অনলাইন ডেস্ক
আজ ১৪ এপ্রিল, বাংলা বর্ষপঞ্জির প্রথম দিন পয়লা বৈশাখ। কেবল বাংলাদেশে নয়, এই দিনে এশিয়ার আরও অনেক দেশ নতুন বছরকে বরণ করে নেয়। সৌর ক্যালেন্ডার অনুযায়ী এ সময় বিভিন্ন সংস্কৃতিতে নতুন সূচনার প্রতীক হিসেবে উদ্যাপিত হয়। আসুন জেনে নেওয়া যাক, বাংলাদেশ ছাড়া আর কোন কোন দেশে ১৪ এপ্রিল বা এর কাছাকাছি সময়ে নববর্ষের উৎসব পালিত হয়—
মিয়ানমার
মিয়ানমারে নববর্ষ ‘থিংইয়ান’ নামে পরিচিত, বার্মিজ ভাষায় যার অর্থ ‘পরিবর্তন’। সাধারণত মধ্য এপ্রিলে এই উৎসব হয়, যা বার্মিজ সৌর ও চন্দ্র পঞ্জিকা অনুযায়ী নির্ধারিত হয়। থিংইয়ানের প্রধান আকর্ষণ হলো পানি উৎসব, যা বিশ্বের প্রাচীনতম পানি উৎসবগুলোর মধ্যে অন্যতম।
পাঁচ শতাব্দীরও বেশি সময় ধরে পালিত এই উৎসবে নববর্ষের চার দিন আগে থেকে শুরু করে নববর্ষের দিন পর্যন্ত দেশজুড়ে জলকেলি চলে। দেশটির মানুষের বিশ্বাস, এই পানি সব পাপ ধুয়ে–মুছে নতুন করে জীবন শুরু করতে সাহায্য করে। তবে এ বছর ভয়াবহ ভূমিকম্পের কারণে মিয়ানমারে নববর্ষ উদ্যাপন স্থগিত করা হয়েছে।
গত ২৮ মার্চ মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত অন্তত ৩ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া ৫ হাজার ১২ জন আহত হয়েছেন এবং ২১০ জন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
থাইল্যান্ড
থাইল্যান্ডে নববর্ষের শুরুটা ‘সংক্রান’ উৎসবের মাধ্যমে হয়। সংস্কৃত শব্দ ‘সংক্রান্তি’ থেকে আগত এই উৎসব মূলত ১৩ এপ্রিল শুরু হয়ে ১৫ এপ্রিল পর্যন্ত চলে। ২০১৮ সাল থেকে থাই সরকার উৎসবের ব্যাপ্তি ১২ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে এবং এ সময় দেশটিতে সরকারি ছুটি থাকে।
থাই ও মালয়েশিয়ান সিয়ামিজরা ধর্মীয় রীতিনীতি মেনে এই উৎসব পালন করেন, তবে এর আনন্দ ছড়িয়ে পড়ে দেশজুড়ে। থাইল্যান্ডের নববর্ষের প্রধান আকর্ষণও পানি উৎসব, যেখানে সব বয়সের মানুষ দিনভর একে অপরের দিকে পানি ছুড়ে আনন্দ করেন।
শ্রীলঙ্কা
শ্রীলঙ্কায় সিনহালা নববর্ষ ‘আলুথ আবুরুদ্ধা’ নামে পরিচিত। ১৪ এপ্রিল পালিত এই উৎসবে সরকারি ছুটি থাকে এবং এটি প্রায় এক সপ্তাহ ধরে চলে। সৌর পঞ্জিকা অনুসারে পালিত হলেও দিনটি নতুন চাঁদের হিসাবে নির্ধারিত হয়। সিনহালা নববর্ষের সঙ্গে তামিল নববর্ষের অনেক মিল দেখা যায়।
এই উৎসবে নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা, মিষ্টি ও পায়েস তৈরি হয় এবং লোকজ খেলাধুলা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়, যার মধ্যে গরুর দৌড় ও ডিম খেলা উল্লেখযোগ্য।
কম্বোডিয়া
কম্বোডিয়াতে ১৪ এপ্রিল খেমার নববর্ষ পালন করা হয়। দেশটিতে এই দিনকে বলা হয় ‘চউল সানাম থামাই’, এর মানে নতুন বছরে প্রবেশ করা। উৎসবের শুরু হয় বৌদ্ধমন্দিরে সকালবেলায় ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে। এরপর প্যাগোডা বা বৌদ্ধমন্দির চত্বরে ঐতিহ্যবাহী নৃত্যের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানাতে শুরু করেন অধিবাসীরা।
খেমার নববর্ষে কম্বোডিয়াতে নানা ধরনের লোকজ খেলা ও প্রতিযোগিতা হয়। এর মধ্যে একটি হচ্ছে, রশি বা দড়ি টানাটানি খেলা হয়, অধিকাংশ এলাকায় নারী বনাম পুরুষের মধ্যে হয় এই খেলা। এতে অংশ নেয় বাচ্চা-বুড়ো সবাই।
লাওস
লাওসেও সৌর পঞ্জিকা অনুযায়ী বৈশাখের প্রথম দিনটি পালন করা হয়। স্থানীয়ভাবে এর নাম সংক্রান বা পি-মেই, যার মানে নতুন সংক্রান্তি বা নতুন বছর। দেশটিতে তিন দিন ধরে চলে উৎসব আনুষ্ঠানিকতা।
নেপাল
১৪ এপ্রিল নেপালের আনুষ্ঠানিক বর্ষপঞ্জিকা বিক্রম সাম্বাতের প্রথম দিন। সৌর পঞ্জিকা, যা মূলত প্রাচীন হিন্দু রীতি অনুযায়ী তৈরি করা হয়, তার ভিত্তিতে নির্ধারিত হয় কোন দিনে পালন হবে উৎসব, তবে সাধারণত ১৪ এপ্রিলেই হয় উৎসবটি। এ দিনে নেপালে নববর্ষ উপলক্ষে সরকারি ছুটি থাকে।
এ দিনে বৈশাখ উৎসব নামে সর্বজনীন এক উৎসব হয় দেশজুড়ে। বিভিন্ন পারিবারিক ও সামাজিক অনুষ্ঠান হয় দিনটিতে, উৎসবের আমেজে ভালো খাওয়া-দাওয়া, শুভেচ্ছা বিনিময় আর নানা খেলাধুলার আয়োজন করা হয়। তবে নেপালে চন্দ্রবর্ষের প্রথম দিন, যার নাম সোনাম লহসারও উদ্যাপন করা হয়, সেদিনও সরকারি ছুটি থাকে দেশটিতে।
ভারত
ভারতে ব্রিটিশ শাসনের সময় গ্রেগরিয়ান ক্যালেন্ডারের প্রচলন শুরু হয়। কিন্তু তারও বহু বছর আগে থেকে পঞ্জিকা দেখে যেসব দিন আর ক্ষণ উদ্যাপন হতো, সেগুলো এখনো দেশটির বিভিন্ন প্রান্তে পালন করা দেশটির সংস্কৃতির অংশ হয়ে গেছে।
ভারতের কয়েকটি রাজ্যে বৈশাখ মাসের প্রথম দিন নববর্ষ উদ্যাপন করা হয়। হিন্দু সৌর বছরের প্রথম দিন আসাম, পশ্চিমবঙ্গ, কেরালা, মণিপুর, ওডিশা, পাঞ্জাব, তামিলনাড়ু ও ত্রিপুরার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। ভারতের বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন নামে পালন হয় বৈশাখের প্রথম দিন। যেমন—পাঞ্জাবে বৈশাখী, কেরালায় ভিষু, আসামে বিহু, তামিলনাড়ুতে পুথান্দু, ওডিশায় পান সংক্রান্তি, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় পয়লা বৈশাখ।
তথ্যসূত্র: বিবিসি
আজ ১৪ এপ্রিল, বাংলা বর্ষপঞ্জির প্রথম দিন পয়লা বৈশাখ। কেবল বাংলাদেশে নয়, এই দিনে এশিয়ার আরও অনেক দেশ নতুন বছরকে বরণ করে নেয়। সৌর ক্যালেন্ডার অনুযায়ী এ সময় বিভিন্ন সংস্কৃতিতে নতুন সূচনার প্রতীক হিসেবে উদ্যাপিত হয়। আসুন জেনে নেওয়া যাক, বাংলাদেশ ছাড়া আর কোন কোন দেশে ১৪ এপ্রিল বা এর কাছাকাছি সময়ে নববর্ষের উৎসব পালিত হয়—
মিয়ানমার
মিয়ানমারে নববর্ষ ‘থিংইয়ান’ নামে পরিচিত, বার্মিজ ভাষায় যার অর্থ ‘পরিবর্তন’। সাধারণত মধ্য এপ্রিলে এই উৎসব হয়, যা বার্মিজ সৌর ও চন্দ্র পঞ্জিকা অনুযায়ী নির্ধারিত হয়। থিংইয়ানের প্রধান আকর্ষণ হলো পানি উৎসব, যা বিশ্বের প্রাচীনতম পানি উৎসবগুলোর মধ্যে অন্যতম।
পাঁচ শতাব্দীরও বেশি সময় ধরে পালিত এই উৎসবে নববর্ষের চার দিন আগে থেকে শুরু করে নববর্ষের দিন পর্যন্ত দেশজুড়ে জলকেলি চলে। দেশটির মানুষের বিশ্বাস, এই পানি সব পাপ ধুয়ে–মুছে নতুন করে জীবন শুরু করতে সাহায্য করে। তবে এ বছর ভয়াবহ ভূমিকম্পের কারণে মিয়ানমারে নববর্ষ উদ্যাপন স্থগিত করা হয়েছে।
গত ২৮ মার্চ মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত অন্তত ৩ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া ৫ হাজার ১২ জন আহত হয়েছেন এবং ২১০ জন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
থাইল্যান্ড
থাইল্যান্ডে নববর্ষের শুরুটা ‘সংক্রান’ উৎসবের মাধ্যমে হয়। সংস্কৃত শব্দ ‘সংক্রান্তি’ থেকে আগত এই উৎসব মূলত ১৩ এপ্রিল শুরু হয়ে ১৫ এপ্রিল পর্যন্ত চলে। ২০১৮ সাল থেকে থাই সরকার উৎসবের ব্যাপ্তি ১২ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে এবং এ সময় দেশটিতে সরকারি ছুটি থাকে।
থাই ও মালয়েশিয়ান সিয়ামিজরা ধর্মীয় রীতিনীতি মেনে এই উৎসব পালন করেন, তবে এর আনন্দ ছড়িয়ে পড়ে দেশজুড়ে। থাইল্যান্ডের নববর্ষের প্রধান আকর্ষণও পানি উৎসব, যেখানে সব বয়সের মানুষ দিনভর একে অপরের দিকে পানি ছুড়ে আনন্দ করেন।
শ্রীলঙ্কা
শ্রীলঙ্কায় সিনহালা নববর্ষ ‘আলুথ আবুরুদ্ধা’ নামে পরিচিত। ১৪ এপ্রিল পালিত এই উৎসবে সরকারি ছুটি থাকে এবং এটি প্রায় এক সপ্তাহ ধরে চলে। সৌর পঞ্জিকা অনুসারে পালিত হলেও দিনটি নতুন চাঁদের হিসাবে নির্ধারিত হয়। সিনহালা নববর্ষের সঙ্গে তামিল নববর্ষের অনেক মিল দেখা যায়।
এই উৎসবে নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা, মিষ্টি ও পায়েস তৈরি হয় এবং লোকজ খেলাধুলা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়, যার মধ্যে গরুর দৌড় ও ডিম খেলা উল্লেখযোগ্য।
কম্বোডিয়া
কম্বোডিয়াতে ১৪ এপ্রিল খেমার নববর্ষ পালন করা হয়। দেশটিতে এই দিনকে বলা হয় ‘চউল সানাম থামাই’, এর মানে নতুন বছরে প্রবেশ করা। উৎসবের শুরু হয় বৌদ্ধমন্দিরে সকালবেলায় ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে। এরপর প্যাগোডা বা বৌদ্ধমন্দির চত্বরে ঐতিহ্যবাহী নৃত্যের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানাতে শুরু করেন অধিবাসীরা।
খেমার নববর্ষে কম্বোডিয়াতে নানা ধরনের লোকজ খেলা ও প্রতিযোগিতা হয়। এর মধ্যে একটি হচ্ছে, রশি বা দড়ি টানাটানি খেলা হয়, অধিকাংশ এলাকায় নারী বনাম পুরুষের মধ্যে হয় এই খেলা। এতে অংশ নেয় বাচ্চা-বুড়ো সবাই।
লাওস
লাওসেও সৌর পঞ্জিকা অনুযায়ী বৈশাখের প্রথম দিনটি পালন করা হয়। স্থানীয়ভাবে এর নাম সংক্রান বা পি-মেই, যার মানে নতুন সংক্রান্তি বা নতুন বছর। দেশটিতে তিন দিন ধরে চলে উৎসব আনুষ্ঠানিকতা।
নেপাল
১৪ এপ্রিল নেপালের আনুষ্ঠানিক বর্ষপঞ্জিকা বিক্রম সাম্বাতের প্রথম দিন। সৌর পঞ্জিকা, যা মূলত প্রাচীন হিন্দু রীতি অনুযায়ী তৈরি করা হয়, তার ভিত্তিতে নির্ধারিত হয় কোন দিনে পালন হবে উৎসব, তবে সাধারণত ১৪ এপ্রিলেই হয় উৎসবটি। এ দিনে নেপালে নববর্ষ উপলক্ষে সরকারি ছুটি থাকে।
এ দিনে বৈশাখ উৎসব নামে সর্বজনীন এক উৎসব হয় দেশজুড়ে। বিভিন্ন পারিবারিক ও সামাজিক অনুষ্ঠান হয় দিনটিতে, উৎসবের আমেজে ভালো খাওয়া-দাওয়া, শুভেচ্ছা বিনিময় আর নানা খেলাধুলার আয়োজন করা হয়। তবে নেপালে চন্দ্রবর্ষের প্রথম দিন, যার নাম সোনাম লহসারও উদ্যাপন করা হয়, সেদিনও সরকারি ছুটি থাকে দেশটিতে।
ভারত
ভারতে ব্রিটিশ শাসনের সময় গ্রেগরিয়ান ক্যালেন্ডারের প্রচলন শুরু হয়। কিন্তু তারও বহু বছর আগে থেকে পঞ্জিকা দেখে যেসব দিন আর ক্ষণ উদ্যাপন হতো, সেগুলো এখনো দেশটির বিভিন্ন প্রান্তে পালন করা দেশটির সংস্কৃতির অংশ হয়ে গেছে।
ভারতের কয়েকটি রাজ্যে বৈশাখ মাসের প্রথম দিন নববর্ষ উদ্যাপন করা হয়। হিন্দু সৌর বছরের প্রথম দিন আসাম, পশ্চিমবঙ্গ, কেরালা, মণিপুর, ওডিশা, পাঞ্জাব, তামিলনাড়ু ও ত্রিপুরার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। ভারতের বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন নামে পালন হয় বৈশাখের প্রথম দিন। যেমন—পাঞ্জাবে বৈশাখী, কেরালায় ভিষু, আসামে বিহু, তামিলনাড়ুতে পুথান্দু, ওডিশায় পান সংক্রান্তি, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় পয়লা বৈশাখ।
তথ্যসূত্র: বিবিসি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
১ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
১ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
২ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৫ ঘণ্টা আগে