ঢাকা: তিয়ানআনমেন বিক্ষোভের ৩২ বছর পূর্তিতে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ ঠেকাতে আজ শুক্রবার সংগঠক চৌ হ্যাং তুংকে গ্রেপ্তার করেছে হংকং পুলিশ। চৌ হ্যাংয়ের দুই সহকর্মী এই তথ্য নিশ্চিত করেছেন।
১৯৮৯ সালের ৪ জুন তিয়েনআনমেন স্কয়ারে গণতন্ত্রের দাবিতে জড়ো হয়ে করা বিক্ষোভে শত শত ছাত্র-শ্রমিককে গুলি করে হত্যা করে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার। ওই ঘটনার ৩২ বছর পূর্তি আজ । তবে ওই ঘটনা নিয়ে এরপর সব রকম আলোচনা নিষিদ্ধ করে চীন। যারা এ বিষয়ে কথা বলেন তাঁদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।
তিয়ানআনমেন স্কয়ারে বিক্ষোভের বর্ষপূর্তিকে সামনে রেখে নজরদারি বাড়িয়েছে পুলিশ। জনসমাগম ঠেকাতে এই নজরদারি। একটি স্মৃতি জাদুঘরও বন্ধ করে দেওয়া হয়েছে। নেতারা এটাকে কর্তৃত্ববাদী ইঙ্গিত মনে করেছেন। নেতারা বলছে, কর্তৃপক্ষের এই জোরাল নজরদারি হংকংয়ের বক্তব্য ও সমাবেশের স্বাধীনতার ওপর নিয়ন্ত্রণারোপ।
সাবেক ব্রিটিশ উপনিবেশ হংকংয়ে ১৯৯৭ সালে চীনা শাসনের প্রত্যাবর্তনের পরে বেইজিং থেকে স্বায়ত্তশাসনের প্রতিশ্রুতি দিয়েছিল।
হংকং জোটের নির্বাহী সদস্য চিউ ইয়ান লয় বার্তা সংস্থা রয়টার্সকে একটি বার্তা পাঠিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, চৌউকে অননুমোদিত সমাবেশের প্রচারের জন্য গ্রেপ্তার করা হয়েছে।
তিনি শুধু ভিক্টোরিয়া পার্কে যেতে চেয়েছিলেন, একটি মোমবাতি জ্বালিয়ে স্মরণ রাখতে চেয়েছিলেন। চিউ লিখেছেন, তিনি বিশ্বাস করেন এই গ্রেপ্তারটি নজরদারির মধ্যে যাঁরা আছেন তাঁদের ভয় দেখাতেই করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে পুলিশের মুখপাত্র এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করতে পারেননি।
চৌ গ্রেপ্তারের আগে রয়টার্সকে বলেছিলেন, ৪ জুন হংকংয়ের জন্য পরীক্ষা। আমরা আমাদের নৈতিকতার দিকটি রক্ষা করতে পারি কি–না এটা চ্যালেঞ্জ।
এই জোটের চেয়ারম্যান লি চুক ইয়ান একটি অবৈধ সমাবেশের কারণে কারাগারে আছেন।
ওই ঘটনার স্মরণে নগরের নেতা কেরি ল্যাম কোনো মন্তব্য করেননি। তিনি বলেছেন, নাগরিকদের অবশ্যই আইনটিকে সম্মান করতে হবে।
গত বছর এই দিনে হংকংয়ের হাজার হাজার মানুষ নিষেধাজ্ঞা অস্বীকার করেছিল ও ভিক্টোরিয়া পার্কে জড়ো হয়ে মোমবাতি জ্বালিয়েছিল। তখন পুলিশ তাঁদের এই আন্দোলন ভণ্ডুল করে দিয়েছিল।
ঢাকা: তিয়ানআনমেন বিক্ষোভের ৩২ বছর পূর্তিতে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ ঠেকাতে আজ শুক্রবার সংগঠক চৌ হ্যাং তুংকে গ্রেপ্তার করেছে হংকং পুলিশ। চৌ হ্যাংয়ের দুই সহকর্মী এই তথ্য নিশ্চিত করেছেন।
১৯৮৯ সালের ৪ জুন তিয়েনআনমেন স্কয়ারে গণতন্ত্রের দাবিতে জড়ো হয়ে করা বিক্ষোভে শত শত ছাত্র-শ্রমিককে গুলি করে হত্যা করে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার। ওই ঘটনার ৩২ বছর পূর্তি আজ । তবে ওই ঘটনা নিয়ে এরপর সব রকম আলোচনা নিষিদ্ধ করে চীন। যারা এ বিষয়ে কথা বলেন তাঁদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।
তিয়ানআনমেন স্কয়ারে বিক্ষোভের বর্ষপূর্তিকে সামনে রেখে নজরদারি বাড়িয়েছে পুলিশ। জনসমাগম ঠেকাতে এই নজরদারি। একটি স্মৃতি জাদুঘরও বন্ধ করে দেওয়া হয়েছে। নেতারা এটাকে কর্তৃত্ববাদী ইঙ্গিত মনে করেছেন। নেতারা বলছে, কর্তৃপক্ষের এই জোরাল নজরদারি হংকংয়ের বক্তব্য ও সমাবেশের স্বাধীনতার ওপর নিয়ন্ত্রণারোপ।
সাবেক ব্রিটিশ উপনিবেশ হংকংয়ে ১৯৯৭ সালে চীনা শাসনের প্রত্যাবর্তনের পরে বেইজিং থেকে স্বায়ত্তশাসনের প্রতিশ্রুতি দিয়েছিল।
হংকং জোটের নির্বাহী সদস্য চিউ ইয়ান লয় বার্তা সংস্থা রয়টার্সকে একটি বার্তা পাঠিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, চৌউকে অননুমোদিত সমাবেশের প্রচারের জন্য গ্রেপ্তার করা হয়েছে।
তিনি শুধু ভিক্টোরিয়া পার্কে যেতে চেয়েছিলেন, একটি মোমবাতি জ্বালিয়ে স্মরণ রাখতে চেয়েছিলেন। চিউ লিখেছেন, তিনি বিশ্বাস করেন এই গ্রেপ্তারটি নজরদারির মধ্যে যাঁরা আছেন তাঁদের ভয় দেখাতেই করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে পুলিশের মুখপাত্র এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করতে পারেননি।
চৌ গ্রেপ্তারের আগে রয়টার্সকে বলেছিলেন, ৪ জুন হংকংয়ের জন্য পরীক্ষা। আমরা আমাদের নৈতিকতার দিকটি রক্ষা করতে পারি কি–না এটা চ্যালেঞ্জ।
এই জোটের চেয়ারম্যান লি চুক ইয়ান একটি অবৈধ সমাবেশের কারণে কারাগারে আছেন।
ওই ঘটনার স্মরণে নগরের নেতা কেরি ল্যাম কোনো মন্তব্য করেননি। তিনি বলেছেন, নাগরিকদের অবশ্যই আইনটিকে সম্মান করতে হবে।
গত বছর এই দিনে হংকংয়ের হাজার হাজার মানুষ নিষেধাজ্ঞা অস্বীকার করেছিল ও ভিক্টোরিয়া পার্কে জড়ো হয়ে মোমবাতি জ্বালিয়েছিল। তখন পুলিশ তাঁদের এই আন্দোলন ভণ্ডুল করে দিয়েছিল।
রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। এই পরিকল্পনা অনুযায়ী—রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল।
১ ঘণ্টা আগেট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে ভালো আলোচনা করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি বাড়ি ফিরে দেখি, কোনো রকেট গিয়ে একটি নার্সিং হোম বা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। আর রাস্তায় লাশ পড়ে আছে।’
২ ঘণ্টা আগেসৌরশক্তিচালিত বিমানে মানব অভিযাত্রীদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইজারল্যান্ডের অভিযাত্রী রাফায়েল ডমজান। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের সিওন শহর থেকে উড্ডয়ন করে তিনি আল্পস পর্বতমালা অতিক্রম করেন এবং ৯ হাজার ৫২১ মিটার (৩১,২৩৪ ফুট) উচ্চতায় পৌঁছান।
৩ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের পর দক্ষিণ ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মাখোঁ। এ সময় তাঁর পাশে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
৪ ঘণ্টা আগে