ভয়াবহ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার বালি ও লম্বুক দ্বীপ। স্থানীয় সময় আজ মঙ্গলবার ভোরের দিকে এই ভূমিকম্প সংঘটিত হয়। ভূমিকম্পের পরপরই দুই দ্বীপের স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ইউরোপিয়ান-মেডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) বিষয়টি নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটি ৭ মাত্রার হলেও এতে সুনামির কোনো আশঙ্কা নেই। ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল ইন্দোনেশিয়ার মাতরম দ্বীপ থেকে প্রায় ২০৩ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ৫১৬ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়।
ইএমএসসি ভূমিকম্পটির মাত্রা ৭ বলে উল্লেখ করলেও ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১। দুটি সংস্থাই জানিয়েছে, সুনামির কোনো আশঙ্কা নেই।
ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টার দিকের বালি ও লম্বুকের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে। মূল ভূমিকম্পের পরপরই ৬ দশমিক ১ ও ৬ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে।
কয়েক দফা ভূমিকম্পের প্রথম দফায় আঘাত হানার পরপরই স্থানীয়রা ঘর থেকে বের হয়ে আসে। কয়েক সেকেন্ডের মধ্যেই দুটি দ্বীপের উপকূল ভরে যায় মানুষে। স্থানীয় একটি হোটেলের ম্যানেজার সাউদি বলেন, ‘বেড়াতে আসা লোকজন ভয়ে হোটেল ছেড়ে বের হলেও তাঁরা এখনো হোটেলের আশপাশেই অবস্থান করছে।’
ভূমিকম্পের মাত্রা বেশি হলেও এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার এজেন্সি ফর ডিজাস্টার কাউন্টারমেজার। সংস্থাটির মুখপাত্র বলেন, ‘ভূমিকম্পটির উৎপত্তিস্থল অনেক গভীরে হওয়ায় খুব বেশি ক্ষতি হয়নি।’
ভয়াবহ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার বালি ও লম্বুক দ্বীপ। স্থানীয় সময় আজ মঙ্গলবার ভোরের দিকে এই ভূমিকম্প সংঘটিত হয়। ভূমিকম্পের পরপরই দুই দ্বীপের স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ইউরোপিয়ান-মেডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) বিষয়টি নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটি ৭ মাত্রার হলেও এতে সুনামির কোনো আশঙ্কা নেই। ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল ইন্দোনেশিয়ার মাতরম দ্বীপ থেকে প্রায় ২০৩ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ৫১৬ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়।
ইএমএসসি ভূমিকম্পটির মাত্রা ৭ বলে উল্লেখ করলেও ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১। দুটি সংস্থাই জানিয়েছে, সুনামির কোনো আশঙ্কা নেই।
ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টার দিকের বালি ও লম্বুকের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে। মূল ভূমিকম্পের পরপরই ৬ দশমিক ১ ও ৬ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে।
কয়েক দফা ভূমিকম্পের প্রথম দফায় আঘাত হানার পরপরই স্থানীয়রা ঘর থেকে বের হয়ে আসে। কয়েক সেকেন্ডের মধ্যেই দুটি দ্বীপের উপকূল ভরে যায় মানুষে। স্থানীয় একটি হোটেলের ম্যানেজার সাউদি বলেন, ‘বেড়াতে আসা লোকজন ভয়ে হোটেল ছেড়ে বের হলেও তাঁরা এখনো হোটেলের আশপাশেই অবস্থান করছে।’
ভূমিকম্পের মাত্রা বেশি হলেও এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার এজেন্সি ফর ডিজাস্টার কাউন্টারমেজার। সংস্থাটির মুখপাত্র বলেন, ‘ভূমিকম্পটির উৎপত্তিস্থল অনেক গভীরে হওয়ায় খুব বেশি ক্ষতি হয়নি।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের প্রথম প্রান্তিকে দেশের অর্থনীতি সংকুচিত হওয়ার জন্য দায়ী করেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে। নতুন শুল্ক আরোপের আগেই আমদানির চাপ, সরকারি ব্যয়ে কাটছাঁট এবং অর্থনৈতিক অনিশ্চয়তা— এই বাস্তব কারণগুলো উপেক্ষা করে তিনি বারবার দায় দিচ্ছেন বাইডেন প্রশাসন
৩ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ১০০ দিন পেরোতেই তাঁর প্রশাসনে প্রথম বড় ধাক্কা লাগল। পদত্যাগ করলেন রিপাবলিকান সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। ট্রাম্প প্রশাসন থেকে ওয়াল্টজের সরে দাঁড়ানোর ঘটনায় হোয়াইট হাউসের অভ্যন্তরীণ গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
৩ ঘণ্টা আগেকাশ্মীরে সাম্প্রতিক সহিংসতার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। এরই মধ্যে ভারতীয় হামলার আশঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সব মাদ্রাসা ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তারা বলছে, নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে নিরীহ শিক্ষার্থীরা কোনো ঝুঁকিতে না...
৪ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায় দিয়ে আসছে নয়াদিল্লি। তবে পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করেছে। হামলার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়। জবাবে পাকিস্তানও ভারতীয় বিমানগুলোর জন্য তাদের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ
৭ ঘণ্টা আগে