এই শীতকালে চীনে অন্তত তিনটি করোনার ঢেউ আসবে বলে পূর্বাভাস দিয়েছেন দেশটির একজন শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা। তিনি বলেছেন, তিনটি ঢেউয়ের প্রথমটি এখন চলছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দেশজুড়ে বিক্ষোভের মুখে এ মাসের শুরুর দিকে করোনা সম্পর্কিত কঠোর বিধিনিষেধ তুলে নেয় চীন। তারপর থেকে নতুন করে করোনা সংক্রমণ দ্রুত বিস্তার লাভ করেছে দেশটিতে।
তবে সরকার বলছে, দৈনিক সংক্রমণের হার গত মাসের তুলনায় কমেছে। সরকারি হিসাবমতে, গতকাল রোববার নতুন করে ২ হাজার ৯৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
সংক্রামক রোগ বিশেষজ্ঞ উ জুনিয়উ বলেছেন, করোনা সংক্রমণের বর্তমান ঢেউটি জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত চলতে পারে। দ্বিতীয় ঢেউটি জানুয়ারির ২১ তারিখ থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ওই সময়ে চীনা নববর্ষ উদ্যাপন শুরু হবে এবং লাখ লাখ মানুষ ছুটি কাটাতে পরিবার নিয়ে ভ্রমণে বের হবে।
সংক্রমণের তৃতীয় ঢেউ সম্পর্কে উ জুনিয়উ বলেছেন, এটি ফেব্রুয়ারির শেষে থেকে মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত স্থায়ী হবে। কারণ বেশির ভাগ মানুষ তখন ছুটির পর কাজে যোগ দেবে।
গত শনিবার এক সংবাদ সম্মেলনে এসব পূর্বাভাস দিয়েছেন উ জুনিয়উ। তিনি আরও বলেছেন, ‘চীনের চলমান টিকা কার্যক্রম এসব সংক্রমণের বিরুদ্ধে উল্লেখযোগ্য সুরক্ষা দেবে। ফলে করোনা সংক্রমণজনিত প্রাণনাশের ঝুঁকি কমবে।’
চীন সরকার তাদের জনসংখ্যার ৯০ শতাংশেরও বেশি মানুষকে ইতিমধ্যে টিকা দেওয়ার দাবি করেছে বলে জানিয়েছে বিবিসি। এ ছাড়া ৮০ বছর বা তার বেশি বয়সী মানুষের প্রায় অর্ধেক জনগোষ্ঠী বুস্টার ডোজ পেয়েছে বলেও দাবি করেছে চীন সরকার।
এই সপ্তাহের শুরুর দিকে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান বলেছিল, ২০২৩ সালে চীনে করোনায় আক্রান্ত হয়ে ১০ লাখেরও বেশি মানুষ মারা যেতে পারে। এ ভবিষ্যদ্বাণীর পরই চীনা সংক্রামক রোগ বিশেষজ্ঞ উ জুনিয়উ করোনার ঢেউয়ের পূর্বাভাস দিলেন।
এই শীতকালে চীনে অন্তত তিনটি করোনার ঢেউ আসবে বলে পূর্বাভাস দিয়েছেন দেশটির একজন শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা। তিনি বলেছেন, তিনটি ঢেউয়ের প্রথমটি এখন চলছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দেশজুড়ে বিক্ষোভের মুখে এ মাসের শুরুর দিকে করোনা সম্পর্কিত কঠোর বিধিনিষেধ তুলে নেয় চীন। তারপর থেকে নতুন করে করোনা সংক্রমণ দ্রুত বিস্তার লাভ করেছে দেশটিতে।
তবে সরকার বলছে, দৈনিক সংক্রমণের হার গত মাসের তুলনায় কমেছে। সরকারি হিসাবমতে, গতকাল রোববার নতুন করে ২ হাজার ৯৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
সংক্রামক রোগ বিশেষজ্ঞ উ জুনিয়উ বলেছেন, করোনা সংক্রমণের বর্তমান ঢেউটি জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত চলতে পারে। দ্বিতীয় ঢেউটি জানুয়ারির ২১ তারিখ থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ওই সময়ে চীনা নববর্ষ উদ্যাপন শুরু হবে এবং লাখ লাখ মানুষ ছুটি কাটাতে পরিবার নিয়ে ভ্রমণে বের হবে।
সংক্রমণের তৃতীয় ঢেউ সম্পর্কে উ জুনিয়উ বলেছেন, এটি ফেব্রুয়ারির শেষে থেকে মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত স্থায়ী হবে। কারণ বেশির ভাগ মানুষ তখন ছুটির পর কাজে যোগ দেবে।
গত শনিবার এক সংবাদ সম্মেলনে এসব পূর্বাভাস দিয়েছেন উ জুনিয়উ। তিনি আরও বলেছেন, ‘চীনের চলমান টিকা কার্যক্রম এসব সংক্রমণের বিরুদ্ধে উল্লেখযোগ্য সুরক্ষা দেবে। ফলে করোনা সংক্রমণজনিত প্রাণনাশের ঝুঁকি কমবে।’
চীন সরকার তাদের জনসংখ্যার ৯০ শতাংশেরও বেশি মানুষকে ইতিমধ্যে টিকা দেওয়ার দাবি করেছে বলে জানিয়েছে বিবিসি। এ ছাড়া ৮০ বছর বা তার বেশি বয়সী মানুষের প্রায় অর্ধেক জনগোষ্ঠী বুস্টার ডোজ পেয়েছে বলেও দাবি করেছে চীন সরকার।
এই সপ্তাহের শুরুর দিকে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান বলেছিল, ২০২৩ সালে চীনে করোনায় আক্রান্ত হয়ে ১০ লাখেরও বেশি মানুষ মারা যেতে পারে। এ ভবিষ্যদ্বাণীর পরই চীনা সংক্রামক রোগ বিশেষজ্ঞ উ জুনিয়উ করোনার ঢেউয়ের পূর্বাভাস দিলেন।
ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত পেরিয়ে যাওয়া বিএসএফ জওয়ানদের ফেরত পাঠানোর একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া থাকলেও, বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তান এখনো পর্যন্ত পূর্ণম কুমার সাহুকে ফেরত দেয়নি। এ অবস্থায় ভারত আটক পাকিস্তানি রেঞ্জারসকে নিয়ে কী পদক্ষেপ নেবে, তা এখনো স্পষ্ট নয়।
৮ মিনিট আগেভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে পর্যটকদের নিশানা করে ১৯ এপ্রিলের কাছাকাছি সময়ে হামলা হতে পারে বলে স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের সতর্ক করা হয়েছিল। ভারতের গোয়েন্দা ব্যুরো (আইবি) এবং অন্যান্য সংস্থা স্থানীয় কর্মকর্তাদের এই সতর্কবার্তা দিয়েছিল।
১০ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে আবারও নিরঙ্কুশ জয় পেয়েছে দেশটির লেবার পার্টি। এই নির্বাচনের মধ্য দিয়ে দলপ্রধান ও দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ দ্বিতীয়বারের মতো ক্ষমতা পেলেন।
১৫ ঘণ্টা আগেচরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে পাকিস্তান সফলভাবে পরীক্ষা করেছে ৪৫০ কিলোমিটার রেঞ্জবিশিষ্ট ‘আবদালি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সামরিক মহড়ার অংশ হিসেবে চালানো এ পরীক্ষাকে ইসলামাবাদ নিয়মিত ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ বললেও ভারত একে উসকানিমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। কাশ্মীর হামলা ও সীমান্ত সংঘর্ষে
১৬ ঘণ্টা আগে