Ajker Patrika

রাশিয়ার কয়লা আমদানি নিষিদ্ধ করল জাপান

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১২: ০৯
রাশিয়ার কয়লা আমদানি নিষিদ্ধ করল জাপান

রাশিয়া থেকে কয়লা আমদানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপান। একই সঙ্গে আটজন রুশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছে দেশটি। গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এসব তথ্য জানিয়েছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

ফুমিও কিশিদা সাংবাদিকদের বলেন, ‘রাশিয়া ইউক্রেনে একের পর এক বেসামরিক মানুষ মারছে এবং পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাচ্ছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সম্পূর্ণ লঙ্ঘন। এগুলো ক্ষমার অযোগ্য অপরাধ।’ 

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সমন্বয় করে জাপান রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত রেখেছে। ফুমিও কিশিদা বলেন, ‘জাপান ইউক্রেনের পাশে আছে।’ 

ভারত ও চীনের পর জাপান বিশ্বের তৃতীয় বৃহত্তম কয়লা আমদানিকারক দেশ। জাপানের কয়লা আমদানির ১১ শতাংশ আসে রাশিয়া থেকে। 

এদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কয়লা আমদানি নিষিদ্ধের মাধ্যমে জাপান ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ও যুক্তরাষ্ট্রের কাতারে শামিল হলো। ইউক্রেনের এই মিত্র দেশগুলো ইতিমধ্যে রুশ কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা এবং রাশিয়ার বিভিন্ন ব্যাংক ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। 

এর আগে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করলে জাপান রাশিয়ান বন্ড ইস্যু নিষিদ্ধ করার পাশাপাশি নির্দিষ্ট কয়েকজন রুশ নাগরিকের সম্পদ জব্দ এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত