Ajker Patrika

চীনে লকডাউন বিরোধী বিক্ষোভে ‘টিয়ার শেল’, ‘ব্যারিকেড’ ভেঙে ছুড়ে জবাব দিল জনতা

চীনে লকডাউন বিরোধী বিক্ষোভে ‘টিয়ার শেল’, ‘ব্যারিকেড’ ভেঙে ছুড়ে জবাব দিল জনতা

করোনা মহামারির শুরু থেকে লকডাউনসহ একের পর এক বিধিনিষেধে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদে নেমেছে চীনের জনগণ। বৃহত্তম নগরী সাংহাই ও রাজধানী বেইজিংয়ের পর গুরুত্বপূর্ণ শহর গুয়াংজুতে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। এমনকি বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার রাতে শহরটির বাসিন্দারা দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ সময় আন্দোলনকারীদের কয়েকজনকে আটক করার খবর পাওয়া গেছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সংক্রমণ প্রতিরোধী সাদা পোশাক পরিহিত কয়েক ডজন দাঙ্গা পুলিশ মাথার ওপর বর্ম ধরে এগিয়ে যাচ্ছে। এ সময় ব্যারিকেড ভেঙে পুলিশের দিকে ছুড়ে মারতে দেখা যায়।

চীনের গুয়াংজুতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষঅন্য আরেকটি ভিডিও ফুটেজে লোকজনকে পুলিশের দিকে বিভিন্ন জিনিসপত্র ছুড়তে দেখা যায়। আরেকটি ভিডিওতে দেখা যায়, সরু একটি গলিতে টিয়ার শেল থেকে বাঁচতে দৌড়ে পালাচ্ছে লোকজন। এ ছাড়া হ্যান্ডকাফ পরিয়ে একদল লোককে পাহারা দিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যেতে দেখা যায়। 

চীনা জনগণের বিক্ষোভের সূত্রপাত গত ২৪ নভেম্বরের একটি দুর্ঘটনা থেকে। ওই দিন দেশটির উরুমকি শহরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়। অনেকের ধারণা, অগ্নিকাণ্ডের শিকার ভবনটি লকডাউনের কারণে আংশিকভাবে তালাবদ্ধ থাকায় বাসিন্দারা সময়মতো বের হতে পারেনি। এ ছাড়া দগ্ধদের ঠিক সময়ে হাসপাতালে নেওয়াও সম্ভব হয়নি। এরপর ২৫ নভেম্বর শহরটির ক্ষুব্ধ জনগণ পথে নেমে লকডাউন বিরোধী বিক্ষোভে অংশ নেয়। গত কয়েক দিনে বিক্ষোভ আরও ছড়িয়ে পড়ে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত