জাপানে শুরু হয়েছে বিশ্বের সাত বৃহৎ অর্থনৈতিক দেশের জোট জি-৭ শীর্ষ সম্মেলন। শুক্রবার (১৯ মে) হিরোশিমায় তিন দিনের এই সম্মেলন শুরু হয়। এবার জোটের সদস্য দেশের বাইরে আমন্ত্রণ পেয়েছে আরও আটটি দেশ। ফলে বিশ্বের ১৫টি দেশের নেতারা এই সম্মেলনে অংশ নিচ্ছেন।
জি-৭ জোটের সদস্য দেশ হলো জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা ও ইতালি। এ বছর আয়োজক দেশ জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আমন্ত্রণের তালিকা আরও বড় করেছেন। ফলে সাত আসনের পরিবর্তে ১৫, অর্থাৎ বাড়তি আট আসন যুক্ত করা হয়েছে এবার।
জোটের বাইরে জাপানের প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া, ভারত, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, আফ্রিকান ইউনিয়নের প্রতিনিধি হিসেবে কমোরোস এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফোরামের প্রতিনিধি হিসেবে কুক দ্বীপপুঞ্জকে আমন্ত্রণের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরে চীনের সামরিক শক্তি বাড়ানোর প্রতিক্রিয়া হিসেবে সম্মেলনের আয়োজক দেশ জাপানের লক্ষ্য ঐক্য গঠন। তবে সদস্য দেশের বাইরে আমন্ত্রণ পাওয়া অতিরিক্ত অতিথিরা সেই লক্ষ্য অর্জনে খুব একটা সহযোগিতা করতে পারবে না বলে মনে করছেন বিশ্লেষকেরা। কারণ এসব দেশের অধিকাংশের সঙ্গে রাশিয়া ও চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে।
এদিকে জি-৭ জোটের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিরও। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানিয়েছিলেন, ইউক্রেনের নেতা সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেবেন। পরে জানা গেছে, সম্মেলনে যোগ দিতে হিরোশিমায় যাবেন জেলেনস্কি। তবে কোন দিন তিনি যোগ দেবেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জাপানে শুরু হয়েছে বিশ্বের সাত বৃহৎ অর্থনৈতিক দেশের জোট জি-৭ শীর্ষ সম্মেলন। শুক্রবার (১৯ মে) হিরোশিমায় তিন দিনের এই সম্মেলন শুরু হয়। এবার জোটের সদস্য দেশের বাইরে আমন্ত্রণ পেয়েছে আরও আটটি দেশ। ফলে বিশ্বের ১৫টি দেশের নেতারা এই সম্মেলনে অংশ নিচ্ছেন।
জি-৭ জোটের সদস্য দেশ হলো জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা ও ইতালি। এ বছর আয়োজক দেশ জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আমন্ত্রণের তালিকা আরও বড় করেছেন। ফলে সাত আসনের পরিবর্তে ১৫, অর্থাৎ বাড়তি আট আসন যুক্ত করা হয়েছে এবার।
জোটের বাইরে জাপানের প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া, ভারত, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, আফ্রিকান ইউনিয়নের প্রতিনিধি হিসেবে কমোরোস এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফোরামের প্রতিনিধি হিসেবে কুক দ্বীপপুঞ্জকে আমন্ত্রণের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরে চীনের সামরিক শক্তি বাড়ানোর প্রতিক্রিয়া হিসেবে সম্মেলনের আয়োজক দেশ জাপানের লক্ষ্য ঐক্য গঠন। তবে সদস্য দেশের বাইরে আমন্ত্রণ পাওয়া অতিরিক্ত অতিথিরা সেই লক্ষ্য অর্জনে খুব একটা সহযোগিতা করতে পারবে না বলে মনে করছেন বিশ্লেষকেরা। কারণ এসব দেশের অধিকাংশের সঙ্গে রাশিয়া ও চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে।
এদিকে জি-৭ জোটের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিরও। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানিয়েছিলেন, ইউক্রেনের নেতা সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেবেন। পরে জানা গেছে, সম্মেলনে যোগ দিতে হিরোশিমায় যাবেন জেলেনস্কি। তবে কোন দিন তিনি যোগ দেবেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পাকিস্তান-ভারত সম্পর্কের টানাপোড়েনের মাঝেই দিল্লিতে বৈঠক করে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে দক্ষিণ কোরিয়া। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে দ. কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন বলেছেন, ‘আমরা যেকোনো ধরনের সন্ত্রাসবাদের বিরোধী। ভারতের সঙ্গে আমাদের অবস্থান একই।’ গত এপ্রিলের পেহেলগাম
৩৩ মিনিট আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাধারণ রুশ ভাষায় কথা বলেন। সেটা দেশের বাইরে হোক বা দেশে। সেই চিরাচরিত প্রথা ভেঙে পুতিন স্থানীয় সময় গত শুক্রবার মার্কিন অঙ্গরাজ্য আলাস্কায় এক সামরিক ঘাঁটিতে ট্রাম্পের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কিছু শব্দ ইংরেজিতে বলেছেন তিনি।
১ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী শুক্রবারই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে বৈঠক করতে চান। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে এমনটাই জানিয়েছে হোয়াইট হাউসের দুটি সূত্র। তবে তারা এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।
১ ঘণ্টা আগেমিয়ানমারে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স গত সপ্তাহে দেশটির কাচিন রাজ্য সফরে গিয়েছিলেন। সেখানে তিনি ব্যবসায়ী নেতা ও স্থানীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। যুদ্ধবিধ্বস্ত হলেও খনিজে সমৃদ্ধ এই অঙ্গরাজ্য দীর্ঘদিন ধরেই আলোচনায়। থাইল্যান্ড থেকে পরিচালিত মিয়ানমারের সংবাদ
২ ঘণ্টা আগে