Ajker Patrika

দেশ ছাড়লেন শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বোন ও সাবেক প্রতিমন্ত্রী

দেশ ছাড়লেন শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বোন ও সাবেক প্রতিমন্ত্রী

শ্রীলঙ্কার সাবেক উপমন্ত্রী নিরূপমা রাজাপক্ষে দেশ ছেড়েছেন। গত মঙ্গলবার রাতে তিনি দেশ ত্যাগ করেন বলে স্থানীয় সংবাদমাধ্যম সিলন টুডের প্রতিবেদনে জানানো হয়েছে। 

পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, তাদের বিমানবন্দর প্রতিনিধি জানিয়েছেন, নিরূপমা এমিরেটসের একটি ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে শ্রীলঙ্কা ত্যাগ করেছেন। মঙ্গলবার রাত ১০টা ২৫ মিনিটে তাঁকে বহনকারী উড়োজাহাজটি কাটুনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। 

বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে নিরূপমার দেশ ছাড়ার প্রমাণ পাওয়া গেছে। নিরূপমা শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট গোটাবায়ে রাজাপক্ষের চাচাতো বোন। তিনি ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত সরকারের পানি সরবরাহ ও নিষ্কাশন মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন। 

প্যান্ডোরা পেপারে সারা বিশ্বের রাজনীতিক, ব্যবসায়ী, সেলিব্রিটিসহ বহু ব্যক্তির সম্পদ পাচারের তথ্য প্রকাশ পায়। এর মধ্যে শ্রীলঙ্কার যেক’জনের নাম এসেছিল নিরূপমা তাঁদের মধ্যে অন্যতম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত