আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দরে কাছে পরপর দুটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে প্রথম বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এর পরপরই ব্যারন হোটেলের গেটের সামনে আরেকটি বিস্ফোরণ ঘটে। এখানে ব্রিটিশ পাসপোর্টধারীদের নথিপত্র যাচাই করা হচ্ছিল।
এক তালেবান কর্মকর্তার বরাত দিয়েছে বিবিসি জানিয়েছে, বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। ওই কর্মকর্তা জানান, হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। একজন তালেবান রক্ষীও আহত হয়েছেন বলে জানান তিনি।
তবে নিরপেক্ষ সূত্রে হতাহতদের তথ্য নিশ্চিত হওয়া যায়নি। পেন্টাগনের পক্ষ থেকে মার্কিন সামরিক ও বেসামরিক নাগরিক হতাহতের কথা জানানো হলেও সুনির্দিষ্ট পরিসংখ্যান জানাতে পারেননি তাঁরা।
এর আগে কাবুল বিমানবন্দরে আইএসআইএস বা আইএস গ্রুপ হামলা চালাতে পারে জানিয়ে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছিল।
মার্কিন কর্মকর্তারা ধারণা করছেন এটি আত্মঘাতী হামলা। তবে কোনো গোষ্ঠী এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী মরিস পেইন এ নিয়ে বলেছিন, কাবুল বিমানবন্দর সন্ত্রাসী হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে। অ্যাবে গেট, পূর্ব গেট, উত্তর গেটে যারা অপেক্ষমাণ আছে তাঁদের দ্রুত স্থান ত্যাগের নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র বিভাগ। নাগরিকদের একই ধরনের পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য। দেশটি নাগরিকদের নিরাপদ স্থানে চলে যেতে এবং পরবর্তী পরামর্শের জন্য অপেক্ষা করতে বলেছে।
তালেবান রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ দখলের ১১ দিনের মাথায় এমন বড় হামলার ঘটনা ঘটলো।
এতে যুক্তরাষ্ট্র ও মিত্রদের উদ্ধার তৎপরতা থমকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যেখানে যুক্তরাষ্ট্র ৮৮ হাজারের বেশি মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নিতে মরিয়া হয়ে চেষ্টা করছে। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, প্রতি ৩৯ মিনিট পরপর তাদের একটি করে বিমান আফগানিস্তান ছাড়ছে।
জানা গেছে, বিমানবন্দরের অ্যাবে গেটের কাছে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। এখানে গত কয়েক দিন ধরে আফগান শরণার্থীরা ভিড় করছেন।
কয়েক দিন আগে আফগানিস্তান ছেড়ে যাওয়া সাংবাদিক বিলাল সরবরি টুইটে বলেন, বিস্ফোরণ ঘটে একটি পয়োনিষ্কাশনের নালার ওপর। সেখানে আফগান শরনার্থীদের ভিসার কাগজপত্র যাচাই করা হচ্ছিল।
তিনি বলেন, একজন আত্মঘাতী হামলাকারী ভিড়ের মধ্যে বিস্ফোরণ ঘটায়। এর পরপরই দ্বিতীয় হামলাকারী এলোপাতাড়ি গুলি করতে থাকে।
আফগান সংবাদমাধ্যম টলো নিউজের সাংবাদিক আব্দুল্লাহ হামিম জানান, কাবুলের ইমার্জেন্সি হাসপাতালে বেশ কয়েকজন আহতকে আনা হয়েছে। কাবুলে আল জাজিরার সাংবাদিক আলী লতিফী জানিয়েছেন, আহত অন্তত ৬০ জনকে ইমার্জেন্সি হাসপাতালে নেওয়া হয়েছে।
আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দরে কাছে পরপর দুটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে প্রথম বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এর পরপরই ব্যারন হোটেলের গেটের সামনে আরেকটি বিস্ফোরণ ঘটে। এখানে ব্রিটিশ পাসপোর্টধারীদের নথিপত্র যাচাই করা হচ্ছিল।
এক তালেবান কর্মকর্তার বরাত দিয়েছে বিবিসি জানিয়েছে, বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। ওই কর্মকর্তা জানান, হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। একজন তালেবান রক্ষীও আহত হয়েছেন বলে জানান তিনি।
তবে নিরপেক্ষ সূত্রে হতাহতদের তথ্য নিশ্চিত হওয়া যায়নি। পেন্টাগনের পক্ষ থেকে মার্কিন সামরিক ও বেসামরিক নাগরিক হতাহতের কথা জানানো হলেও সুনির্দিষ্ট পরিসংখ্যান জানাতে পারেননি তাঁরা।
এর আগে কাবুল বিমানবন্দরে আইএসআইএস বা আইএস গ্রুপ হামলা চালাতে পারে জানিয়ে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছিল।
মার্কিন কর্মকর্তারা ধারণা করছেন এটি আত্মঘাতী হামলা। তবে কোনো গোষ্ঠী এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী মরিস পেইন এ নিয়ে বলেছিন, কাবুল বিমানবন্দর সন্ত্রাসী হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে। অ্যাবে গেট, পূর্ব গেট, উত্তর গেটে যারা অপেক্ষমাণ আছে তাঁদের দ্রুত স্থান ত্যাগের নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র বিভাগ। নাগরিকদের একই ধরনের পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য। দেশটি নাগরিকদের নিরাপদ স্থানে চলে যেতে এবং পরবর্তী পরামর্শের জন্য অপেক্ষা করতে বলেছে।
তালেবান রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ দখলের ১১ দিনের মাথায় এমন বড় হামলার ঘটনা ঘটলো।
এতে যুক্তরাষ্ট্র ও মিত্রদের উদ্ধার তৎপরতা থমকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যেখানে যুক্তরাষ্ট্র ৮৮ হাজারের বেশি মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নিতে মরিয়া হয়ে চেষ্টা করছে। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, প্রতি ৩৯ মিনিট পরপর তাদের একটি করে বিমান আফগানিস্তান ছাড়ছে।
জানা গেছে, বিমানবন্দরের অ্যাবে গেটের কাছে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। এখানে গত কয়েক দিন ধরে আফগান শরণার্থীরা ভিড় করছেন।
কয়েক দিন আগে আফগানিস্তান ছেড়ে যাওয়া সাংবাদিক বিলাল সরবরি টুইটে বলেন, বিস্ফোরণ ঘটে একটি পয়োনিষ্কাশনের নালার ওপর। সেখানে আফগান শরনার্থীদের ভিসার কাগজপত্র যাচাই করা হচ্ছিল।
তিনি বলেন, একজন আত্মঘাতী হামলাকারী ভিড়ের মধ্যে বিস্ফোরণ ঘটায়। এর পরপরই দ্বিতীয় হামলাকারী এলোপাতাড়ি গুলি করতে থাকে।
আফগান সংবাদমাধ্যম টলো নিউজের সাংবাদিক আব্দুল্লাহ হামিম জানান, কাবুলের ইমার্জেন্সি হাসপাতালে বেশ কয়েকজন আহতকে আনা হয়েছে। কাবুলে আল জাজিরার সাংবাদিক আলী লতিফী জানিয়েছেন, আহত অন্তত ৬০ জনকে ইমার্জেন্সি হাসপাতালে নেওয়া হয়েছে।
যুক্তরাজ্যের শিক্ষার্থীদের মধ্যে এ লেভেলে অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা বেছে নেওয়ার প্রবণতা বেড়েছে। এর পেছনে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের প্রভাবে বেড়েছে বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক এক জরিপ বলছে, দেশটির ইতিহাসে প্রথমবারের মতো এ লেভেলে শীর্ষ পাঁচ জনপ্রিয় বিষয়ের মধ্যে উঠে এসেছে ব্যাবসায় শিক্ষা।
১৯ মিনিট আগেভারতের জম্মু ও কাশ্মীরে আকস্মিক ভারী বৃষ্টিপাত ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬। এখনো নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৮০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। হিমালয় সংলগ্ন এলাকায় এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় ক্লাউডবার্স্টের ঘটনা।
১ ঘণ্টা আগেএক ফেডারেল এজেন্টের দিকে স্যান্ডউইচ ছুড়ে মারার অভিযোগে মার্কিন বিচার বিভাগের এক কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘অপরাধ দমনে জরুরি অবস্থা’ ঘোষণার পর সেখানে মোতায়েন করা হয়েছিল ওই এজেন্টকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শন চার
২ ঘণ্টা আগেহাইতির গ্যাংদের নিয়ন্ত্রণে এবার কাজ পাচ্ছে মার্কিন বেসরকারি নিরাপত্তা ঠিকাদারি সংস্থা। এরই মধ্যে একটি দীর্ঘমেয়াদি চুক্তি হয়েছে। এই সংস্থা সেখানে প্রবল ক্ষমতাধর গ্যাংগুলোকে নিয়ন্ত্রণ করবে এবং একই সঙ্গে কর আদায়ের দায়িত্বও পালন করবে।
২ ঘণ্টা আগে