরি করতে চাইছে যে তাদের সেনারা খেরসন ছেড়ে চলে গেছে। আর এই ফাঁদে পা দিয়ে ইউক্রেনের সেনারা সেখানে প্রবেশ করলেই আক্রমণ চালাবে রুশরা।’ 

এর আগে গত মাসের শেষ দিকে বেসামরিক লোকদের জরুরি ভিত্তিতে খেরসন থেকে সরে যেতে নির্দেশ দিয়েছিল রুশ কর্তৃপক্ষ। খেরসন পুনরায় দখল করার উদ্দেশ্যে ইউক্রেনের সেনারা পাল্টা আক্রমণ করতে পারে এমন ধারণা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অক্টোবরের শুরু থেকে এই অঞ্চলে আক্রমণ বাড়িয়েছে ইউক্রেনের বাহিনী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত