আফগানিস্তানে তালেবানের মুখপাত্র যবিহুল্লাহ মুজাহিদ বলেছেন,আফগানিস্তানের নারীরা ইসলামি শরিয়ত ও আইন অনুসারে সব ধরনের সুবিধা ভোগ করবেন। নারীরা শিক্ষা, স্বাস্থ্যসহ জনসাধারণের জন্য কল্যাণকর বিভিন্ন ক্ষেত্রে কাজের অধিকার পাবেন।
মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে যবিহুল্লাহ মুজাহিদ এসব কথা বলেন।
যুদ্ধ শেষ হওয়ার পর এখন আমরা আফগানিস্তানের অবকাঠামোগত উন্নয়নের দিকে মনোযোগ দিতে চাই। আমরা উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন শুরু করব। আফগানদের প্রতি দেশের এই উন্নয়ন বিপ্লবে শরিক হওয়ার আহ্বান জানাই।
আমরা সব ধরনের গণমাধ্যমের সঙ্গে সার্বিক যোগাযোগ অব্যাহত রাখব যাতে সব গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে। তবে কোনো গণমাধ্যম যাতে ইসলামবিরোধী কোনো বিষয় প্রচার না করে। আর গণমাধ্যমগুলো সব বিষয়ে অবশ্যই নিরপেক্ষতা বজায় রাখবে বলে আমরা আশা করি। পাশাপাশি আফগান জাতির মূল্যবোধ, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি সম্মান দেখাতে হবে।
কাবুলে প্রবেশকালে আমাদের কোনো যোদ্ধা হতাহত হয়নি। কিন্তু কিছু দুষ্কৃতিকারী এ সময়ে লুটপাটে অংশ নিয়েছে এবং সুযোগ কাজে লাগিয়েছে। অন্যান্য জাতির মতো আফগান জাতিরও নিজস্ব মূল্যবোধ রাখার অধিকার রয়েছে। আফগান জাতির ধর্ম এবং জাতীয় ঐতিহ্য অনুসারে এই মূল্যবোধের প্রতি সম্মান দেখানো উচিত।
আমরা কাবুলে সব দূতাবাস ও কূটনৈতিক মিশন এবং চ্যারিটির কার্যালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করব। আফগানিস্তানে যুদ্ধ শেষ হওয়ার পর এখন আমরা আমাদের সব বিরোধীর জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করছি। আজকের পর থেকে কারও সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। যেসব আফগান এতদিন দখলদারদের সঙ্গে কাজ করেছে, তাদেরকেও আশ্বস্ত করতে চাই যে তারা কোনো ধরনের ভোগান্তি বা বিপদের সম্মুখীন হবে না।
গত দেড় বছর ধরে আমাদের প্রতিনিধি দল দোহায় আফগানিস্তান ইস্যুতে আলোচনা চালিয়ে আসছিল। কিন্তু কিছু ষড়যন্ত্রকারী বারবার এই আলোচনা ভেস্তে দিয়েছে। শেষদিন পর্যন্ত ওই ষড়যন্ত্রকারীরা শুধু যুদ্ধের জন্য উসকানি দিয়েছে।
আমরা আমাদের এই দেশের জন্য মৌলিক নিয়মনীতি ও কর্মক্ষেত্র তৈরি করব। আফগানিস্তানের পতাকাসহ অন্যান্য ইস্যুতে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
আফগানিস্তানের এই স্বাধীনতা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। আর এই লক্ষ্য বাস্তবায়নে আমরা স্বাধীনতার জন্য প্রয়োজনীয় সবগুলো বিষয় আগে নিশ্চিত করেছি। ফলে ১১ দিনে আমরা পুরো আফগানিস্তান পুনরুদ্ধারে সক্ষম হয়েছি। আমরা এমন কিছুই করিনি যা আমাদের অহংকার প্রকাশ করে। আমরা কাউকে ইচ্ছাকৃতভাবে ক্ষতি করিনি। কিন্তু গত দুই দশকের যুদ্ধে অনেকে ক্ষতির শিকার হয়েছেন। আমরাও অনেক কিছু হারিয়েছি। কিন্তু এই সবকিছুর বিনিময়ে আমরা দখলদারকে পরাজিত করতে পেরেছি।
আফগানিস্তানের প্রতিটি সীমান্ত আমাদের নিয়ন্ত্রণে। আফগানিস্তান থেকে একটি অস্ত্রও কেউ বাইরে নিয়ে যেতে পারবে না। এখন থেকে আফগানিস্তান হবে মাদকমুক্ত একটি দেশ। কিন্তু এ ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাই।
আমরা সব বিরোধীকে আফগানিস্তানে ফিরে আসার আহ্বান জানাই। সবাই মিলে যাতে আফগানিস্তান গড়তে পারি, সে জন্য তাদেরও প্রয়োজন রয়েছে।
আফগানিস্তানে তালেবানের মুখপাত্র যবিহুল্লাহ মুজাহিদ বলেছেন,আফগানিস্তানের নারীরা ইসলামি শরিয়ত ও আইন অনুসারে সব ধরনের সুবিধা ভোগ করবেন। নারীরা শিক্ষা, স্বাস্থ্যসহ জনসাধারণের জন্য কল্যাণকর বিভিন্ন ক্ষেত্রে কাজের অধিকার পাবেন।
মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে যবিহুল্লাহ মুজাহিদ এসব কথা বলেন।
যুদ্ধ শেষ হওয়ার পর এখন আমরা আফগানিস্তানের অবকাঠামোগত উন্নয়নের দিকে মনোযোগ দিতে চাই। আমরা উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন শুরু করব। আফগানদের প্রতি দেশের এই উন্নয়ন বিপ্লবে শরিক হওয়ার আহ্বান জানাই।
আমরা সব ধরনের গণমাধ্যমের সঙ্গে সার্বিক যোগাযোগ অব্যাহত রাখব যাতে সব গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে। তবে কোনো গণমাধ্যম যাতে ইসলামবিরোধী কোনো বিষয় প্রচার না করে। আর গণমাধ্যমগুলো সব বিষয়ে অবশ্যই নিরপেক্ষতা বজায় রাখবে বলে আমরা আশা করি। পাশাপাশি আফগান জাতির মূল্যবোধ, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি সম্মান দেখাতে হবে।
কাবুলে প্রবেশকালে আমাদের কোনো যোদ্ধা হতাহত হয়নি। কিন্তু কিছু দুষ্কৃতিকারী এ সময়ে লুটপাটে অংশ নিয়েছে এবং সুযোগ কাজে লাগিয়েছে। অন্যান্য জাতির মতো আফগান জাতিরও নিজস্ব মূল্যবোধ রাখার অধিকার রয়েছে। আফগান জাতির ধর্ম এবং জাতীয় ঐতিহ্য অনুসারে এই মূল্যবোধের প্রতি সম্মান দেখানো উচিত।
আমরা কাবুলে সব দূতাবাস ও কূটনৈতিক মিশন এবং চ্যারিটির কার্যালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করব। আফগানিস্তানে যুদ্ধ শেষ হওয়ার পর এখন আমরা আমাদের সব বিরোধীর জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করছি। আজকের পর থেকে কারও সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। যেসব আফগান এতদিন দখলদারদের সঙ্গে কাজ করেছে, তাদেরকেও আশ্বস্ত করতে চাই যে তারা কোনো ধরনের ভোগান্তি বা বিপদের সম্মুখীন হবে না।
গত দেড় বছর ধরে আমাদের প্রতিনিধি দল দোহায় আফগানিস্তান ইস্যুতে আলোচনা চালিয়ে আসছিল। কিন্তু কিছু ষড়যন্ত্রকারী বারবার এই আলোচনা ভেস্তে দিয়েছে। শেষদিন পর্যন্ত ওই ষড়যন্ত্রকারীরা শুধু যুদ্ধের জন্য উসকানি দিয়েছে।
আমরা আমাদের এই দেশের জন্য মৌলিক নিয়মনীতি ও কর্মক্ষেত্র তৈরি করব। আফগানিস্তানের পতাকাসহ অন্যান্য ইস্যুতে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
আফগানিস্তানের এই স্বাধীনতা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। আর এই লক্ষ্য বাস্তবায়নে আমরা স্বাধীনতার জন্য প্রয়োজনীয় সবগুলো বিষয় আগে নিশ্চিত করেছি। ফলে ১১ দিনে আমরা পুরো আফগানিস্তান পুনরুদ্ধারে সক্ষম হয়েছি। আমরা এমন কিছুই করিনি যা আমাদের অহংকার প্রকাশ করে। আমরা কাউকে ইচ্ছাকৃতভাবে ক্ষতি করিনি। কিন্তু গত দুই দশকের যুদ্ধে অনেকে ক্ষতির শিকার হয়েছেন। আমরাও অনেক কিছু হারিয়েছি। কিন্তু এই সবকিছুর বিনিময়ে আমরা দখলদারকে পরাজিত করতে পেরেছি।
আফগানিস্তানের প্রতিটি সীমান্ত আমাদের নিয়ন্ত্রণে। আফগানিস্তান থেকে একটি অস্ত্রও কেউ বাইরে নিয়ে যেতে পারবে না। এখন থেকে আফগানিস্তান হবে মাদকমুক্ত একটি দেশ। কিন্তু এ ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাই।
আমরা সব বিরোধীকে আফগানিস্তানে ফিরে আসার আহ্বান জানাই। সবাই মিলে যাতে আফগানিস্তান গড়তে পারি, সে জন্য তাদেরও প্রয়োজন রয়েছে।
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন বলেছেন, ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনায় সফল হলে তিনি ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেবেন। তবে শর্ত হলো, এই সমঝোতা যেন রাশিয়া তথা পুতিনের কাছে আত্মসমর্পণের সমান না হয়।
৫ ঘণ্টা আগেআলাস্কায় আজ শুক্রবারের বহুল আলোচিত শীর্ষ বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমরা আমেরিকার ওপর ভরসা করছি।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি ট্রাম্পের মন্তব্যের সঙ্গে সুর মিলিয়ে জানান, আজকের বৈঠক নিঃসন্দেহে উচ্চঝুঁকির এবং এটি ন্যায়সংগত শান্তির পথে একটি
৬ ঘণ্টা আগেসিঙ্গাপুরভিত্তিক ধনকুবের ও হোটেল ব্যবসায়ী ওং বেন সেংকে উপহার কেলেঙ্কারির মামলায় ২৩ হাজার ৪০০ মার্কিন ডলার (২৮ লাখ ৪২ হাজার টাকা) জরিমানা করা হয়েছে। গত বছর তিনি সারা দেশকে নাড়া দেওয়া ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছিলেন।
৬ ঘণ্টা আগেআলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকটি ছয় থেকে সাত ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে বলে আশা করছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমনটাই জানিয়েছেন। খবর বিবিসির।
৭ ঘণ্টা আগে