Ajker Patrika

যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন

আপডেট : ২২ মে ২০২২, ১৮: ২৩
যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারিউপোল দখলের পর পূর্বাঞ্চলের আরেকটি শহর দনবাসে রুশ বাহিনী হামলা জোরদার করেছে। এমন প্রেক্ষাপটে যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করে রুশ বাহিনী। তার আগে থেকেই রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা লুহানস্ক ও দোনেৎস্ক নিয়ন্ত্রেণ নিয়েছিল। মস্কো চায়, দনবাসের শেষ অংশটুকুও নিজেদের নিয়ন্ত্রণে নিতে।

সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এবং ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির কাছ থেকে যুদ্ধবিরতির আহ্বান এসেছে। এরপর ইউক্রেনের পক্ষ থেকে যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করার কথা জানা গেল।

গতকাল শনিবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর নিয়মিত ভাষণে বলেন, ‘দনবাসের পরিস্থিতি অত্যন্ত খারাপ। রুশ বাহিনী স্লোভিয়ানস্ক ও সিভিয়েরোদোনেৎস্ক শহরে আক্রমণ করার চেষ্টা করছিল। কিন্তু ইউক্রেন বাহিনী তাদের রুখে দিয়েছে।’

জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পেডোলিয়াক জানিয়েছেন, মস্কোর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হতে রাজি নন তাঁরা। তিনি বলেছেন, ‘কিয়েভ মস্কোর সঙ্গে এমন কোনো চুক্তি মানবে না যেখানে আমাদের ভূখণ্ড ছেড়ে দেওয়ার বিষয় জড়িত থাকে। যুদ্ধবিরতিতে সম্মত হলে রাশিয়া পাল্টা আঘাত হানবে। কারণ, রাশিয়া যুদ্ধবিরতি মানে না।’

রয়টার্স জানিয়েছে, পেডোলিয়াক ইউক্রেনের প্রেসিডেন্টের অফিসে কড়া নিরাপত্তার মধ্যে রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যুদ্ধবিরতিতে রাজি হলেও যুদ্ধ থামবে না। তারা (রাশিয়া) নতুন করে আক্রমণ করবে। আরও বেশি রক্ত ঝরবে।’

গত শুক্রবার মারিউপোলের আজভস্তাল স্টিল কারখানাতে আটকে থাকা ইউক্রেনের সেনারা আত্মসমর্পণ করেছেন। গত তিন মাসের যুদ্ধে মারিউপোলের বিজয়কে রাশিয়ার সবচেয়ে বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত