ঢাকা: তিয়ানআনমেন বিক্ষোভের ৩২ বছর পূর্তিতে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ ঠেকাতে আজ শুক্রবার সংগঠক চৌ হ্যাং তুংকে গ্রেপ্তার করেছে হংকং পুলিশ। চৌ হ্যাংয়ের দুই সহকর্মী এই তথ্য নিশ্চিত করেছেন।
১৯৮৯ সালের ৪ জুন তিয়েনআনমেন স্কয়ারে গণতন্ত্রের দাবিতে জড়ো হয়ে করা বিক্ষোভে শত শত ছাত্র-শ্রমিককে গুলি করে হত্যা করে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার। ওই ঘটনার ৩২ বছর পূর্তি আজ । তবে ওই ঘটনা নিয়ে এরপর সব রকম আলোচনা নিষিদ্ধ করে চীন। যারা এ বিষয়ে কথা বলেন তাঁদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।
তিয়ানআনমেন স্কয়ারে বিক্ষোভের বর্ষপূর্তিকে সামনে রেখে নজরদারি বাড়িয়েছে পুলিশ। জনসমাগম ঠেকাতে এই নজরদারি। একটি স্মৃতি জাদুঘরও বন্ধ করে দেওয়া হয়েছে। নেতারা এটাকে কর্তৃত্ববাদী ইঙ্গিত মনে করেছেন। নেতারা বলছে, কর্তৃপক্ষের এই জোরাল নজরদারি হংকংয়ের বক্তব্য ও সমাবেশের স্বাধীনতার ওপর নিয়ন্ত্রণারোপ।
সাবেক ব্রিটিশ উপনিবেশ হংকংয়ে ১৯৯৭ সালে চীনা শাসনের প্রত্যাবর্তনের পরে বেইজিং থেকে স্বায়ত্তশাসনের প্রতিশ্রুতি দিয়েছিল।
হংকং জোটের নির্বাহী সদস্য চিউ ইয়ান লয় বার্তা সংস্থা রয়টার্সকে একটি বার্তা পাঠিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, চৌউকে অননুমোদিত সমাবেশের প্রচারের জন্য গ্রেপ্তার করা হয়েছে।
তিনি শুধু ভিক্টোরিয়া পার্কে যেতে চেয়েছিলেন, একটি মোমবাতি জ্বালিয়ে স্মরণ রাখতে চেয়েছিলেন। চিউ লিখেছেন, তিনি বিশ্বাস করেন এই গ্রেপ্তারটি নজরদারির মধ্যে যাঁরা আছেন তাঁদের ভয় দেখাতেই করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে পুলিশের মুখপাত্র এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করতে পারেননি।
চৌ গ্রেপ্তারের আগে রয়টার্সকে বলেছিলেন, ৪ জুন হংকংয়ের জন্য পরীক্ষা। আমরা আমাদের নৈতিকতার দিকটি রক্ষা করতে পারি কি–না এটা চ্যালেঞ্জ।
এই জোটের চেয়ারম্যান লি চুক ইয়ান একটি অবৈধ সমাবেশের কারণে কারাগারে আছেন।
ওই ঘটনার স্মরণে নগরের নেতা কেরি ল্যাম কোনো মন্তব্য করেননি। তিনি বলেছেন, নাগরিকদের অবশ্যই আইনটিকে সম্মান করতে হবে।
গত বছর এই দিনে হংকংয়ের হাজার হাজার মানুষ নিষেধাজ্ঞা অস্বীকার করেছিল ও ভিক্টোরিয়া পার্কে জড়ো হয়ে মোমবাতি জ্বালিয়েছিল। তখন পুলিশ তাঁদের এই আন্দোলন ভণ্ডুল করে দিয়েছিল।
ঢাকা: তিয়ানআনমেন বিক্ষোভের ৩২ বছর পূর্তিতে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ ঠেকাতে আজ শুক্রবার সংগঠক চৌ হ্যাং তুংকে গ্রেপ্তার করেছে হংকং পুলিশ। চৌ হ্যাংয়ের দুই সহকর্মী এই তথ্য নিশ্চিত করেছেন।
১৯৮৯ সালের ৪ জুন তিয়েনআনমেন স্কয়ারে গণতন্ত্রের দাবিতে জড়ো হয়ে করা বিক্ষোভে শত শত ছাত্র-শ্রমিককে গুলি করে হত্যা করে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার। ওই ঘটনার ৩২ বছর পূর্তি আজ । তবে ওই ঘটনা নিয়ে এরপর সব রকম আলোচনা নিষিদ্ধ করে চীন। যারা এ বিষয়ে কথা বলেন তাঁদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।
তিয়ানআনমেন স্কয়ারে বিক্ষোভের বর্ষপূর্তিকে সামনে রেখে নজরদারি বাড়িয়েছে পুলিশ। জনসমাগম ঠেকাতে এই নজরদারি। একটি স্মৃতি জাদুঘরও বন্ধ করে দেওয়া হয়েছে। নেতারা এটাকে কর্তৃত্ববাদী ইঙ্গিত মনে করেছেন। নেতারা বলছে, কর্তৃপক্ষের এই জোরাল নজরদারি হংকংয়ের বক্তব্য ও সমাবেশের স্বাধীনতার ওপর নিয়ন্ত্রণারোপ।
সাবেক ব্রিটিশ উপনিবেশ হংকংয়ে ১৯৯৭ সালে চীনা শাসনের প্রত্যাবর্তনের পরে বেইজিং থেকে স্বায়ত্তশাসনের প্রতিশ্রুতি দিয়েছিল।
হংকং জোটের নির্বাহী সদস্য চিউ ইয়ান লয় বার্তা সংস্থা রয়টার্সকে একটি বার্তা পাঠিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, চৌউকে অননুমোদিত সমাবেশের প্রচারের জন্য গ্রেপ্তার করা হয়েছে।
তিনি শুধু ভিক্টোরিয়া পার্কে যেতে চেয়েছিলেন, একটি মোমবাতি জ্বালিয়ে স্মরণ রাখতে চেয়েছিলেন। চিউ লিখেছেন, তিনি বিশ্বাস করেন এই গ্রেপ্তারটি নজরদারির মধ্যে যাঁরা আছেন তাঁদের ভয় দেখাতেই করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে পুলিশের মুখপাত্র এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করতে পারেননি।
চৌ গ্রেপ্তারের আগে রয়টার্সকে বলেছিলেন, ৪ জুন হংকংয়ের জন্য পরীক্ষা। আমরা আমাদের নৈতিকতার দিকটি রক্ষা করতে পারি কি–না এটা চ্যালেঞ্জ।
এই জোটের চেয়ারম্যান লি চুক ইয়ান একটি অবৈধ সমাবেশের কারণে কারাগারে আছেন।
ওই ঘটনার স্মরণে নগরের নেতা কেরি ল্যাম কোনো মন্তব্য করেননি। তিনি বলেছেন, নাগরিকদের অবশ্যই আইনটিকে সম্মান করতে হবে।
গত বছর এই দিনে হংকংয়ের হাজার হাজার মানুষ নিষেধাজ্ঞা অস্বীকার করেছিল ও ভিক্টোরিয়া পার্কে জড়ো হয়ে মোমবাতি জ্বালিয়েছিল। তখন পুলিশ তাঁদের এই আন্দোলন ভণ্ডুল করে দিয়েছিল।
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে কোকা-কোলা বর্জনের ঢেউ উঠেছিল। সেই ঢেউয়ের ধাক্কা লেগেছে এবার ইউরোপের দেশ ডেনমার্কেও। দেশটিতে কোকা-কোলা বাজারজাতকারী কোম্পানি কার্লসবার্গ জানিয়েছে, ডেনিশ ভোক্তারা কোকা-কোলা বর্জন করছেন।
৩ ঘণ্টা আগেগাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কয়েকগুণ বেড়েছে ইহুদি ও ইসলামবিদ্বেষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি টাস্কফোর্সের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য।
৩ ঘণ্টা আগেপ্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা দেখার পর তাঁকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন তরুণী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। ম্যাডিসন রুকার্ট নামে ২৩ বছরের ওই তরুণী ঘুমের মধ্যেই তাঁর প্রেমিক জোনাথন মিলারকে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় ম্যাডিসনের ৩৫ বছরের সাজা হয়েছে।
৪ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মধ্যকার বিবদমান কাশ্মীর সীমান্তের (নিয়ন্ত্রণ রেখা—লাইন অব কন্ট্রোল বা এলওসি) কাছে টহল দিচ্ছিল ভারতীয় রাফাল যুদ্ধবিমান। সেই বিমানগুলো ধাওয়া দিয়ে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
৪ ঘণ্টা আগে