জাপানে শুরু হয়েছে বিশ্বের সাত বৃহৎ অর্থনৈতিক দেশের জোট জি-৭ শীর্ষ সম্মেলন। শুক্রবার (১৯ মে) হিরোশিমায় তিন দিনের এই সম্মেলন শুরু হয়। এবার জোটের সদস্য দেশের বাইরে আমন্ত্রণ পেয়েছে আরও আটটি দেশ। ফলে বিশ্বের ১৫টি দেশের নেতারা এই সম্মেলনে অংশ নিচ্ছেন।
জি-৭ জোটের সদস্য দেশ হলো জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা ও ইতালি। এ বছর আয়োজক দেশ জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আমন্ত্রণের তালিকা আরও বড় করেছেন। ফলে সাত আসনের পরিবর্তে ১৫, অর্থাৎ বাড়তি আট আসন যুক্ত করা হয়েছে এবার।
জোটের বাইরে জাপানের প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া, ভারত, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, আফ্রিকান ইউনিয়নের প্রতিনিধি হিসেবে কমোরোস এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফোরামের প্রতিনিধি হিসেবে কুক দ্বীপপুঞ্জকে আমন্ত্রণের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরে চীনের সামরিক শক্তি বাড়ানোর প্রতিক্রিয়া হিসেবে সম্মেলনের আয়োজক দেশ জাপানের লক্ষ্য ঐক্য গঠন। তবে সদস্য দেশের বাইরে আমন্ত্রণ পাওয়া অতিরিক্ত অতিথিরা সেই লক্ষ্য অর্জনে খুব একটা সহযোগিতা করতে পারবে না বলে মনে করছেন বিশ্লেষকেরা। কারণ এসব দেশের অধিকাংশের সঙ্গে রাশিয়া ও চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে।
এদিকে জি-৭ জোটের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিরও। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানিয়েছিলেন, ইউক্রেনের নেতা সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেবেন। পরে জানা গেছে, সম্মেলনে যোগ দিতে হিরোশিমায় যাবেন জেলেনস্কি। তবে কোন দিন তিনি যোগ দেবেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জাপানে শুরু হয়েছে বিশ্বের সাত বৃহৎ অর্থনৈতিক দেশের জোট জি-৭ শীর্ষ সম্মেলন। শুক্রবার (১৯ মে) হিরোশিমায় তিন দিনের এই সম্মেলন শুরু হয়। এবার জোটের সদস্য দেশের বাইরে আমন্ত্রণ পেয়েছে আরও আটটি দেশ। ফলে বিশ্বের ১৫টি দেশের নেতারা এই সম্মেলনে অংশ নিচ্ছেন।
জি-৭ জোটের সদস্য দেশ হলো জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা ও ইতালি। এ বছর আয়োজক দেশ জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আমন্ত্রণের তালিকা আরও বড় করেছেন। ফলে সাত আসনের পরিবর্তে ১৫, অর্থাৎ বাড়তি আট আসন যুক্ত করা হয়েছে এবার।
জোটের বাইরে জাপানের প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া, ভারত, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, আফ্রিকান ইউনিয়নের প্রতিনিধি হিসেবে কমোরোস এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফোরামের প্রতিনিধি হিসেবে কুক দ্বীপপুঞ্জকে আমন্ত্রণের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরে চীনের সামরিক শক্তি বাড়ানোর প্রতিক্রিয়া হিসেবে সম্মেলনের আয়োজক দেশ জাপানের লক্ষ্য ঐক্য গঠন। তবে সদস্য দেশের বাইরে আমন্ত্রণ পাওয়া অতিরিক্ত অতিথিরা সেই লক্ষ্য অর্জনে খুব একটা সহযোগিতা করতে পারবে না বলে মনে করছেন বিশ্লেষকেরা। কারণ এসব দেশের অধিকাংশের সঙ্গে রাশিয়া ও চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে।
এদিকে জি-৭ জোটের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিরও। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানিয়েছিলেন, ইউক্রেনের নেতা সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেবেন। পরে জানা গেছে, সম্মেলনে যোগ দিতে হিরোশিমায় যাবেন জেলেনস্কি। তবে কোন দিন তিনি যোগ দেবেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে পর্যটকদের নিশানা করে ১৯ এপ্রিলের কাছাকাছি সময়ে হামলা হতে পারে বলে স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের সতর্ক করা হয়েছিল। ভারতের গোয়েন্দা ব্যুরো (আইবি) এবং অন্যান্য সংস্থা স্থানীয় কর্মকর্তাদের এই সতর্কবার্তা দিয়েছিল।
৩ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে আবারও নিরঙ্কুশ জয় পেয়েছে দেশটির লেবার পার্টি। এই নির্বাচনের মধ্য দিয়ে দলপ্রধান ও দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ দ্বিতীয়বারের মতো ক্ষমতা পেলেন।
৮ ঘণ্টা আগেচরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে পাকিস্তান সফলভাবে পরীক্ষা করেছে ৪৫০ কিলোমিটার রেঞ্জবিশিষ্ট ‘আবদালি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সামরিক মহড়ার অংশ হিসেবে চালানো এ পরীক্ষাকে ইসলামাবাদ নিয়মিত ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ বললেও ভারত একে উসকানিমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। কাশ্মীর হামলা ও সীমান্ত সংঘর্ষে
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ আগামী কয়েক বছরের মধ্যে ধাপে ধাপে ১২০০ জনবল ছাঁটাই করবে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপ মূলত নিয়োগ কমিয়ে বাস্তবায়ন করা হবে এবং এটি ট্রাম্প প্রশাসনের ফেডারেল কর্মীসংখ্যা হ্রাস নীতির অংশ।
৯ ঘণ্টা আগে