Ajker Patrika

রানির মৃত্যু: চীন, ভারত, পাকিস্তানের নেতাদের শ্রদ্ধা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ১২: ৫৩
রানির মৃত্যু: চীন, ভারত, পাকিস্তানের নেতাদের শ্রদ্ধা

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাঁর সহানুভূতি প্রকাশ করেছেন।

এক বিবৃতিতে বলা হয়েছে, চীনা সরকার ও চীনা জনগণের পক্ষে শি জিনপিং গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি নিজেও শোক জানিয়েছেন। তাঁর চলে যাওয়া ব্রিটিশ জনগণের জন্য একটি বড় ক্ষতি।

বিবৃতিতে জোর দেওয়া হয়েছে যে, জিনপিং চীন-যুক্তরাজ্য সম্পর্কের উন্নয়নে অত্যন্ত গুরুত্ব দেন।

আরও বলা হয়েছে, দুই দেশ ও তাদের জনগণের সুবিধার জন্য দ্বিপক্ষীয় সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়নের জন্য রাজা তৃতীয় চার্লসের সঙ্গে কাজ করতে ইচ্ছুক শি জিনপিং।

এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তিনি রানির মৃত্যুতে ‘ব্যথিত’ হয়েছেন।

রানি ‘তাঁর জাতি ও জনগণকে অনুপ্রেরণামূলক নেতৃত্ব প্রদান করেছেন’। মোদি এক টুইটে বলেছেন, তিনি মর্যাদা ও শালীনতাকে ব্যক্তিজীবনের অংশ করে তুলেছিলেন। 

পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি রানিকে ‘মহান ও উপকারী শাসক’ হিসেবে প্রশংসা করেছেন। 

আরিফ আলভি বলেছেন, ‘রানিকে বিশ্ব ইতিহাসে সোনালি শব্দে স্মরণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত