আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। রোববার (২৫ সেপ্টেম্বর) দেশটির পূর্ব উপকূলে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এমন দাবি করছে বলে জানায় বিবিসি।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায়, রোববার উত্তর পিয়ংইয়ং প্রদেশের তাইচন এলাকা থেকে স্থানীয় সময় সকাল ৭টার ঠিক আগে একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। তবে এই ক্ষেপণাস্ত্রের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যৌথ মহড়ায় অংশ নিতে মার্কিন বিমানবাহী রণতরি দক্ষিণ কোরিয়ায় পৌঁছানোর পর এবং সিউলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সফরের আগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের এ ঘটনা ঘটল। একে ‘মারাত্মক উসকানি’ বলছে দক্ষিণ কোরিয়া।
অবশ্য দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আগেই জানিয়েছিল, তার প্রতিবেশী দেশটি একটি সাবমেরিন থেকে উৎক্ষেপণের মাধ্যমে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। তবে উত্তর কোরিয়াকে ব্যালিস্টিক ও পারমাণবিক অস্ত্র পরীক্ষা থেকে নিষিদ্ধ করেছে জাতিসংঘ।
এদিকে জাপানের কোস্ট গার্ডও উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে। পাশাপাশি সাগরে চলাচলরত জাহাজগুলোকে ‘সতর্ক থাকতে’ বলা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি নিজেদের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে বলে মনে করছে কোস্ট গার্ড।
এর আগে শুক্রবার দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে যৌথ মহড়ায় অংশ নিতে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস রোনাল্ড রিগান দক্ষিণ কোরিয়ার বন্দরনগর বুসানে নোঙর করে। এই মহড়া ‘কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে’ অনুষ্ঠিত হবে বলে দাবি দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর।
এ ছাড়া আগামী কয়েক দিনের মধ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এই অঞ্চলে ভ্রমণের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়া সফর করবেন। এই সফরে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্যেও অংশ নেওয়ার কথা রয়েছে কমলা হ্যারিসের।
আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। রোববার (২৫ সেপ্টেম্বর) দেশটির পূর্ব উপকূলে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এমন দাবি করছে বলে জানায় বিবিসি।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায়, রোববার উত্তর পিয়ংইয়ং প্রদেশের তাইচন এলাকা থেকে স্থানীয় সময় সকাল ৭টার ঠিক আগে একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। তবে এই ক্ষেপণাস্ত্রের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যৌথ মহড়ায় অংশ নিতে মার্কিন বিমানবাহী রণতরি দক্ষিণ কোরিয়ায় পৌঁছানোর পর এবং সিউলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সফরের আগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের এ ঘটনা ঘটল। একে ‘মারাত্মক উসকানি’ বলছে দক্ষিণ কোরিয়া।
অবশ্য দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আগেই জানিয়েছিল, তার প্রতিবেশী দেশটি একটি সাবমেরিন থেকে উৎক্ষেপণের মাধ্যমে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। তবে উত্তর কোরিয়াকে ব্যালিস্টিক ও পারমাণবিক অস্ত্র পরীক্ষা থেকে নিষিদ্ধ করেছে জাতিসংঘ।
এদিকে জাপানের কোস্ট গার্ডও উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে। পাশাপাশি সাগরে চলাচলরত জাহাজগুলোকে ‘সতর্ক থাকতে’ বলা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি নিজেদের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে বলে মনে করছে কোস্ট গার্ড।
এর আগে শুক্রবার দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে যৌথ মহড়ায় অংশ নিতে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস রোনাল্ড রিগান দক্ষিণ কোরিয়ার বন্দরনগর বুসানে নোঙর করে। এই মহড়া ‘কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে’ অনুষ্ঠিত হবে বলে দাবি দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর।
এ ছাড়া আগামী কয়েক দিনের মধ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এই অঞ্চলে ভ্রমণের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়া সফর করবেন। এই সফরে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্যেও অংশ নেওয়ার কথা রয়েছে কমলা হ্যারিসের।
বিয়ের আগে অনেকেই জীবনের সঙ্গীকে খুঁজে পান। কিন্তু নিউইয়র্কের মিশের ফক্স খুঁজে পেলেন জীবনের সঙ্গীর পাশাপাশি এক অমূল্য হিরাও। ৩১ বছর বয়সী ফক্স দুই বছর আগে সিদ্ধান্ত নেন, নিজের বিয়ের আংটির জন্য হিরা তিনি নিজেই খুঁজে বের করবেন। আর এর জন্য তিনি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে প্রস্তুত ছিলেন।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিউ জার্সির ৭৬ বছর বয়সী থংবুয়ে ওংবানডু (ডাকনাম ‘বু’) একদিন হঠাৎ একদিন পরিবারকে জানালেন, তিনি নিউইয়র্কে এক পুরোনো বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন। বৃদ্ধের মুখে এই কথা শুনে তাঁর স্ত্রী লিন্ডা কিছুটা অবাকই হলেন—কারণ, বহু বছর আগে নিউইয়র্ক ছেড়ে আসা বু সেখানে কাউকেই চিনতেন না।
৬ ঘণ্টা আগেকাশ্মীরের কিসতওয়ার জেলার প্রত্যন্ত গ্রাম চশোতি আজ পরিণত হয়েছে এক ভয়াবহ মৃত্যুকূপে। দুপুরের পর হঠাৎ করেই ঘটে যায় প্রবল ক্লাউডবার্স্ট। মুহূর্তের মধ্যেই পাহাড়ি ঝরনাগুলো দানবীয় রূপে নেমে আসে গ্রাম ও তার আশপাশে। জল, কাদা, পাথর মিশে তৈরি হয় এক অপ্রতিরোধ্য ধ্বংস স্রোত।
৭ ঘণ্টা আগেএ বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, অতীতের মতো পুতিনের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাবাপন্ন ট্রাম্প নাকি সম্প্রতি কঠোর অবস্থান নেওয়া ট্রাম্প বৈঠকে উপস্থিত হবেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ২০১৮ সালে হেলসিঙ্কিতে পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকটি বেশ বন্ধুত্বপূর্ণ ছিল।
৭ ঘণ্টা আগে