Ajker Patrika

তুরস্কে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ 

আপডেট : ২১ আগস্ট ২০২২, ১০: ৪৯
তুরস্কে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ 

তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২-এ দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালানোর সময় আরেকটি দুর্ঘটনা ঘটে। 

বিবিসির খবরে জানা যায়, প্রথম দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় শনিবার (২০ আগস্ট) সকালে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর গাজিয়ান্তেপে। এতে ১৬ জন নিহত এবং ২১ জন আহত হয়। আর দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে এর কয়েক ঘণ্টা পর সেখান থেকে ২৫০ কিলোমিটার দূরের শহর মারদিনে। এই দুর্ঘটনায়ও ১৬ জন নিহত হয়। এ ছাড়া আহত হয়েছে অন্তত ২৯ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। 

গাজিয়ান্তেপের গভর্নর দাভুত গুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, ‘শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। যখন ফায়ার ব্রিগেড, মেডিকেল টিম এবং অন্যান্য জরুরি বিভাগের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছিলেন, ঠিক তখনই আরেকটি বাস তার ঠিক ২০০ মিটার পেছনে ধাক্কা দেয়। এরপর ওই বাস পিছলে যায় এবং উদ্ধারকর্মী ও আহত ব্যক্তিদের চাপা দেয়।’ 

দ্বিতীয় দুর্ঘটনার বিষয়ে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ১৬ ব্যক্তি নিহতের পাশাপাশি ২৯ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে উভয় ঘটনার মধ্যে কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত