Ajker Patrika

তত্ত্বাবধায়কের অধীনে পাকিস্তানে জাতীয় নির্বাচনের সময় ঘোষণা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৯: ৪৭
তত্ত্বাবধায়কের অধীনে পাকিস্তানে জাতীয় নির্বাচনের সময় ঘোষণা

২০২৪ সালে জানুয়ারির শেষ সপ্তাহে পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। 

আজ বৃহস্পতিবার আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের নির্বাচন আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশটির নির্বাচন কমিশন নতুন করে নির্বাচনী এলাকা চিহ্নিত করার ফলে তা বিলম্বিত হচ্ছে। 

আজ একটি সংক্ষিপ্ত বিবৃতিতে নির্বাচন কমিশন জানিয়েছে, নতুন নির্বাচনী এলাকার একটি চূড়ান্ত তালিকা প্রস্তুত করে তা ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। পরবর্তী ৫৪ দিনের মধ্যে প্রার্থীদের মনোনয়ন দাখিল, বাছাই, আপিল ও প্রচারণা শেষে জানুয়ারির শেষ দিকে ভোট অনুষ্ঠিত হবে। 

২৪ কোটিরও বেশি জনসংখ্যার দেশ পাকিস্তানে গত আগস্টে পাঁচ বছর মেয়াদ শেষে নতুন নির্বাচনের জন্য সংসদ ভেঙে দেওয়া হয় এবং নির্বাচন তদারকির জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী করা হয় দেশটির বেলুচিস্তান প্রদেশের রাজনীতিবিদ আনোয়ারুল হক কাকারকে। 

নির্বাচনের সময় নির্ধারণের বিষয়ে পাকিস্তানি রাজনীতি বিশ্লেষক হাসান আসকারি রিজভী এএফপিকে বলেছেন, ‘তারিখ ঘোষণা ইতিবাচক এবং তাৎপর্যপূর্ণ। তবে পাকিস্তানের রাজনীতি এতটাই অস্থির যে তিন মাস পর কী ঘটবে তা অনুমান করা যায় না।’ 

নির্বাচনকে সামনে রেখে পাকিস্তানে নানা ধরনের গোলযোগ সৃষ্টি হয়। এর মধ্যে দেশটির তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) জনপ্রিয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড ও পাঁচ বছরের রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রদান করা হয়। যদিও উচ্চ আদালতে ইমরান খানের বিরুদ্ধে দেওয়া সাজা স্থগিত করা হয়েছে। তবে রাষ্ট্রীয় গোপন নথি-সংক্রান্ত অন্য একটি মামলায় এখনো তিনি জেলে আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত