Ajker Patrika

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বালি

আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ০৯: ৪৬
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বালি

ভয়াবহ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার বালি ও লম্বুক দ্বীপ। স্থানীয় সময় আজ মঙ্গলবার ভোরের দিকে এই ভূমিকম্প সংঘটিত হয়। ভূমিকম্পের পরপরই দুই দ্বীপের স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ইউরোপিয়ান-মেডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) বিষয়টি নিশ্চিত করেছে। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটি ৭ মাত্রার হলেও এতে সুনামির কোনো আশঙ্কা নেই। ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল ইন্দোনেশিয়ার মাতরম দ্বীপ থেকে প্রায় ২০৩ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ৫১৬ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়। 

ইএমএসসি ভূমিকম্পটির মাত্রা ৭ বলে উল্লেখ করলেও ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১। দুটি সংস্থাই জানিয়েছে, সুনামির কোনো আশঙ্কা নেই। 

ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টার দিকের বালি ও লম্বুকের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে। মূল ভূমিকম্পের পরপরই ৬ দশমিক ১ ও ৬ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। 

কয়েক দফা ভূমিকম্পের প্রথম দফায় আঘাত হানার পরপরই স্থানীয়রা ঘর থেকে বের হয়ে আসে। কয়েক সেকেন্ডের মধ্যেই দুটি দ্বীপের উপকূল ভরে যায় মানুষে। স্থানীয় একটি হোটেলের ম্যানেজার সাউদি বলেন, ‘বেড়াতে আসা লোকজন ভয়ে হোটেল ছেড়ে বের হলেও তাঁরা এখনো হোটেলের আশপাশেই অবস্থান করছে।’ 

ভূমিকম্পের মাত্রা বেশি হলেও এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার এজেন্সি ফর ডিজাস্টার কাউন্টারমেজার। সংস্থাটির মুখপাত্র বলেন, ‘ভূমিকম্পটির উৎপত্তিস্থল অনেক গভীরে হওয়ায় খুব বেশি ক্ষতি হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত