চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তুলেছেন এক ব্যক্তি। কারণ একটি রেলওয়ে স্টেশনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন তিনি। পরে জ্ঞান ফেরা মাত্রই তিনি বলে উঠলেন—আমাকে কাজে যেতে হবে।
সোমবার সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, আলোচিত ওই ঘটনাটি ঘটেছে গত ৪ ফেব্রুয়ারি। সেদিন ছিল চীনের ঐতিহ্যবাহী বসন্ত উৎসবের আট দিনের ছুটির শেষ দিন। ওই ব্যক্তি হুনান প্রদেশের চাংশা শহরের একটি রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ট্রেনে ওঠার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। এ সময় হঠাৎ করেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন তিনি।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি মেঝেতে পড়ে যাওয়ার পর তাঁকে সাহায্য করতে দ্রুত এগিয়ে আসেন রেলওয়ে স্টেশনের কর্মচারীরা এবং স্বাস্থ্যকেন্দ্রের এক চিকিৎসক। তাঁদের অক্লান্ত পরিশ্রমে বয়স ৪০-এর কোঠার ওই ব্যক্তি প্রায় ২০ মিনিট পর জ্ঞান ফিরে পান। কিন্তু জ্ঞান ফিরতেই তিনি উপস্থিত সবাইকে অবাক করে বলে ওঠেন, ‘কাজের জন্য আমাকে দ্রুত ট্রেনে উঠতে হবে।’ তিনি হাসপাতাল যাওয়ারও প্রয়োজনীয়তা অনুভব করেননি।
তবে উপস্থিত চিকিৎসক তাঁকে সতর্ক করে বলেন, পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পেতে পারেন। তাই হাসপাতাল গিয়ে চেকআপ করানো জরুরি। উপস্থিত অন্যদের চাপাচাপিতে শেষ পর্যন্ত তিনি অ্যাম্বুলেন্সে উঠতে রাজি হন।
চীনে উচ্চ বেকারত্বের প্রেক্ষাপটে এই ব্যক্তির গল্পটি অনেকের হৃদয় ছুঁয়ে গেছে। অনলাইনে একজন মন্তব্য করেছেন, ‘ওহ, তিনি জ্ঞান ফিরে পেয়েই প্রথম চিন্তা করলেন টাকা উপার্জনের! এটি আমাকে সত্যিই আবেগপ্রবণ করেছে।’
আরেকজন লিখেছেন, ‘তিনি একা নন। আমাদের অধিকাংশকেই বাড়ির ঋণ ও সন্তানদের শিক্ষার ভার বহন করতে হয়। কারও জীবনই সহজ নয়।’
চীনে সাম্প্রতিক বছরগুলোতে বেকারত্বের হার বেশ ঊর্ধ্বমুখী। জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরে ১৬ থেকে ২৪ বছর বয়সী চাকরিপ্রত্যাশীদের (শিক্ষার্থী ব্যতীত) বেকারত্বের হার ছিল ১৬.১ শতাংশ, যা গত অক্টোবরে ছিল ১৭.১ শতাংশ। দেশটিতে দীর্ঘ কর্মঘণ্টার কারণে কর্মীদের আকস্মিক মৃত্যু প্রায়ই সংবাদ শিরোনাম হয়।
চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তুলেছেন এক ব্যক্তি। কারণ একটি রেলওয়ে স্টেশনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন তিনি। পরে জ্ঞান ফেরা মাত্রই তিনি বলে উঠলেন—আমাকে কাজে যেতে হবে।
সোমবার সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, আলোচিত ওই ঘটনাটি ঘটেছে গত ৪ ফেব্রুয়ারি। সেদিন ছিল চীনের ঐতিহ্যবাহী বসন্ত উৎসবের আট দিনের ছুটির শেষ দিন। ওই ব্যক্তি হুনান প্রদেশের চাংশা শহরের একটি রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ট্রেনে ওঠার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। এ সময় হঠাৎ করেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন তিনি।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি মেঝেতে পড়ে যাওয়ার পর তাঁকে সাহায্য করতে দ্রুত এগিয়ে আসেন রেলওয়ে স্টেশনের কর্মচারীরা এবং স্বাস্থ্যকেন্দ্রের এক চিকিৎসক। তাঁদের অক্লান্ত পরিশ্রমে বয়স ৪০-এর কোঠার ওই ব্যক্তি প্রায় ২০ মিনিট পর জ্ঞান ফিরে পান। কিন্তু জ্ঞান ফিরতেই তিনি উপস্থিত সবাইকে অবাক করে বলে ওঠেন, ‘কাজের জন্য আমাকে দ্রুত ট্রেনে উঠতে হবে।’ তিনি হাসপাতাল যাওয়ারও প্রয়োজনীয়তা অনুভব করেননি।
তবে উপস্থিত চিকিৎসক তাঁকে সতর্ক করে বলেন, পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পেতে পারেন। তাই হাসপাতাল গিয়ে চেকআপ করানো জরুরি। উপস্থিত অন্যদের চাপাচাপিতে শেষ পর্যন্ত তিনি অ্যাম্বুলেন্সে উঠতে রাজি হন।
চীনে উচ্চ বেকারত্বের প্রেক্ষাপটে এই ব্যক্তির গল্পটি অনেকের হৃদয় ছুঁয়ে গেছে। অনলাইনে একজন মন্তব্য করেছেন, ‘ওহ, তিনি জ্ঞান ফিরে পেয়েই প্রথম চিন্তা করলেন টাকা উপার্জনের! এটি আমাকে সত্যিই আবেগপ্রবণ করেছে।’
আরেকজন লিখেছেন, ‘তিনি একা নন। আমাদের অধিকাংশকেই বাড়ির ঋণ ও সন্তানদের শিক্ষার ভার বহন করতে হয়। কারও জীবনই সহজ নয়।’
চীনে সাম্প্রতিক বছরগুলোতে বেকারত্বের হার বেশ ঊর্ধ্বমুখী। জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরে ১৬ থেকে ২৪ বছর বয়সী চাকরিপ্রত্যাশীদের (শিক্ষার্থী ব্যতীত) বেকারত্বের হার ছিল ১৬.১ শতাংশ, যা গত অক্টোবরে ছিল ১৭.১ শতাংশ। দেশটিতে দীর্ঘ কর্মঘণ্টার কারণে কর্মীদের আকস্মিক মৃত্যু প্রায়ই সংবাদ শিরোনাম হয়।
গত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
১৯ মিনিট আগেজম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছেন। তিনি বলেছেন, ‘আমি পোপ হতে চাই।’ এই পর্যন্ত ঠিক আছে। বক্তব্য দেখে ঘাবড়ে যাবেন না। ট্রাম্প আন্তরিকভাবে এই আকাঙ্ক্ষা পোষণ করেননি, রসিকতার ছলেই তিনি এই আকাঙ্ক্ষা পোষণ করেন।
২ ঘণ্টা আগেগতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিটের ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আনন্দবাজারের সকাল ৭টার প্রতিবেদনে জানানো হয়েছে, তখনো আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
৩ ঘণ্টা আগে