তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট লাই চিং–তে–কে অভিনন্দন জানানোয় ফিলিপাইনকে ‘আগুন নিয়ে খেলতে নিষেধ করে’ হুঁশিয়ারি দিয়েছে চীন। আজ মঙ্গলবার বেইজিংয়ে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ফিলিপাইনের প্রেসিডেন্ট ফারদিনান্দ মার্কোস জুনিয়র গতকাল সোমবার তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানান।
মার্কোস লাইকে তাইওয়ানের আগামী প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করার বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, চীন এই মন্তব্যে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে এবং দৃঢ়ভাবে বিরোধিতা করছে।
মাও নিং বলেন, প্রেসিডেন্ট মার্কোসের এ ধরনের বক্তব্য এক চীন নীতির গুরুতর লঙ্ঘন এবং চীনকে দেওয়া ফিলিপাইনের রাজনৈতিক প্রতিশ্রুতিগুলোর লঙ্ঘন ও চীনের অভ্যন্তরীণ বিষয়ে স্থূল হস্তক্ষেপ। চীন ফিলিপাইনের এমন বক্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং এর দায়িত্বশীল ব্যাখ্যার জন্য রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে।
তিনি আরও বলেন, ‘তাইওয়ানের বিষয়ে ভালো করে বোঝার জন্য এবং উপসংহার টানার জন্য আমরা প্রেসিডেন্ট মার্কোসকে আরও বই পড়ার পরামর্শ দিচ্ছি।’
এর আগে আজ ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ‘এক চীন নীতি’র প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে। মার্কোসের বার্তাটির উদ্দেশ্য ছিল গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপরাষ্ট্রটিতে ২ লাখ প্রবাসী ফিলিপিনো শ্রমিকসহ (ওএফডব্লিউ) ফিলিপাইন এবং তাইওয়ানের ‘পারস্পরিক স্বার্থের’ স্বীকৃতি দেওয়া।
বিবৃতিতে বলা হয়, ‘তিনি আমাদের ওএফডব্লিউ এবং একটি সফল গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের জন্য তাঁদের ধন্যবাদ জানাতে তিনি এই বার্তা দিয়েছেন। এরপরও ফিলিপাইন তাদের এক চীন নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করছে।’
বেইজিংয়ের এ ক্ষোভ সমুদ্রসীমা নিয়ে ফিলিপাইন ও চীনের চলমান দ্বন্দ্বের মধ্যে নতুন মাত্রা যোগ করল। যুক্তরাষ্ট্রের সঙ্গে নানা উপায়ে সম্পর্ক দৃঢ় করার চেষ্টা চালাচ্ছে ফিলিপাইন। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিপাইনের সামরিক ঘাঁটি ব্যবহারের চুক্তিও করেছে দেশটি।
তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট লাই চিং–তে–কে অভিনন্দন জানানোয় ফিলিপাইনকে ‘আগুন নিয়ে খেলতে নিষেধ করে’ হুঁশিয়ারি দিয়েছে চীন। আজ মঙ্গলবার বেইজিংয়ে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ফিলিপাইনের প্রেসিডেন্ট ফারদিনান্দ মার্কোস জুনিয়র গতকাল সোমবার তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানান।
মার্কোস লাইকে তাইওয়ানের আগামী প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করার বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, চীন এই মন্তব্যে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে এবং দৃঢ়ভাবে বিরোধিতা করছে।
মাও নিং বলেন, প্রেসিডেন্ট মার্কোসের এ ধরনের বক্তব্য এক চীন নীতির গুরুতর লঙ্ঘন এবং চীনকে দেওয়া ফিলিপাইনের রাজনৈতিক প্রতিশ্রুতিগুলোর লঙ্ঘন ও চীনের অভ্যন্তরীণ বিষয়ে স্থূল হস্তক্ষেপ। চীন ফিলিপাইনের এমন বক্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং এর দায়িত্বশীল ব্যাখ্যার জন্য রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে।
তিনি আরও বলেন, ‘তাইওয়ানের বিষয়ে ভালো করে বোঝার জন্য এবং উপসংহার টানার জন্য আমরা প্রেসিডেন্ট মার্কোসকে আরও বই পড়ার পরামর্শ দিচ্ছি।’
এর আগে আজ ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ‘এক চীন নীতি’র প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে। মার্কোসের বার্তাটির উদ্দেশ্য ছিল গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপরাষ্ট্রটিতে ২ লাখ প্রবাসী ফিলিপিনো শ্রমিকসহ (ওএফডব্লিউ) ফিলিপাইন এবং তাইওয়ানের ‘পারস্পরিক স্বার্থের’ স্বীকৃতি দেওয়া।
বিবৃতিতে বলা হয়, ‘তিনি আমাদের ওএফডব্লিউ এবং একটি সফল গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের জন্য তাঁদের ধন্যবাদ জানাতে তিনি এই বার্তা দিয়েছেন। এরপরও ফিলিপাইন তাদের এক চীন নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করছে।’
বেইজিংয়ের এ ক্ষোভ সমুদ্রসীমা নিয়ে ফিলিপাইন ও চীনের চলমান দ্বন্দ্বের মধ্যে নতুন মাত্রা যোগ করল। যুক্তরাষ্ট্রের সঙ্গে নানা উপায়ে সম্পর্ক দৃঢ় করার চেষ্টা চালাচ্ছে ফিলিপাইন। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিপাইনের সামরিক ঘাঁটি ব্যবহারের চুক্তিও করেছে দেশটি।
ইসরায়েলে ফিলিস্তিনি শ্রমিকদের শূন্যস্থান পূরণে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি ভারতীয় শ্রমিক দেশটিতে গেছে। এমনটাই জানিয়েছে ভারত সরকার জানিয়েছে। গাজায় ইসরায়েলের চলমান অভিযানের মধ্যেই এ খবর প্রকাশ্যে এল। এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের প্রতি চাপ বাড়ার সময় ভারতের গুরুত্বপ
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। যাঁদের মধ্যে পাঁচজনের অবস্থাই সংকটাপন্ন। গতকাল সোমবার স্থানীয় সময় সকালে পিটসবার্গের কাছে ইউএস স্টিলের ক্লেয়ারটন কারখানায় এ বিস্ফোরণ হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে।
১ ঘণ্টা আগেমিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য শান্তি স্থাপন ও মানবিক সহায়তা পৌঁছে দিতে মালয়েশিয়া, বাংলাদেশ ও আঞ্চলিক কয়েকটি দেশ যৌথভাবে একটি প্রতিনিধিদল পাঠাতে যাচ্ছে। আজ মঙ্গলবার দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই ঘোষণা দেন। খবর সিঙ্গাপুরভিত্তিক
১ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির জান্তা সরকারকে কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে দেবে না স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। গোষ্ঠীটি জানিয়েছে, মিয়ানমারের পশ্চিমাঞ্চলে অবস্থিত বাংলাদেশ সংলগ্ন এই রাজ্যটিতে নিজেদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় নির্বাচনের কোনো স্বীকৃতি তারা
২ ঘণ্টা আগে