Ajker Patrika

এবার শ্রীলঙ্কার অর্থমন্ত্রীর দায়িত্বেও রনিল বিক্রমাসিংহে

এবার শ্রীলঙ্কার অর্থমন্ত্রীর দায়িত্বেও রনিল বিক্রমাসিংহে

প্রধানমন্ত্রিত্বের পাশাপাশি এবার অর্থমন্ত্রীর দায়িত্বও সামলাবেন শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। বুধবার দেশটির প্রেসিডেন্ট কার্যালয় থেকে তাঁকে দেশটির অর্থমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে অর্থমন্ত্রী, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জাতীয় নীতিমালা প্রণয়ন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। প্রেসিডেন্ট গোতাবায় রাজাপক্ষে তাঁকে শপথ পাঠ করিয়েছেন।

দেশটিতে চলমান অর্থনৈতিক সংকট এবং তার সূত্র ধরে সৃষ্ট রাজনৈতিক সংকটের মধ্যেই তাঁকে এই দুই সংকট মোকাবিলায় সামনে আনা হলো। এদিকে, অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় রনিল আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে শ্রীলঙ্কার বেইলআউট আলোচনায় নেতৃত্ব দেবেন।

এর আগে, গত মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীলঙ্কার অর্থনৈতিক খাত পুনরুদ্ধারে নিজের পরিকল্পনা তুলে ধরেন রনিল। এ সময় তিনি বলেন, আগামী ছয় সপ্তাহের মধ্যে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হবে। তাতে সরকারি ব্যয় অনেক কমে আসবে। কাটছাঁট করা হবে সরকারি ব্যয়ের খাত। তাঁর পরিকল্পনা ঘোষণার মাত্র একদিনের মাথায় তাঁকে দেশটির অর্থমন্ত্রীর পদেও নিয়োগ দেওয়া হলো। 

ওই সাক্ষাৎকারে রনিল বিক্রমাসিংহে বলেছিলেন, তিনি আইএমএফের কাছ থেকে একটি টেকসই ঋণের প্যাকেজ প্রত্যাশা করছেন। এ ছাড়া, তিনি নতুন বিনিয়োগ টানতে দেশটিতে অবকাঠামোগত সংস্কার করবেন বলেও জানান। 

এদিকে, আইএমএফ কর্মকর্তাদের সঙ্গে শ্রীলঙ্কার নেতৃবৃন্দের প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার। চলতি সপ্তাহের শুরুতে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা জানিয়েছিলেন, তাঁরা শ্রীলঙ্কার নীতি নির্ধারকদের সঙ্গে এই পরিস্থিতি উত্তরণে টেকনিক্যাল ইস্যুতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, আহত ৪৬

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত