ঢাকা: তিয়ানআনমেন বিক্ষোভের ৩২ বছর পূর্তিতে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ ঠেকাতে আজ শুক্রবার সংগঠক চৌ হ্যাং তুংকে গ্রেপ্তার করেছে হংকং পুলিশ। চৌ হ্যাংয়ের দুই সহকর্মী এই তথ্য নিশ্চিত করেছেন।
১৯৮৯ সালের ৪ জুন তিয়েনআনমেন স্কয়ারে গণতন্ত্রের দাবিতে জড়ো হয়ে করা বিক্ষোভে শত শত ছাত্র-শ্রমিককে গুলি করে হত্যা করে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার। ওই ঘটনার ৩২ বছর পূর্তি আজ । তবে ওই ঘটনা নিয়ে এরপর সব রকম আলোচনা নিষিদ্ধ করে চীন। যারা এ বিষয়ে কথা বলেন তাঁদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।
তিয়ানআনমেন স্কয়ারে বিক্ষোভের বর্ষপূর্তিকে সামনে রেখে নজরদারি বাড়িয়েছে পুলিশ। জনসমাগম ঠেকাতে এই নজরদারি। একটি স্মৃতি জাদুঘরও বন্ধ করে দেওয়া হয়েছে। নেতারা এটাকে কর্তৃত্ববাদী ইঙ্গিত মনে করেছেন। নেতারা বলছে, কর্তৃপক্ষের এই জোরাল নজরদারি হংকংয়ের বক্তব্য ও সমাবেশের স্বাধীনতার ওপর নিয়ন্ত্রণারোপ।
সাবেক ব্রিটিশ উপনিবেশ হংকংয়ে ১৯৯৭ সালে চীনা শাসনের প্রত্যাবর্তনের পরে বেইজিং থেকে স্বায়ত্তশাসনের প্রতিশ্রুতি দিয়েছিল।
হংকং জোটের নির্বাহী সদস্য চিউ ইয়ান লয় বার্তা সংস্থা রয়টার্সকে একটি বার্তা পাঠিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, চৌউকে অননুমোদিত সমাবেশের প্রচারের জন্য গ্রেপ্তার করা হয়েছে।
তিনি শুধু ভিক্টোরিয়া পার্কে যেতে চেয়েছিলেন, একটি মোমবাতি জ্বালিয়ে স্মরণ রাখতে চেয়েছিলেন। চিউ লিখেছেন, তিনি বিশ্বাস করেন এই গ্রেপ্তারটি নজরদারির মধ্যে যাঁরা আছেন তাঁদের ভয় দেখাতেই করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে পুলিশের মুখপাত্র এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করতে পারেননি।
চৌ গ্রেপ্তারের আগে রয়টার্সকে বলেছিলেন, ৪ জুন হংকংয়ের জন্য পরীক্ষা। আমরা আমাদের নৈতিকতার দিকটি রক্ষা করতে পারি কি–না এটা চ্যালেঞ্জ।
এই জোটের চেয়ারম্যান লি চুক ইয়ান একটি অবৈধ সমাবেশের কারণে কারাগারে আছেন।
ওই ঘটনার স্মরণে নগরের নেতা কেরি ল্যাম কোনো মন্তব্য করেননি। তিনি বলেছেন, নাগরিকদের অবশ্যই আইনটিকে সম্মান করতে হবে।
গত বছর এই দিনে হংকংয়ের হাজার হাজার মানুষ নিষেধাজ্ঞা অস্বীকার করেছিল ও ভিক্টোরিয়া পার্কে জড়ো হয়ে মোমবাতি জ্বালিয়েছিল। তখন পুলিশ তাঁদের এই আন্দোলন ভণ্ডুল করে দিয়েছিল।
ঢাকা: তিয়ানআনমেন বিক্ষোভের ৩২ বছর পূর্তিতে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ ঠেকাতে আজ শুক্রবার সংগঠক চৌ হ্যাং তুংকে গ্রেপ্তার করেছে হংকং পুলিশ। চৌ হ্যাংয়ের দুই সহকর্মী এই তথ্য নিশ্চিত করেছেন।
১৯৮৯ সালের ৪ জুন তিয়েনআনমেন স্কয়ারে গণতন্ত্রের দাবিতে জড়ো হয়ে করা বিক্ষোভে শত শত ছাত্র-শ্রমিককে গুলি করে হত্যা করে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার। ওই ঘটনার ৩২ বছর পূর্তি আজ । তবে ওই ঘটনা নিয়ে এরপর সব রকম আলোচনা নিষিদ্ধ করে চীন। যারা এ বিষয়ে কথা বলেন তাঁদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।
তিয়ানআনমেন স্কয়ারে বিক্ষোভের বর্ষপূর্তিকে সামনে রেখে নজরদারি বাড়িয়েছে পুলিশ। জনসমাগম ঠেকাতে এই নজরদারি। একটি স্মৃতি জাদুঘরও বন্ধ করে দেওয়া হয়েছে। নেতারা এটাকে কর্তৃত্ববাদী ইঙ্গিত মনে করেছেন। নেতারা বলছে, কর্তৃপক্ষের এই জোরাল নজরদারি হংকংয়ের বক্তব্য ও সমাবেশের স্বাধীনতার ওপর নিয়ন্ত্রণারোপ।
সাবেক ব্রিটিশ উপনিবেশ হংকংয়ে ১৯৯৭ সালে চীনা শাসনের প্রত্যাবর্তনের পরে বেইজিং থেকে স্বায়ত্তশাসনের প্রতিশ্রুতি দিয়েছিল।
হংকং জোটের নির্বাহী সদস্য চিউ ইয়ান লয় বার্তা সংস্থা রয়টার্সকে একটি বার্তা পাঠিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, চৌউকে অননুমোদিত সমাবেশের প্রচারের জন্য গ্রেপ্তার করা হয়েছে।
তিনি শুধু ভিক্টোরিয়া পার্কে যেতে চেয়েছিলেন, একটি মোমবাতি জ্বালিয়ে স্মরণ রাখতে চেয়েছিলেন। চিউ লিখেছেন, তিনি বিশ্বাস করেন এই গ্রেপ্তারটি নজরদারির মধ্যে যাঁরা আছেন তাঁদের ভয় দেখাতেই করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে পুলিশের মুখপাত্র এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করতে পারেননি।
চৌ গ্রেপ্তারের আগে রয়টার্সকে বলেছিলেন, ৪ জুন হংকংয়ের জন্য পরীক্ষা। আমরা আমাদের নৈতিকতার দিকটি রক্ষা করতে পারি কি–না এটা চ্যালেঞ্জ।
এই জোটের চেয়ারম্যান লি চুক ইয়ান একটি অবৈধ সমাবেশের কারণে কারাগারে আছেন।
ওই ঘটনার স্মরণে নগরের নেতা কেরি ল্যাম কোনো মন্তব্য করেননি। তিনি বলেছেন, নাগরিকদের অবশ্যই আইনটিকে সম্মান করতে হবে।
গত বছর এই দিনে হংকংয়ের হাজার হাজার মানুষ নিষেধাজ্ঞা অস্বীকার করেছিল ও ভিক্টোরিয়া পার্কে জড়ো হয়ে মোমবাতি জ্বালিয়েছিল। তখন পুলিশ তাঁদের এই আন্দোলন ভণ্ডুল করে দিয়েছিল।
ঘুষ কেলেঙ্কারির অভিযোগে মার্কিন আদালতে বিচার চলছে ভারতীয় কনগ্লোমারেট আদানি গ্রুপের চেয়ারম্যান এবং বিশ্বের অন্যতম ধনী গৌতম আদানির। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ভারত সরকারের কর্মকর্তাদের ঘুষ দেওয়ার মাধ্যমে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের চুক্তি বাগিয়েছেন। কিন্তু এবার নতুন অভিযোগ উঠেছে যে ভারত এই মামলায়...
১ ঘণ্টা আগেমিসরের অবকাশ যাপনকেন্দ্র শারম আল–শেখে গাজা সংক্রান্ত সম্মেলনে যোগ দিতে পারেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। মূলত ট্রাম্পের জোরাজুরিতেই যোগ দিতে যাচ্ছেন তিনি।
১ ঘণ্টা আগেউত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ‘অনুপ্রবেশকারী’ বলে কটাক্ষ করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। অখিলেশ বলেন, ‘যারা এক্সোডাস বা গণপ্রস্থানের পরিসংখ্যান দিচ্ছে, তাদের মধ্যেও অনুপ্রবেশকারী আছে। মুখ্যমন্ত্রী উত্তরাখণ্ডের লোক, আমরা চাই তাঁকে উত্তরাখণ্ডে পাঠানো হোক।
২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি কখনো গাজায় না গেলেও অঞ্চলটিতে বেশ ভালোভাবেই ‘চেনেন।’ এমনকি তিনি সেখানে যাওয়ারও আগ্রহ প্রকাশ করেছেন। বলেছেন, সেখানে যেতে পারলে তিনি ‘গর্ববোধ করবেন।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে