Ajker Patrika

জি-৭ সম্মেলনে আরও ৮ আসন, কারা বসছেন সেখানে

আপডেট : ১৯ মে ২০২৩, ১৫: ৫০
জি-৭ সম্মেলনে আরও ৮ আসন, কারা বসছেন সেখানে

জাপানে শুরু হয়েছে বিশ্বের সাত বৃহৎ অর্থনৈতিক দেশের জোট জি-৭ শীর্ষ সম্মেলন। শুক্রবার (১৯ মে) হিরোশিমায় তিন দিনের এই সম্মেলন শুরু হয়। এবার জোটের সদস্য দেশের বাইরে আমন্ত্রণ পেয়েছে আরও আটটি দেশ। ফলে বিশ্বের ১৫টি দেশের নেতারা এই সম্মেলনে অংশ নিচ্ছেন।

জি-৭ জোটের সদস্য দেশ হলো জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা ও ইতালি। এ বছর আয়োজক দেশ জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আমন্ত্রণের তালিকা আরও বড় করেছেন। ফলে সাত আসনের পরিবর্তে ১৫, অর্থাৎ বাড়তি আট আসন যুক্ত করা হয়েছে এবার।

জোটের বাইরে জাপানের প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া, ভারত, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, আফ্রিকান ইউনিয়নের প্রতিনিধি হিসেবে কমোরোস এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফোরামের প্রতিনিধি হিসেবে কুক দ্বীপপুঞ্জকে আমন্ত্রণের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরে চীনের সামরিক শক্তি বাড়ানোর প্রতিক্রিয়া হিসেবে সম্মেলনের আয়োজক দেশ জাপানের লক্ষ্য ঐক্য গঠন। তবে সদস্য দেশের বাইরে আমন্ত্রণ পাওয়া অতিরিক্ত অতিথিরা সেই লক্ষ্য অর্জনে খুব একটা সহযোগিতা করতে পারবে না বলে মনে করছেন বিশ্লেষকেরা। কারণ এসব দেশের অধিকাংশের সঙ্গে রাশিয়া ও চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে।

এদিকে জি-৭ জোটের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিরও। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানিয়েছিলেন, ইউক্রেনের নেতা সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেবেন। পরে জানা গেছে, সম্মেলনে যোগ দিতে হিরোশিমায় যাবেন জেলেনস্কি। তবে কোন দিন তিনি যোগ দেবেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত