মহামারি করোনার পর অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্যে চীন এ বছর অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫ শতাংশের আশপাশে রাখার ঘোষণা দিয়েছে। এ ছাড়া প্রতিরক্ষা খাতের ব্যয় গত বছরের তুলনায় ৭ দশমিক ২ শতাংশ বাড়াবে বলে জানিয়েছে।
মার্কিন গণমাধ্যম সিএনএন বলেছে, আজ রোববার চীনের আইনসভার বার্ষিক সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে এসব ঘোষণা দিয়েছে ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি)।
উদ্বোধনী অনুষ্ঠানে চীনের বিদায়ী প্রধানমন্ত্রী লি কেকিয়াং প্রায় ৩ হাজার প্রতিনিধির সামনে সরকারের কর্মপ্রতিবেদন উপস্থাপন করেন। তিনি জানান, চলতি বছরের খসড়া সামরিক বাজেট ৭ দশমিক ২ শতাংশ বাড়িয়ে ১ দশমিক ৫৫ ট্রিলিয়ন ইউয়ান (২২ হাজার ৪০০ কোটি ডলার) রাখার প্রস্তাব করা হয়েছে।
লির প্রতিবেদনে বলা হয়েছে, সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ জোরদার করা, কৌশলগত দিক নির্দেশনা তৈরি করা ও যুদ্ধ পরিস্থিতির জন্য সামরিক শক্তি বাড়ানো উদ্দেশ্যে প্রতিরক্ষা বাজেট বাড়ানো হয়েছে।
টানা তিন বছর ধরে সামরিক খাতে বাজেট বাড়াচ্ছে চীন। গত বছরেও ৭ দশমিক ১ শতাংশ ব্যয় বাড়িয়েছিল।
এনপিসি সভা হলো একটি গুরুত্বপূর্ণ বার্ষিক রাজনৈতিক সভা। সেখানে চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টারা অংশ নেন।
গত বছরের অক্টোবরে তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সি চিনপিং। তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়ার পর এটিই তাঁর প্রথম এনপিসি সম্মেলন।
এনপিসি সম্মেলন আগামী ১৩ মার্চ পর্যন্ত চলবে। এর মধ্যে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। এ ছাড়া ক্ষমতাসীন কমিউনিস্ট দলের নতুন অর্থনৈতিক দলের সদস্যদেরও নাম প্রকাশ করা হবে এই সম্মেলনে।
সম্মেলনে লি কেকিয়াং বলেছেন, শূন্য কোভিড নীতি থেকে বের হয়ে আসার পর চীনের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। গত বছর দেশটির অর্থনীতিতে ১ কোটি ২০ লাখ শহুরে চাকরি যোগ হয়েছে। এ ছাড়া বেকারত্বের হার কমে সাড়ে ৫ শতাংশে দাঁড়িয়েছে।
মহামারি করোনার পর অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্যে চীন এ বছর অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫ শতাংশের আশপাশে রাখার ঘোষণা দিয়েছে। এ ছাড়া প্রতিরক্ষা খাতের ব্যয় গত বছরের তুলনায় ৭ দশমিক ২ শতাংশ বাড়াবে বলে জানিয়েছে।
মার্কিন গণমাধ্যম সিএনএন বলেছে, আজ রোববার চীনের আইনসভার বার্ষিক সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে এসব ঘোষণা দিয়েছে ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি)।
উদ্বোধনী অনুষ্ঠানে চীনের বিদায়ী প্রধানমন্ত্রী লি কেকিয়াং প্রায় ৩ হাজার প্রতিনিধির সামনে সরকারের কর্মপ্রতিবেদন উপস্থাপন করেন। তিনি জানান, চলতি বছরের খসড়া সামরিক বাজেট ৭ দশমিক ২ শতাংশ বাড়িয়ে ১ দশমিক ৫৫ ট্রিলিয়ন ইউয়ান (২২ হাজার ৪০০ কোটি ডলার) রাখার প্রস্তাব করা হয়েছে।
লির প্রতিবেদনে বলা হয়েছে, সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ জোরদার করা, কৌশলগত দিক নির্দেশনা তৈরি করা ও যুদ্ধ পরিস্থিতির জন্য সামরিক শক্তি বাড়ানো উদ্দেশ্যে প্রতিরক্ষা বাজেট বাড়ানো হয়েছে।
টানা তিন বছর ধরে সামরিক খাতে বাজেট বাড়াচ্ছে চীন। গত বছরেও ৭ দশমিক ১ শতাংশ ব্যয় বাড়িয়েছিল।
এনপিসি সভা হলো একটি গুরুত্বপূর্ণ বার্ষিক রাজনৈতিক সভা। সেখানে চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টারা অংশ নেন।
গত বছরের অক্টোবরে তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সি চিনপিং। তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়ার পর এটিই তাঁর প্রথম এনপিসি সম্মেলন।
এনপিসি সম্মেলন আগামী ১৩ মার্চ পর্যন্ত চলবে। এর মধ্যে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। এ ছাড়া ক্ষমতাসীন কমিউনিস্ট দলের নতুন অর্থনৈতিক দলের সদস্যদেরও নাম প্রকাশ করা হবে এই সম্মেলনে।
সম্মেলনে লি কেকিয়াং বলেছেন, শূন্য কোভিড নীতি থেকে বের হয়ে আসার পর চীনের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। গত বছর দেশটির অর্থনীতিতে ১ কোটি ২০ লাখ শহুরে চাকরি যোগ হয়েছে। এ ছাড়া বেকারত্বের হার কমে সাড়ে ৫ শতাংশে দাঁড়িয়েছে।
রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। এই পরিকল্পনা অনুযায়ী—রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল।
৩ ঘণ্টা আগেট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে ভালো আলোচনা করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি বাড়ি ফিরে দেখি, কোনো রকেট গিয়ে একটি নার্সিং হোম বা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। আর রাস্তায় লাশ পড়ে আছে।’
৪ ঘণ্টা আগেসৌরশক্তিচালিত বিমানে মানব অভিযাত্রীদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইজারল্যান্ডের অভিযাত্রী রাফায়েল ডমজান। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের সিওন শহর থেকে উড্ডয়ন করে তিনি আল্পস পর্বতমালা অতিক্রম করেন এবং ৯ হাজার ৫২১ মিটার (৩১,২৩৪ ফুট) উচ্চতায় পৌঁছান।
৫ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের পর দক্ষিণ ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মাখোঁ। এ সময় তাঁর পাশে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
৬ ঘণ্টা আগে