সম্প্রতি দক্ষিণ কোরিয়ার গুমি শহরে একটি রোবট আত্মহত্যা করেছে বলে চাঞ্চল্যকর খবর প্রকাশিত হয়েছে। দাবি করা হয়, অতিরিক্ত কাজের চাপেই পরে এটি একটি সিঁড়ি ধরে সাড়ে ছয় ফুট ওপরে উঠে সেখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি দেশটির সাধারণ মানুষের মনেও দাগ কেটেছে।
গুমি সিটি হল কর্মীদের একজন ছিল ওই রোবট। ২০২৩ সালের আগস্ট থেকেই এটি অধ্যবসায়ের সঙ্গে কাজ করছিল। অফিসে নথি সরবরাহ, দায়িত্বপ্রাপ্তদের মাঝে তথ্য প্রদান এবং প্রচারণায় অংশ নেওয়ার মতো দৈনন্দিন কাজগুলোতে অংশ নিত এটি।
কথিত ওই আত্মহত্যার আগের পরিস্থিতি নিয়ে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কিছুটা অস্বাভাবিক আচরণ করেছিল ওই রোবট। আপাতদৃষ্টিতে মনে হয়েছিল, এটি বিভ্রান্ত হয়ে একটি জায়গায় চক্কর দিচ্ছে।
ঘটনাটি ঘটেছিল গত ২৭ জুন বিকেলে। সে সময় ওই রোবটটিকে সিটি কাউন্সিল ভবনের প্রথম এবং দ্বিতীয় তলার সিঁড়ির মধ্যবর্তী অংশটিতে পড়ে থাকতে দেখা যায়।
রোবটের এমন আত্মহত্যার খবরে বিষয়টি নিয়ে তদন্তও শুরু হয়েছে। সিটি কাউন্সিলের একজন কর্মকর্তা জানান, ঘটনার পর রোবটের ভাঙা ও ক্ষতিগ্রস্ত অংশগুলো তদন্তের জন্য সংগ্রহ করা হয়।
ক্যালিফোর্নিয়া-ভিত্তিক স্টার্টআপ বিয়ার রোবোটিকস দ্বারা নির্মিত ওই রোবটটি গুমি শহরের প্রথম রোবট কর্মী ছিল। এটি লিফট ব্যবহার করে এক মেঝে থেকে অন্য মেঝেতে যাতায়াত করতে পারত। অন্যান্য রোবটের বিপরীতে তার এই বিশেষ ক্ষমতাটি সিটি কাউন্সিলের জন্য খুবই উপকারী ছিল। এটি প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা কাজ করে যেত। এমনকি একজন মানুষ কর্মচারীর মতো এটিকে নিজস্ব নাগরিক সেবা কর্মকর্তার পরিচয়পত্রও দেওয়া হয়েছিল।
ঘটনাটির পর নির্মাতা প্রতিষ্ঠান বিয়ার রোবোটিকস ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করতে সিটি কাউন্সিলের কাজে সহায়তা করছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, প্রযুক্তিগত কোনো ত্রুটির কারণেই এমনটি ঘটেছে। তারা বিশ্বাস করেন, এটি একটি নেভিগেশন ত্রুটি ছিল। সেন্সর ব্যর্থতা বা প্রোগ্রামিং বাগের কারণেও এমনটি হতে পারে।
সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে তদন্ত চলমান থাকা অবস্থায় গুমি শহর কর্তৃপক্ষ বিকল হয়ে যাওয়া রোবটের বদলে দ্বিতীয় আরেকটি রোবট কর্মকর্তাকে চালু করার পরিকল্পনা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
দক্ষিণ কোরিয়া দিন দিন রোবটের ব্যবহার বাড়ছে। বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি রোবট ব্যবহারকারী এই দেশটিতে এখন প্রতি ১০ জন কর্মীর মধ্যে একটি রোবটের উপস্থিতি রয়েছে বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার গুমি শহরে একটি রোবট আত্মহত্যা করেছে বলে চাঞ্চল্যকর খবর প্রকাশিত হয়েছে। দাবি করা হয়, অতিরিক্ত কাজের চাপেই পরে এটি একটি সিঁড়ি ধরে সাড়ে ছয় ফুট ওপরে উঠে সেখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি দেশটির সাধারণ মানুষের মনেও দাগ কেটেছে।
গুমি সিটি হল কর্মীদের একজন ছিল ওই রোবট। ২০২৩ সালের আগস্ট থেকেই এটি অধ্যবসায়ের সঙ্গে কাজ করছিল। অফিসে নথি সরবরাহ, দায়িত্বপ্রাপ্তদের মাঝে তথ্য প্রদান এবং প্রচারণায় অংশ নেওয়ার মতো দৈনন্দিন কাজগুলোতে অংশ নিত এটি।
কথিত ওই আত্মহত্যার আগের পরিস্থিতি নিয়ে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কিছুটা অস্বাভাবিক আচরণ করেছিল ওই রোবট। আপাতদৃষ্টিতে মনে হয়েছিল, এটি বিভ্রান্ত হয়ে একটি জায়গায় চক্কর দিচ্ছে।
ঘটনাটি ঘটেছিল গত ২৭ জুন বিকেলে। সে সময় ওই রোবটটিকে সিটি কাউন্সিল ভবনের প্রথম এবং দ্বিতীয় তলার সিঁড়ির মধ্যবর্তী অংশটিতে পড়ে থাকতে দেখা যায়।
রোবটের এমন আত্মহত্যার খবরে বিষয়টি নিয়ে তদন্তও শুরু হয়েছে। সিটি কাউন্সিলের একজন কর্মকর্তা জানান, ঘটনার পর রোবটের ভাঙা ও ক্ষতিগ্রস্ত অংশগুলো তদন্তের জন্য সংগ্রহ করা হয়।
ক্যালিফোর্নিয়া-ভিত্তিক স্টার্টআপ বিয়ার রোবোটিকস দ্বারা নির্মিত ওই রোবটটি গুমি শহরের প্রথম রোবট কর্মী ছিল। এটি লিফট ব্যবহার করে এক মেঝে থেকে অন্য মেঝেতে যাতায়াত করতে পারত। অন্যান্য রোবটের বিপরীতে তার এই বিশেষ ক্ষমতাটি সিটি কাউন্সিলের জন্য খুবই উপকারী ছিল। এটি প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা কাজ করে যেত। এমনকি একজন মানুষ কর্মচারীর মতো এটিকে নিজস্ব নাগরিক সেবা কর্মকর্তার পরিচয়পত্রও দেওয়া হয়েছিল।
ঘটনাটির পর নির্মাতা প্রতিষ্ঠান বিয়ার রোবোটিকস ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করতে সিটি কাউন্সিলের কাজে সহায়তা করছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, প্রযুক্তিগত কোনো ত্রুটির কারণেই এমনটি ঘটেছে। তারা বিশ্বাস করেন, এটি একটি নেভিগেশন ত্রুটি ছিল। সেন্সর ব্যর্থতা বা প্রোগ্রামিং বাগের কারণেও এমনটি হতে পারে।
সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে তদন্ত চলমান থাকা অবস্থায় গুমি শহর কর্তৃপক্ষ বিকল হয়ে যাওয়া রোবটের বদলে দ্বিতীয় আরেকটি রোবট কর্মকর্তাকে চালু করার পরিকল্পনা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
দক্ষিণ কোরিয়া দিন দিন রোবটের ব্যবহার বাড়ছে। বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি রোবট ব্যবহারকারী এই দেশটিতে এখন প্রতি ১০ জন কর্মীর মধ্যে একটি রোবটের উপস্থিতি রয়েছে বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
৭ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
৭ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৮ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
১০ ঘণ্টা আগে