তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট লাই চিং–তে–কে অভিনন্দন জানানোয় ফিলিপাইনকে ‘আগুন নিয়ে খেলতে নিষেধ করে’ হুঁশিয়ারি দিয়েছে চীন। আজ মঙ্গলবার বেইজিংয়ে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ফিলিপাইনের প্রেসিডেন্ট ফারদিনান্দ মার্কোস জুনিয়র গতকাল সোমবার তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানান।
মার্কোস লাইকে তাইওয়ানের আগামী প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করার বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, চীন এই মন্তব্যে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে এবং দৃঢ়ভাবে বিরোধিতা করছে।
মাও নিং বলেন, প্রেসিডেন্ট মার্কোসের এ ধরনের বক্তব্য এক চীন নীতির গুরুতর লঙ্ঘন এবং চীনকে দেওয়া ফিলিপাইনের রাজনৈতিক প্রতিশ্রুতিগুলোর লঙ্ঘন ও চীনের অভ্যন্তরীণ বিষয়ে স্থূল হস্তক্ষেপ। চীন ফিলিপাইনের এমন বক্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং এর দায়িত্বশীল ব্যাখ্যার জন্য রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে।
তিনি আরও বলেন, ‘তাইওয়ানের বিষয়ে ভালো করে বোঝার জন্য এবং উপসংহার টানার জন্য আমরা প্রেসিডেন্ট মার্কোসকে আরও বই পড়ার পরামর্শ দিচ্ছি।’
এর আগে আজ ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ‘এক চীন নীতি’র প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে। মার্কোসের বার্তাটির উদ্দেশ্য ছিল গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপরাষ্ট্রটিতে ২ লাখ প্রবাসী ফিলিপিনো শ্রমিকসহ (ওএফডব্লিউ) ফিলিপাইন এবং তাইওয়ানের ‘পারস্পরিক স্বার্থের’ স্বীকৃতি দেওয়া।
বিবৃতিতে বলা হয়, ‘তিনি আমাদের ওএফডব্লিউ এবং একটি সফল গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের জন্য তাঁদের ধন্যবাদ জানাতে তিনি এই বার্তা দিয়েছেন। এরপরও ফিলিপাইন তাদের এক চীন নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করছে।’
বেইজিংয়ের এ ক্ষোভ সমুদ্রসীমা নিয়ে ফিলিপাইন ও চীনের চলমান দ্বন্দ্বের মধ্যে নতুন মাত্রা যোগ করল। যুক্তরাষ্ট্রের সঙ্গে নানা উপায়ে সম্পর্ক দৃঢ় করার চেষ্টা চালাচ্ছে ফিলিপাইন। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিপাইনের সামরিক ঘাঁটি ব্যবহারের চুক্তিও করেছে দেশটি।
তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট লাই চিং–তে–কে অভিনন্দন জানানোয় ফিলিপাইনকে ‘আগুন নিয়ে খেলতে নিষেধ করে’ হুঁশিয়ারি দিয়েছে চীন। আজ মঙ্গলবার বেইজিংয়ে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ফিলিপাইনের প্রেসিডেন্ট ফারদিনান্দ মার্কোস জুনিয়র গতকাল সোমবার তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানান।
মার্কোস লাইকে তাইওয়ানের আগামী প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করার বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, চীন এই মন্তব্যে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে এবং দৃঢ়ভাবে বিরোধিতা করছে।
মাও নিং বলেন, প্রেসিডেন্ট মার্কোসের এ ধরনের বক্তব্য এক চীন নীতির গুরুতর লঙ্ঘন এবং চীনকে দেওয়া ফিলিপাইনের রাজনৈতিক প্রতিশ্রুতিগুলোর লঙ্ঘন ও চীনের অভ্যন্তরীণ বিষয়ে স্থূল হস্তক্ষেপ। চীন ফিলিপাইনের এমন বক্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং এর দায়িত্বশীল ব্যাখ্যার জন্য রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে।
তিনি আরও বলেন, ‘তাইওয়ানের বিষয়ে ভালো করে বোঝার জন্য এবং উপসংহার টানার জন্য আমরা প্রেসিডেন্ট মার্কোসকে আরও বই পড়ার পরামর্শ দিচ্ছি।’
এর আগে আজ ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ‘এক চীন নীতি’র প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে। মার্কোসের বার্তাটির উদ্দেশ্য ছিল গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপরাষ্ট্রটিতে ২ লাখ প্রবাসী ফিলিপিনো শ্রমিকসহ (ওএফডব্লিউ) ফিলিপাইন এবং তাইওয়ানের ‘পারস্পরিক স্বার্থের’ স্বীকৃতি দেওয়া।
বিবৃতিতে বলা হয়, ‘তিনি আমাদের ওএফডব্লিউ এবং একটি সফল গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের জন্য তাঁদের ধন্যবাদ জানাতে তিনি এই বার্তা দিয়েছেন। এরপরও ফিলিপাইন তাদের এক চীন নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করছে।’
বেইজিংয়ের এ ক্ষোভ সমুদ্রসীমা নিয়ে ফিলিপাইন ও চীনের চলমান দ্বন্দ্বের মধ্যে নতুন মাত্রা যোগ করল। যুক্তরাষ্ট্রের সঙ্গে নানা উপায়ে সম্পর্ক দৃঢ় করার চেষ্টা চালাচ্ছে ফিলিপাইন। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিপাইনের সামরিক ঘাঁটি ব্যবহারের চুক্তিও করেছে দেশটি।
জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছেন। তিনি বলেছেন, ‘আমি পোপ হতে চাই।’ এই পর্যন্ত ঠিক আছে। বক্তব্য দেখে ঘাবড়ে যাবেন না। ট্রাম্প আন্তরিকভাবে এই আকাঙ্ক্ষা পোষণ করেননি, রসিকতার ছলেই তিনি এই আকাঙ্ক্ষা পোষণ করেন।
২ ঘণ্টা আগেগতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিটের ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আনন্দবাজারের সকাল ৭টার প্রতিবেদনে জানানো হয়েছে, তখনো আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
২ ঘণ্টা আগেভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরে দেয়াল ধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় আজ বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। দেয়াল ধসে পড়ার কারণ এখনো জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগে